নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

ছিঃ দাসত্ব শেকল, ছিঃ জাতীয়তাবাদী ব্লগার !! আসুন এসব নারী আক্রমন কারী অমানুষদের বর্জন করি !!!

২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

"কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় , তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় "। অনেকেই আছেন কুকুরের কামড়েড় বিপরীতে এই বাক্য আওড়িয়ে কুকুরকে ছাড় দিতে বিশেষ আগ্রহী, কামড় দেয়া কুকুরের কোন ধরনের শাস্তির ব্যাবস্থা না করেই সেই কুকুরকে এড়িয়ে চলতে পছন্দ করেন।



কুকুরকে কামড় দেয়ার কোন ইচ্ছাই আমার নাই আবার কামড় দেয়া কুকুরকে নীরিহের মত ছাড় দেয়ার পাত্রও আমি নই।



ছোট বেলার একটা গল্প বলি, আমাদের পাশের গ্রামের একটা কুকুর পাগল হয়েছে, সে ওই গ্রামের অনেক মানুষকে কামড়িয়ে এবার আমাদের গ্রামের দিকে নজর দিয়েছে। ওই গ্রাম ছেড়ে আমাদের গ্রামে আসার পর অনেককেই কামড়িয়েছে, আমার পাশের বাড়ির এক বয়স্ক চাচাকে চার-পাঁচটা কামড় দিয়েছে, আমাদের পাশের বাড়ির এক পরিবারের চার জনকে কামড়িয়েছে, আর সবচেয়ে দুংখজনক হল, একটি ছোট বাচ্চা (৮-১০ বছর বয়স) রাতে পশ্রাব করতে বসেছে ঠিক তখনি সেই পাগল কুকুর তার উপর আক্রমন করে ১০-১২ টা কামড় বসিয়ে দেয়, তার মধ্যে একটা কামড় তার পুরুষাঙ্গ বসিয়েছিলো।

পথচারীরা যদি এসে তাকে রক্ষা না করতে তাহলে হয়ত সেই কুকুর তাকে সেখানে মেরেই ফেলতো।



আমাদের গ্রামে পাগল কুকুরের উপদ্রব বেড়েই চলেছে, আজ অমুককে তো কাল তমুককে কামড়িয়ে চলেছে। আর আমাদের গ্রামবাসী সেই কুকুরকে দমন না করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়.... টাইপের চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন, আমিও সেই চিন্তা নিয়েই বসে ছিলাম। কিন্তু হঠাৎ এক রাতে আমার ছোট ভাই উঠানে দাড়িয়ে পশ্রাব করছিলো, সেই সময় পাগল কুকুর এসে আমার ভাইয়ের পায়ে একটা কামড় বসিয়ে দিলো। তার পর থেকে আমার মেজাজ খারাপ, ভাবলাম কুকুরের এত্ত বড় সাহস আমার ভাইকে কামড় দেয়, অনেক ছাড় দিয়েছি আর নয় এবার কুকুরকে একটা সাইজ দিতেই হবে !!! ঠিক সেদিন রাতেই শুরু করলাম অভিযান। আমি, আমার অসুস্থ ছোট ভাই (রক্ত শুকানোর আগেই প্রতিশাধ) সহ গ্রামের আরও কয়েকজনকে নিয়ে কুকুরকে সেই রাতে এমন সাইজ দিলাম যে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের গ্রামে আশাপাশেও আসার সাহস করেনি। পরে শুনেছিলাম অন্য গ্রামের মানুষরা নাকি সেই পাগল কুকুরকে পিটিয়ে মেরেছে।



এবার মুল প্রসঙ্গে আসি,



সাবরিনা আলী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। ঢাকা মেট্রোপলিটন আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্র্যাট। মুক্তিযোদ্ধের চেতনাধারী, মৌলবাদী জামাত - শিবির বিরোধী এবং রাজাকার নামক হায়েনাদের ফাসীর দাবিতে সোচ্চার এক নারী। রাজাকারদের ফাসীর দাবীতে গড়ে উঠা শাহবাগ আন্দোলনে স্বপরিবারে ছোটে গিয়েছেন একাধিকবার। তার স্বামী শাহবাগ গণজাগরণ মঞ্চের একজন সংগঠক।



সাম্প্রতিক সময়ে দাসত্ব শেকল নামের জাতীয়তাবাদী পরিচয় দান কারী এক ছাগু ব্লগার ফেইসবুকে সেই ভদ্রমহিলার ছবি সহ একটা স্টাটাস দিয়েছে । সেখানে লিখা আছে -



ইনি-ই সেই মহীয়সী নারী ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী।

চিটাগাং ইউনিভার্সিটির ল/ ১০ম ব্যাচের ছাত্রী।

ইনি একজন রেপিস্টকে জামিন মঞ্জুর করেছেন ৫ হাজার টাকায়।








তার পর সেই পোস্টে কতিপয় অমানুষের বাচ্চাদের পদচারনা শুরু হয়, বাঁশের কেল্লা পেজের এডমিন হিসেবে পরিচিত দাসত্ব শেকলের মুরিদরা অনলাইন ধর্ষকের ভূমিকা পালন করা শুরু করে। তার পোস্টে মন্তব্য করা অমানুষরা এই ঘটনার সত্যতা যাচাই না করেই সাবরিনা আলীকে নিয়ে নানা ধরনের অশ্লিল মন্তব্য প্রদান করা শুরু করে। একাধিক অমানুষের বাচ্চা ৫ হাজার টাকার বিনিময়ে ভদ্রমহিলাকে রেপ করার প্রস্তাব দেয় এবং তাকে নিয়ে একাধিক অশ্লিল মন্তব্য করে, অনেক অমানুষের বাচ্চা আবার তার ছোট্ট শিশু কন্যাকে নিয়ে নানা ধরনের অশ্লিল মন্তব্য করে। শুধু তাই নয়, দাসত্ব শেকলের পোস্ট প্রকাশ হওয়ার পর তার অনেক জামাতী বন্ধু ভিবিন্ন আইডি থেকে সাবরিনা আলী কে হত্যা করার ডাকও দেয়, অনেকেই আবার ভবিষ্যতে হামলা করার লক্ষে দাসত্ব শেকল নামক জামাতী হায়েনাদের হিট লিস্টে থাকা সাবরিনা আলীকে চিনে রাখার কথা বলে।



কিছু অমানুষের বাচ্চার মন্তব্য -

























সাবরিনা কি আসলেই ৫ হাজার টাকার বিনিময়ে রেপিস্টকে জামিন দিয়েছেন?


বিচারিক নিয়মকানুন মেনেই সাবরিনা আলী জামিন দিয়েছেন এক আসামীকে, ৫ হাজার টাকার বন্ডে (যা পুরোপুরি রাষ্ট্রীয় আইনেই ধার্য)। আইন বিষয়ক ন্যূনতম জ্ঞান থাকা ব্যক্তিমাত্রই জানেন, জামিনের বিষয়টি পুরোপুরি আদালতের এখতিয়ারাধীন। সঠিকভাবে সাক্ষ্যপ্রমাণ দ্বারা অপরাধ প্রমাণ করার আগে আইনেই জামিনের বিধান রয়েছে। জামিন পাওয়া মানেই কিন্তু মুক্তি প্রদান বা খালাস পাওয়া নয়।



জামিন দানের এই প্রক্রিয়া সকল অভিযুক্ত অপরাধীর ক্ষেত্রেই প্রযোজ্য। জামিন মিললেও পরবর্তীতে অভিযুক্ত অপরাধীকে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হতেই হয়। অথচ, ‘দাসত্ব শিকল’ ফেসবুক আইডি থেকে লেখা হলো, ‘একজন রপেস্টিকে জামনি মঞ্জুর করছেনে ৫ হাজার টাকায়।’ খেয়াল করুণ, ‘৫ হাজার বন্ডে জামিন প্রদান’কে ‘৫ হাজার টাকার বিনিময়ে’ ভুল ব্যাখ্যার মাধ্যমে জামিন দানের অপপ্রচার করা হলো। তাছাড়া যে মামলাটির কথা এখনে বলা হয়েছে, এক শিক্ষকের দ্বারা ছাত্রীর স্লীলতাহানী। তাও ঘটনার দেড় বছরের মাথায় মামলাটি করা।



তাহলে সাবরিনা আলীর উপরে কেন এই আক্রমন?

আপনারা জানেন জামাত শিবির ও তাদের প্রতিষ্ঠানকে রুখে দেয়ার ডাক দিয়েছিল শাহবাগ। ছাত্র শ্রমিক জনতার সাথে সেই ডাকে এগিয়ে এলেন আরো একজন। সাবরিনা আলীর স্বামী ইনসান আলী রাজু। পেশায় তিনি আইনজীবী। অতএব আদালতেই তার সক্রিয়তার স্থান। তিনি জামাত শিবিরকে মোকাবেলা করবেন আদালতের মাধ্যমে। তাই, মামলা করলেন স্বাধীনতার বিরোধী শক্তির অর্থের বড় উৎস ‘ইবনে সিনা’র বিরূদ্ধে।



২৫ শতাংশ কম খরচে চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে দ্বিগুণ বা তিনগুণ অর্থ আদায়ের মাধ্যমে সরলমতি মানুষের সাথে প্রতারণার ঘটনায় ইবনে সিনার বিরুদ্ধে মামলার তিনি আইনজীবি। ঢাকার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৪০৬/৩৪ ধারায় এই মামলাটি গত ২৫-০৩-১৩ তারিখে দায়ের করা হয়। মামলাটি এখন তদন্তাধীন। এই মামলা ইবনে সিনার আড়ালে জামাতের একটি শক্তিশালী অঙ্গ পঙ্গু করে দেয়ার মতো অবস্থা তৈরি করেছে।



মামলা চলমান অবস্থায় জামাতি অনলাইন সাপোর্টাররা বুঝেছে এই মামলা হায়েনাদের ভিত নাড়িয়ে দিয়েছে। আর তার দায়ে যথারীতি স্বজন-প্রিয়জন সহ প্রাণনাশের হুমকি আসছে সাবরিনা আলীর। সাবরিনা আলীর ছবিকে নিয়ে মিথ্যা অপপ্রচার তারই একটি অংশ।



জামাত শিবিরের গৃহপালিত কুকুরদের এমন নোংড়া প্রোপাগান্ডায় ভেঙ্গে পড়েছেন সাবরিনা আলী। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা ফোন দেন, পরিচিতরা ফোন দেন। ভাংতে ভাংতে অসুস্থ হয়ে পরেছেন তিনি।



দাষত্ব শেকল নামক জামাতি ছাগুদের মিথ্যা প্রচারনার কারনে যদি সাবরিনা আলীর উপর আক্রমন হয় তাহলে দায় কে নেবে ?



সামু ব্লগে জাতীয়তাবাদী ব্লগার (!) নামক একটি বিতর্কিত সিন্ডিকেট আছে, দাষত্ব শেকল সেই সিন্ডিকেটের একজন নেতৃত্বস্থানীয় সদস্য। সেই জাতীয়তাবাদী সিন্ডিকেট কতিপয় সদস্যরা এর আগেও সামুর নারী ব্লগার থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে নিয়েও অশ্লিল মন্তব্য করেছে । এদের অশ্লিল মন্তব্য, ট্যাগিং আর অপপ্রচারের শিকার হয়ে বিব্রতকর অবস্থায় পড়ছেন অনেক সম্মানীত নারী ব্লগার। এদের অশ্লিল টার্গেটের শিকার হয়ে মুক্তিযোদ্ধের চেতনাধারী অনেক নারী ব্লগার এক সময় চুপষে যেতে বাধ্য হয়েছেন।



সেই জাতীয়তাবাদী (!) নামধারী জামাত শিবিরের গৃহপালিত ব্লগাররা, সামুর নারী ব্লগার সহ মুক্তিযুদ্ধের চেতনাধারী সকল ব্লগারকে অশ্লিল আক্রমন করার পর আজ ফেইসবুকে সক্রিয় হয়েছে। সামুতে থাকা মুক্তিযোদ্ধের চেতনাধারীদের নিয়ে অশ্লিলতা ছড়িয়ে চুপসে দেয়ার মিশন সফল ভাবে বাস্তবায়ন করার পর এবার দেশের বিভিন্ন স্থরের মুক্তিযোদ্ধের চেতানাধারীদের নিয়ে নোংরা এবং অশ্লিল মিথ্যাচারে লিপ্ত হয়েছে। তারা সহজ শিকার হিসেবে নারীদের আক্রমন করছে, নানা ধরনের কুৎসা রটানোর মাধ্যমে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের জামাত বিরোধী ভুমিকা থেকে সরিয়ে আনার চেষ্টা করছে।



ওরা গতকাল সামুর মহিলা ব্লগারদের আক্রমন করেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লিল মন্তব্য করেছে, আজকে সাবরিনা আলীকে আক্রমন করেছে, কালকে আপনার পরিবারের সদস্যদের আক্রমন করবে, আপনার মা-বোন অথবা অন্য কাউকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর এবং অশ্লিল তথ্য ছড়াবে, আপনারা পরিবারের সদস্যদেরকে হায়ানাদের অশ্লিল আক্রমনের শিকারে পরিণত করবে।



কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়.... টাইপের চিন্তা ভাবনা নিয়ে বসে থাকার সময় এখন নয়। কোন ধরনের টার্গেটের স্বীকার হওয়ার আগেই এসব জাতীয়তাবাদী ব্লগার নামক জামাত শিবিরের পেতাত্মাদের এখনি বর্জন করুন।



উল্লেখ্য, এরা শুধু সামুর নারী ব্লগার এবং মুক্তিযোদ্ধের চেতনাধারীদের আক্রমন করছে না, সামুর কর্ণধার জানাপাকে নিয়েও ভয়ংকর অশ্লিল পরিকল্পনা করেছে। এরা নতুন ছাগু ব্লগ বানিয়ে (সোনার বিকল্প) সেখানে জানাপা সহ সামুর ব্লগারদের নিয়ে অশ্লিলতা ছড়ানোর ফন্দি এটেছে। সামুর প্রত্যেক নারী ব্লগার থেকে শুরু করে জামাত - শিবির বিরোধী প্রত্যেক সক্রিয় ব্লগারদের সাবধান হওয়ার আহব্বান জানাচ্ছি। বিস্তারিত তথ্য প্রমাণ আমার কাছে আছে, শীঘ্রই আপনাদের পরের পোস্টে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন।



এই পোস্টের কিছু লিখা শামীমা মিতু আপার পোস্ট থেকে হুবহু কপি করা হয়েছে। লিখা কপি করার অনুমতি দেয়ার জন্য এবং এরকম একটা বিষয় নিয়ে সকলের দৃস্টি আকর্ষন করার জন্য আপাকে ধন্যবাদ।

মন্তব্য ৬৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

অলস রাজা বলেছেন: আপনার পোস্টের মূল বিষয় কোনটি? দাসত্বের নারী অবমাননা, নাকি দেড় বছর পরে যৌন-নির্যাতনের মামলায় জামিন দেওয়া কেন বৈধ এটা সবাইকে জানানো?


অধম বুঝতে পারেনাই বলেই এই জিজ্ঞাসা।

৩০ শে জুন, ২০১৩ রাত ১:১১

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই একজন বিচারকের দৃষ্টিকোন থেকে (সবাই সমান) দেখার চেষ্টা করেন। উনিই যে এই ঘটনার দোষি তা প্রমাণ হয়নাই কিন্তু তিনি অনেকদিন ধরে আটক অবস্থায় আছেন।

যেহেতু ঘটনা এখনও প্রমাণিত হয়নাই সেহেতু একজন বিচারকের দৃষ্টিতে উনি এখন পর্যন্ত নির্দোষ।

তাছাড়া এটা মিথ্যা মামলাও হতে পারে (ধরুন)।

তা একজন নির্দোষ অথবা যার দোষ প্রমাণিত হচ্ছেনা তাকে বহুদিন ধরে আটকে রাখা কি যুক্তিযুক্ত ?

আপনার ব্যাপার হলে সেটা কিভাবে বিবেচনা করতেন ?

নাকি আমি আপনার নামে একটা মামলা টুকে দিলাম, আর সেটা সত্যা নাকি মিথ্যা তা প্রমাণ হওয়া আগ পর্যন্ত বছরের পর বছর আপনাকে আটকে রাখা হবে ?

২| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

যোগী বলেছেন:
মেয়েদেরকে নিয়ে যারা কুরুচিকর কথা বলে বা মেয়েদের সাথে যারা অসৌজন্যমুলক আচরন করে তাদেরকে সত্যিই কুকুরের মত গুলি করে মারা উচিৎ।

২৯ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: কালবৈশাখীর ঝড় বলেছেন:
সিটি কর্পোরেশনের কুকুর নিধন টিমকে খবর দিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে এই সব পাগলা কুকুর নিধন করতে হবে।

৩| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কারো কথায় বিশ্বাস রাখার জো নেই, অপপ্রচার এমন ভয়াবহ মহামারী আকারে হচ্ছে যে প্রায়ই বিভ্রান্ত হয়ে যাই। সামুতে কার লেখা মনে নেই, সাবরিনা আলীর উপর লেখা একটা পোষ্ট দেখে কমেন্ট করেছিলাম, এখন ভালোমত না জেনেই কমেন্ট করার জন্য অত্যন্ত লজ্জা লাগছে।

সাবরিনা আলীর প্রতি সমবেদনা রইলো।

২৯ শে জুন, ২০১৩ রাত ২:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

যোগী বলেছেন:
@অলস রাজা একজন ম্যাজিস্ট্র্যাট কাকে কেন জামিন দিছে বা দেয়
নাই, সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সম্ভবত সাধারন জনতার নাই, সাংবিধানিক ভাবেই।

৫| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

দুরন্ত-পথিক বলেছেন: আপনি কি মহানুভব দল আওয়ামীলীগের সমরথক,যদি না হন তাহলে প্রথমেই জাতীয়তাবাদী দলকে টেনে নিয়ে আসতেন না। ব্যাক্তির সাথে দলকে আক্রমণ করে ফেলেছেন।

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩৫

কাজী মামুনহোসেন বলেছেন: দলকে আক্রমন হরি ফেলছি, এখন আমার কি হপে ? :(( :(( :D :D

৬| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নিয়েল হিমু বলেছেন: টপিকটা অনেক পুরাতন তো ।
রেপ কেইসের আসামি নিজেই যখন বড় বড় কথা কয় তখন আর কি করার ক ? ;)

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: পুরান কথা মনে করায়া দিলেন ;)

একবার যদি প্রমাণ পাইতাম তাইলে দেখতেন কান্নাকাটি কারে কয়... :D:D

৭| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অলস রাজা বলেছেন: যোগী বলেছেন:
একজন ম্যাজিস্ট্র্যাট কাকে কেন জামিন দিছে বা দেয়
নাই, সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সম্ভবত সাধারন জনতার নাই, সাংবিধানিক ভাবেই


@যোগী ভাই, তাহলে আমরা যে আদালতের রায়ের বিরুদ্ধে "এই রায় মানি না, কাদের মোল্লার ফাঁসি চাই" বলে স্লোগান দিলাম ,আমরা কি সংবিধান বিরোধী, দেশদ্রোহী??

৮| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

কালবৈশাখীর ঝড় বলেছেন:
সিটি কর্পোরেশনের কুকুর নিধন টিমকে খবর দিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে এই সব পাগলা কুকুর নিধন করতে হবে।

৩০ শে জুন, ২০১৩ রাত ১:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত। :D :D

৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:০৩

আধার রাতের মুসাফির বলেছেন: তথাকথিত প্রগতিশীলরা যারা নারী অধিকার নারী অধিকার বলে চিৎকার করে তাদের কাছেই নারীরা কোন দিন নিরাপদ হতে পারে নাই। সাম্প্রতিক সময়ের গণজাগরণ মঞ্চ এর কার্যাকলাপ, তারই প্রমান।

৩০ শে জুন, ২০১৩ রাত ১:৪৭

কাজী মামুনহোসেন বলেছেন: তথাকথিত ধার্মিক যারা পুরুষ অধিকার পুরুষ অধিকার (নারী বাদ বিরোধী) করে তাদের কাছেই পুরুষরা (মাদ্রাসা ছাত্ররা) কোন দিন নিরাপদ হতে পারে নাই। সাম্প্রতিক সময়ের হেফাজতি মাদ্রাসা শিক্ষকদের কার্যকলাপ, তারই প্রমাণ। :D :D

১০| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:০৮

ভালোরনি বলেছেন: অলস রাজা বলেছেন: যোগী বলেছেন:
একজন ম্যাজিস্ট্র্যাট কাকে কেন জামিন দিছে বা দেয়
নাই, সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সম্ভবত সাধারন জনতার নাই, সাংবিধানিক ভাবেই


@যোগী ভাই, তাহলে আমরা যে আদালতের রায়ের বিরুদ্ধে "এই রায় মানি না, কাদের মোল্লার ফাঁসি চাই" বলে স্লোগান দিলাম ,আমরা কি সংবিধান বিরোধী, দেশদ্রোহী??

১১| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:১৫

যোগী বলেছেন: @অলস রাজা ভাল একটা কথা বলেছেন আপনি। আমরা সাধারন জনতা সম্মিলিত ভাবে সাংবিধানিক কোন ব্যাপারের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানাতে পারি, যে অধীকার সাংবিধানিক ভাবেই আমাদের আছে। যেটা আমিনি বা হেফাজতিরা নারী নিতীর বিরুদ্ধে করেছে বা প্রায় আমারা সম্মিলিত ভাবে সাংবিধানিক সরকারের পতনের ডাক দিয়ে থাকি।

কিন্তু ভালভাবে লক্ষ করবেন যে একজন বিচারককে কিন্তু কোন বিচারের ব্যাপারে প্রেসের বা কোন মানুষের কাছে জবাবদিহি করতে হয়না। মিডিয়ারও কোন অধিকার নাই বিচারপতির মতামত নেয়ার।

যদি কোন গোষ্টির কোন বিচাররে রায় পছন্দ না হয় তাহলে সেই গোষ্টি আন্দলোনের মাধ্যমে সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে পারের আাবার আপিল করার জন্য। বাট রায় পরিবর্তনের জন্য বিচারকদের উপর কোন চাপ দিতে পারেনা।
শাহাবাগ আন্দলোন নিয়ে আপনাদের একটা ভুল ধারনা, শাহাবাগ থেকে সবসময় বলা হয়েছে যে তাদের আন্দলোন আদালতের বিরুদ্ধে নয় কোন ভাবেই।

ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। ভালভাবে বোঝার চেষ্টা করবেন আশা করি।

১২| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:২৭

অলস রাজা বলেছেন: শাহাবাগ আন্দলোন নিয়ে আপনাদের একটা ভুল ধারনা, শাহাবাগ থেকে সবসময় বলা হয়েছে যে তাদের আন্দলোন আদালতের বিরুদ্ধে নয় কোন ভাবেই।

আপনারা কারা?? আর আমরা কারা?

১৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩২

যোগী বলেছেন: @অলস রাজা, আপনারা কারা বা আমরাই কি আপনারা কিনা ঠিক ধরতে পারিনি, স্যরি :(

১৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০১

জগ বলেছেন: হনু জাগরন মন্চের একজন মহিলার বঁদড়ামি ফাঁস করার অপরাধে (!) দাসত্বের বিরুদ্ধে চুশীলদের প্রচন্ড চুলকানি দেখে বিনোদিত হচ্ছি।

৩০ শে জুন, ২০১৩ রাত ১:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: দাসত্ব ছাগলের ল্যাঞ্জায় আগুন দেয়ার পর ছাগুদের প্রচন্ড চুলকানি দেখে বিনোদিত হচ্ছি। =p~ =p~

১৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০৯

খাটাস বলেছেন: যোগী এবং অলস রাজা- দুজনের দৃষ্টি ভঙ্গি ই ভাল লাগল। তবে জনাবা ম্যাজিস্ট্রেট যে আইনের কারনেই হোক, তার রেপিস্ত কে জামিন দেয়া টা বেক্তিগত ভাবে ভাল লাগে নি। যেহেতু আমি মানুষ , তাই তার দৃষ্টি ভঙ্গির প্রতি আমার ঘৃণা জন্মেছে। যদি ও তিনি আইনের আওতায় জামিন দিয়েছেন, এবং অবশ্যই বিচক্ষন ই হবেন।
কিন্তু তার মানে এই না তারে অশ্লীল কথা বলতে হবে। দাসত্ত শিকল ই নাকি রানা প্লাজার রানাকে ধরিয়ে দিয়েছিল। তার প্রতি সম্মান জাগলে ও যখন দেখলাম, সে লীগের শুধু সমালোচক ই নয়, বি এন পি এর প্রতিহিংসা পরায়ণ অন লাইন নেতা। তখন তাকে আর ভাল লাগে নি।
তিনি নেতা হিসেবে অতি নিম্ন মানের মানসিকতার অধিকারী। সরকার অনেক আজে বাজে কাজ করছে। তা জানি, কিন্তু এর মানে এই না যে উল্টা পাল্টা হাজার কথা বানাতে হবে। পোষ্ট নিয়ে বেশি আলোচনায় গেলাম না। তবে একজন বি এন পি সমর্থক নারী কে ও কোথায় যেন দেখেছিলাম এক জন লিগারের দ্বারা অপমান হতে।
নারীকে শ্রদ্ধা করি। নারী আক্রমন কারী সে কুত্তা লীগ, ছাগু বা হাবু গবু যেই হোক, তারে গদাম দিয়ে সোজা করা দরকার।

৩০ শে জুন, ২০১৩ রাত ১:৫৬

কাজী মামুনহোসেন বলেছেন: দাসত্ত শিকল ই নাকি রানা প্লাজার রানাকে ধরিয়ে দিয়েছিল।

হিটলারকেও দাসত্ব ছাগল ধরায়া দিছিল, ইতিহাসের পাতায় দাসত্ব ছাগলের নাম মুত্রাক্ষরে লিখা থাকবে। B-)) B-))


নারীকে শ্রদ্ধা করি। নারী আক্রমন কারী সে কুত্তা লীগ, ছাগু বা হাবু গবু যেই হোক, তারে গদাম দিয়ে সোজা করা দরকার।

সহমত।

১৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৮

নিয়েল হিমু বলেছেন: কিরে জগ তুই কি বেন খাওয়া দাসত্ব নাকিরে ? পরিচয় দিয়া কথা বল । মজুরের নাতি জিনিসটা কিরে ?

৩০ শে জুন, ২০১৩ রাত ১:৫৯

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম পরিচয় দিয়া কথা বল।

১৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অলস রাজা বলেছেন: যোগী বলেছেন:
একজন ম্যাজিস্ট্র্যাট কাকে কেন জামিন দিছে বা দেয়
নাই, সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সম্ভবত সাধারন জনতার নাই, সাংবিধানিক ভাবেই


@যোগী ভাই, তাহলে আমরা যে আদালতের রায়ের বিরুদ্ধে "এই রায় মানি না, কাদের মোল্লার ফাঁসি চাই" বলে স্লোগান দিলাম ,আমরা কি সংবিধান বিরোধী, দেশদ্রোহী??


Million Dollar Question... ;) ;) B-)) B-))

৩০ শে জুন, ২০১৩ রাত ২:০০

কাজী মামুনহোসেন বলেছেন: এতো খুশি ব্যাফার কি ??

পোস্টের ব্যাফারে কিছু বলতাছো না কেনো ?? :D :D

১৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরুধী দলীয় নেত্রী নিয়ে নোংরা কথা বলতে এক্টুকুও চিন্তা করিনা । মানুষের বিবেক কতটা নিছে নামলে ১৮ কোটি মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে বার বার নির্বাচিত এই দুই নারীকে অপমান করতে পারে?

রেপিস্ট বরাবরই ঘৃনার পাত্র। রেপিস্ট কে যদি তিনি আসলেই মুক্তি দিয়ে থাকেন তবে তার প্রতি ঘৃনা আর ঘৃনা , আর যদি না দিয়ে থাকেন তবে তাকে নিয়ে যারা নোংরা মন্তব্য করেসেন তাদের প্রতিনিন্দা জানানোর ভাষা নায় ।

প্রধানমন্ত্রী হোক আর বিরুধী দলীয় নেত্রী হোক । এই মায়ের জাতকে যারা নোংরা কথা বলে অপমান কয়রে তাদের মানুষ ভাবতে আমার ঘৃনা লাগে ।

৩০ শে জুন, ২০১৩ রাত ২:০২

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্যের সাথে সহমত পোষন করলাম।

প্রধানমন্ত্রী হোক আর বিরুধী দলীয় নেত্রী হোক । এই মায়ের জাতকে নিয়ে যারা নোংরা কথা বলে অপমান করে তাদের মানুষ ভাবতে আমার ঘৃনা লাগে ।

ধন্যবাদ আপা।

১৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: @ যোগী

২০| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মামুন ভাই, যদি কেউ অন্যায় ভাবে কাউকে আক্রমন করে থাকে, খারাপ কথা বলেন, সেটার দায় তাকে নিজেকেই বহন করতে হবে। মানুষ এখন অনেক বেশি সচেতন। এটাই স্বাভাবিক।

একজন সাধারন মানুষ হিসেবে, একজন ধর্ষনকারীকে এইভাবে মুক্তি দেয়ার বিষয়টি আইনমাফিক হলেও আমাকে ব্যথিত করেছে। যারা এই নিয়ে আন্দোলন করছেন বা প্রতিবাদ করছেন বা এই ধর্ষকদের হাত থেকে আমাদের সমাজকে মুক্ত করতে চান, তাদের জন্য এটা নিঃসন্দেহে খুবই হতাশাজনক একটি দৃষ্টান্ত।

আমাদের দূর্ভাগ্য যে, আমরা সবাই এতটাই দলঅন্ধ হয়ে আছি, যে সব সময় প্রতিপক্ষের ভুল ধরার জন্য এক পায়ে দাঁড়া হয়ে থাকি। আজকে যদি এই ম্যাজিস্ট্র্যাট লীগ সমর্থিত না হতেন বা শাহবাগে না গিয়ে থাকতেন, তাকে নিয়ে খুব কমই হইচই হত। তখন হয়ত তাকে নিয়ে সুস্থ সমালোচনার কোন সমস্যা থাকত না। কিন্তু যে ভাষায় সমালোচনা করা হয়েছে সেটা কোনভাবেই কাম্য নয়। আবার দেখেন এই ম্যাজিস্ট্র্যাট যদি দল সমর্থিত হত, আমি নিশ্চিত সেখানেও একই অবস্থা হত। এটা অস্বীকারের কোন উপায় নেই। রাজনৈতিক ফ্লেভার দেয়া ছাড়া কিছুই এখানে হবে না।


আমার মতে যুক্তিপূর্ন সমালোচনা হোক, যুক্তিপূর্ন আলোচনা হোক। যা খারাপ, তাকে সবাই খারাপ বলুক। যা ভালো, তাকে সবাই ভালো বলুক। পরিবর্তন আমাদেরই আনতে হবে।

তাই আমি অনুরোধ করব, পোষ্টে আপনি যে "শুকর" শব্দটি দিয়েছেন তা মুছে দেন ভাই। অন্যকে নোংরা ভাবে উপস্থাপনের মাধ্যমে আসলে কোন লাভই নেই। যেই যার বিরুদ্ধে বলেন না কেন, নূন্যতম সৌজন্যবোধ বজায় রাখুন। গালি বা আপত্তিকর শব্দ না ব্যবহার করেও অনেক কঠিন কথা শুনানো যায়। একে অপরের বিরুদ্ধে ইচ্ছেমত বলেন, কিন্তু সেটা হোক সুস্থ এবং নুন্যতম সম্মানবোধের ভিত্তিতে এবং যৌক্তিক।

অনেকেই বলেন, আমরা না করলে কি হবে, তারা তো ঠিকই করবে। আপনি নিজেই শুরু করুন, তারা পরিবর্তন হতে বাধ্য। দেখেন না সংসদে পর্যন্ত ইদানিং ভাষা ঠিক হয়ে গিয়েছে! আমরা তো তাদের চেয়ে আরো বেশি সচেতন।


ধন্যবাদ। আমার অনুরোধটা বিবেচনা করবেন।


২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই ওই ভদ্রমহিলার কথা বাদ দেন

আমি তাদের শুকরের বাচ্চা বলেছি, যারা আমার বাবা মুক্তিযোদ্ধা জানার পরও তাকে রাজাকার এবং আমাকে রাজাকারের বাচ্চা বিশেষনে বিশেষায়িত করে।

আমি তাদের শুকরের বাচ্চা বলেছি, যারা সামুর নারী ব্লগারদের নিয়ে অশ্লিল মন্তব্য করে।

আমি তাদের শুকরের বাচ্চা বলেছি, যারা জানাপা এবং তার স্বামীকে নিয়ে অশ্লিল এবং কাল্পনিক মন্তব্য করে।

আমি তাদের শুকরের বাচ্চা বলেছি, যারা আমাকে মেরে খালে ফেলে দেযার হুমকি দেয়।

আমি তাদের শুকরের বাচ্চা বলেছি, যারা নতুন ব্লগ বানিয়ে সেখানে সামু এবং সামুর ব্লগারদের নিয়ে অশ্লিলতা ছড়ানোর পরিকল্পনা করে।

আমি তাদের শুকরের বাচ্চা বলেছি, যারা একজন মহিলাকে নিয়ে মিথ্যা কুৎসা রটিয়ে তাকে এবং তার শিশু সন্তানকে ধর্ষন করার অফার দেয় ।

আরও অনেক আছে, আমি আওয়ামি লীগের সমর্থক নই তা কয়েকশ বার বলেছি, আপনার উপরোক্ত মন্তব্যের উত্তর দেব।

আপনি আমার প্রিয় মানুষদের একজন, আপনার কথা আমি অবশ্যই রাখব, আমি পোস্ট থেকে "শুকর" শব্দটি উঠিয়ে নিলাম।

ধন্যবাদ।

২১| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:৫৫

একাকী বাংলাদেশি বলেছেন: আপনি কোটি কোটি টাকা দুর্নীতি করেন, মানিকের মত সেঞ্চুরী করেন, খোলা রাস্তায় বন্দুক নিয়া দৌড়ান কোন সমস্যা নাই। খালি সময়মত শাহবাগে যায়া একটা ফটো সেশন কইরা আসেন, তাইলেই আর কোন সমস্যা নাই।

খালি ব্যবসা আর ব্যাবসা। চেতনা ব্যবসা।

২২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৩:০৯

একাকী বাংলাদেশি বলেছেন: কাল্পনিক ভাই উনারে এই কথা বইলা লাভ নাই। উনি বাইছা বাইছা এমন হেডিং দিছে, যাতে পাবলিক উনার পোস্টে হুমড়ি খায়া পড়ে। দাসত্ব-রে গালি দিতেও কোন সমস্যা নাই। আবার তার নাম বেইচা হিট বাড়াইতেও প্রবলেম নাই। সবই ব্যাবসা।

২৯ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: অনেক কষ্ট লাগতাছে, তাইনা ? :D

তা ওই ভদ্রমহিলার কেমন লাগতাছে, তা কি ধারনা করতে পারেন ?

এই সামন্য পোস্টেই কান্নাকাটি শুরু কইরা দিলেন ভালো কথা, তা ওই ভদ্রমহিলার মতো করে যদি আপনার মা অথবা বোনকে নিয়ে পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে যদি এরকম অশ্লিল মন্তব্য করা হয় তাহলে কেমন লাগব ধারনা করতারেন ? X( X(

কি মনে করছিলেন, আপনেরা একাই পারেন, আর কেউ পারে না ? :D

যদি হিট খাওয়ার ইচ্ছাই একমাত্র উদ্দেশ্য থাকত তাইলে দাসত্বরে নিয়া পোস্ট না লেইখা সরাইলের কুকরদের নিয়া পোস্ট লিখতাম।

দাসত্বের চাইতে সরাইলের কুকুরের দাম এবং জনপ্রিয়তা দুইটাই বেশি।
B-)) B-))

২৩| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৫:০৬

যোগী বলেছেন:
@বৃষ্টি ভেজা সকাল ১১ আপনার পোষ্টটা পড়ে আমার কাছে মনে হয়নি ধর্যনকে আপনি অরুচিকর মনে করেন খুব একটা। যদি তাই মনে করতেন তাহলে একজন মহিলা বিচারপতির ছবি দিয়ে এই রকম একটা ইসুতে এই ভাষায় পোষ্ট দিতে পারতেন না।

একজন ধর্ষককে জামিন দেয়ার জন্য আমাদের দেশের দুর্বল আইন ব্যাবস্তায় বেশি দায়ী বা তার ফাক-ফোকর দায়ি। তাই আপনার আঙ্গুল তুলে কথা বলা উচিৎ সেই আইনের বিরুদ্ধে আগে।

৩০ শে জুন, ২০১৩ রাত ২:৩৩

কাজী মামুনহোসেন বলেছেন: একজন ধর্ষককে জামিন দেয়ার জন্য আমাদের দেশের দুর্বল আইন ব্যাবস্থাই বেশি দায়ী বা তার ফাক-ফোকর দায়ি। তাই আপনার আঙ্গুল তুলে কথা বলা উচিৎ সেই আইনের বিরুদ্ধে আগে।

২৪| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৬:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মামুন, যে ব্যক্তি শুধুমাত্র রাজনৈতিক কারণে সাংবাদিক নাদিয়া শারমিনের উপর হেফাজতে ইসলামের প্রকাশ্যে প্রহারকে সমর্থন করতে পারে তার কাছ থেকে এসব আশা করতেই পারেন। আর এদের সিন্ডিকেট তো আমাকেই অনেকবার আক্রমণ করেছে। এদের পোষ্ট সব সময় অ্যাভয়েড করার চেষ্টা করেছি, কিন্তু ওই যে দুই/ তিন বার কমেন্ট করেছিলাম, তাতেই হয়েছে, আক্রমণ।

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম আপা, এসব অপদার্থদের এড়িয়ে চলবেন। এদের কাছে মা-বোনের কোন সম্মান নাই !!
এরা জানোয়ারের মত মহিলাদের নিয়ে অশ্লিলতা ছড়ায় কিন্তু একবারও ভাবে না এভাবে যদি তাদের মা বোনকে নিয়ে অশ্লিলতা ছাড়ানো হয় তাহলে কেমন লাগবে।

২৫| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

আমিনুর রহমান বলেছেন:



বিচারের পূর্বে যেহেতু কাউকেই অপরাধী বলা যায় না আদালতের আইনের নিয়মে কিন্তু আমাদের বিবেক বলেও একটা কথা আছে এবং তাই আমি মেনে চলার চেষ্টা করি। সাবরিনা আলী পেশায় একজন ম্যাজিস্টেট উনি যে কারো জামিন দিতে পারেন আইনের মধ্যে থেকে জামানত দেয়ার মত বিবেচ্য হলে কিন্তু সত্যিকারের একজন ধর্ষকের যদি জামিন নিয়ে থাকেন তা আইনের নিয়ম মেনেও যদি হয় তাহলে উনার প্রতি আমার বিন্দু পরিমান সহমর্মিতা থাকবে না বরং ধর্ষকের চেয়ে ঘৃনা করবো উনাকে কেননা উনি একজন নারী।

দাসত্ব লিখা একসময় ভালোই লাগতো পড়তে বলতে দ্বিধা নেই। কিন্তু গত ১ বছর তার এক্টিভিটিস দেখে তার প্রতি একটা বিরক্ত চলে আসছে। সর্বশেষ ফটিকছড়িতে সংঘর্ষে ছাত্রলীগের কিছু কর্মী নিহত হওয়ায় তার নগ্ন উল্লাস দেখে আমার তার সম্পর্কে ধারনা হয়ে গেছে। সত্যি কথা কি ছাত্রলীগ না হয়ে শিবিরের কর্মী মরাতেও যদি নগ্ন উল্লাসে লিপ্ত হয় তার প্রতিও আমার সমান ঘৃণা থাকবে। দলকানা লোক আমার বরাবরই অপছন্দ এবং তাদের আমার অসুস্থ মনে হয়।

এমন কোন সিণ্ডিকেট নাই যারা ব্লগের নারীদের আক্রমণ করে নাই। আমি জানি না আপনি এইসব আক্রমের কমেন্টস বা পোষ্টগুলো দেখছেন কিনা। না দেখে থাকলে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দিবো আপনাকে আর জানাপু আক্রমনে শিকার বার বার হয়েছে এবং হবেও । আওয়ামী পন্থী বলেন, বিএনপি বলেন, জামাত পন্থীই বলেন সবাই তাকে বারবার আক্রমণ করে গেছে অহেতুকই বলবো আমি। ওরা অসুস্থ যারা নারীদের নিয়ে অশ্লীল কথা বলতে পারে সেটা প্রধানমন্ত্রী হোক, বিরোধী দলের নেত্রী হোক আর সাধারণ একজন নারীকে নিয়েই হোক না কেন ...

আপনাকে পোষ্টের জন্য ধন্যবাদ।

৩০ শে জুন, ২০১৩ রাত ২:৪৬

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্য,

ওরা অসুস্থ যারা নারীদের নিয়ে অশ্লীল কথা বলতে পারে সেটা প্রধানমন্ত্রী হোক, বিরোধী দলের নেত্রী হোক আর সাধারণ একজন নারীকে নিয়েই হোক না কেন ...

ওরা অশ্লিল মন্তব্য করে যাবে আমরাও ওদের উপর কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করতে থাকব।

ধন্যবাদ।

২৬| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আমি সম্মানিত বোধ করছি।

৩০ শে জুন, ২০১৩ রাত ২:৫১

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।

২৭| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩১

একাকী বাংলাদেশি বলেছেন: আমার কষ্ট লাগার কিছু নাই। আমি খালি আপনাদের স্বরূপ দেখাইলাম। মহিলা বইলা সম্মান করলে দলমত নির্বিশেষে সবাইরে সম্মান দেওয়ার কালচার টা চালু হোক।

আর দাসত্ব কি জনপ্রিয় নাকি অজনপ্রিয় সেই তর্কে আর নাইবা গেলাম। দাসত্ব'র পোস্ট গুলা এখনো আছে, চাইলে উকিঁ মারতে পারেন। দাসত্ব পোস্ট দেওয়ার পর থেকে আপাতদৃষ্টিতে ব্লগে হাম্বালীগের নাভিশ্বাস উইঠা গেছিলো। এর আগেও দেখছি কে কোন ভাবে দাসত্ব'রে কোন দিক দিয়া বাশঁ মারতে পারে সেই চান্সে দিন গুজরান করে।

আপাতদৃষ্টি'তে কথাটা এই কারনে উল্লেখ করলাম যে অনেকে কয় দাসত্ব নাকি হাই লেভেলের আলীগ। অনলাইনে জাতীয়তাবাদী'দের বিভ্রান্ত করতেই এই নিকটি'র সৃষ্টি।

৩০ শে জুন, ২০১৩ রাত ২:৫৭

কাজী মামুনহোসেন বলেছেন: আপাতদৃষ্টি'তে কথাটা এই কারনে উল্লেখ করলাম যে অনেকে কয় দাসত্ব নাকি হাই লেভেলের আলীগ। অনলাইনে জাতীয়তাবাদী'দের বিভ্রান্ত করতেই এই নিকটি'র সৃষ্টি।

একবারও ছাগু মনে হয়না ব্যাফার কি ?

২৮| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০১

নির্ভীক বিপ্লবী বলেছেন: ঐ ছাগল তোর মা , বৌ আর বোন রে কেউ রেপ করলে , রেপিস্ট কে তুই ৫০০০ *৩= ১৫০০০ হাজার টাকার বিনিময়ে জামিন করাইস । তারপর রেপিস্ট রে নিয়া কাচচি বিরিয়ানী খাইস ।

২৯| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০১

নির্ভীক বিপ্লবী বলেছেন: ঐ ছাগল তোর মা , বৌ আর বোন রে কেউ রেপ করলে , রেপিস্ট কে তুই ৫০০০ *৩= ১৫০০০ হাজার টাকার বিনিময়ে জামিন করাইস । তারপর রেপিস্ট রে নিয়া কাচচি বিরিয়ানী খাইস ।

৩০| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

জেনারেল আলাদিন বলেছেন: এই পোস্টে সেই আম্বী লীগের জামাত কার্ড খেলে , ধর্ষককে জামিন দেওয়ার বিচারিক সন্ত্রাসের অন্যায়ের বৈধতা দেয়ার চেষ্টা করা হয়েছে ।

নিম্ন আদালতের ৯০% ই শূয়রের বাচ্চা , এইটা প্রমান করতে হয় না । আমি বিশ্বাস করি , তবে ঘুষ মাত্র পাঁচ হাজার না আরো বেশি , পিপির এখানে ভাগ থাকে । বাংলার নিম্ন আদালতের নৈতিকতা এখন জিরো । আগামীতে বিএনপি আসলে মাইনাস মানে যাবে । যে নারী রেপিস্টকে জামিন দেয় সে তো নারী না।

০১ লা জুলাই, ২০১৩ ভোর ৪:২৪

কাজী মামুনহোসেন বলেছেন: বিএনপি আম্লিগ বহুত খ্রাপ।খালি জামাত ভালা !!
তা সাঈদির কথোপকথনের কথা মনে আছে তো ?

কলিজু এখন কি করে ? :D :D

৩১| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:৩৬

নেয়ামূল হক বলেছেন: এক বিরাট গরুর হাট

০১ লা জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮

কাজী মামুনহোসেন বলেছেন: আপনার মত গরুরা আছে বলেই....

৩২| ৩০ শে জুন, ২০১৩ রাত ৩:৪১

ইকবাল পারভেজ বলেছেন: নারীর প্রতি আওয়ামী বেজন্মাদের সে কি দরদ!!!!

১০০ ধর্সন কইরা ছাত্রলীগের মানিক পায় সরকারী চাকুরী| পররাস্ট্র মন্ত্রনালয়ের নারী কর্মকর্তাকে ধর্সন কইরা শাকিল পায় হাসিনার পার্সোনাল সেক্রেটারীর চাকুরী!! আরেক সংখ্যা লঘু আওয়ামী ভোটার ছা্ত্রী ধর্সন কইরা মাফ পাইয়া যায় মাত্র ৫ হাজার টাকায়|

গুড জব, ধর্সকলীগ!!

০১ লা জুলাই, ২০১৩ ভোর ৫:০০

কাজী মামুনহোসেন বলেছেন: ছাত্রলীগ, ছাত্রদল
সবাই কম বেশি ধর্ষন করে।

গুড জব, ধর্ষকলীগ!!
গুড জব, ধর্ষকদল!!

//আরেক সংখ্যা লঘু আওয়ামী ভোটার ছা্ত্রী ধর্সন কইরা মাফ পাইয়া যায় মাত্র ৫ হাজার টাকায়| //

এতো বোঝানোর পরও এই কথা বললেন, এজন্য কষে একটা থাপড়া রইল।

ধন্যবাদ।

৩৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ৩:৫৬

ফোর টোয়েনটি বলেছেন:


চোখ বন্ধ করে চিন্তা করো দেখি...
যদি এমন হতঃ কি অবস্থা হতো

""সাবরিনা চিটাং ভার্সিটি থাকতে ছাত্রীসংস্থা করতো ""!!!!
.......................।

খালেদা আর আর শফির বিয়ে সেই কখন দিয়ে দিয়েছ তোমরা !!!!
............

হাম্বার ওলানের নিচে থাইকা নারী আক্রমণের কথা কইতে লজ্জা হয় না !!!!!

৩৪| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:২২

চলতি নিয়ম বলেছেন: ছাগল টা কি সামু তে ব্যান খাইছে? @ হিমু ভাই =p~

৩৫| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

চলতি নিয়ম বলেছেন: আসল পোস্টের কমেন্ট গুলা পইরা পুরাই টাশকি খাইলাম। মধুর তাদের মায়ের ভাষা X((

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৩৬

কাজী মামুনহোসেন বলেছেন: অনেকেই এই পোস্ট দেয়ার পর মন্তব্য ডিলিট করেছেন, তার মধ্যে কয়েকজন ব্লগারও আছেন।


ধন্যবাদ।

৩৬| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে শালীনতার লাগাম টেনে দরকার। কোন মানুষের নারীসত্তা নিয়ে অসভ্য কমেন্ট কখন ই কাম্য নয়। খুব সতরকভাবে তা করতে হবে।

গুরুত্বপূর্ণ পোস্ট।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: আশা করি শুভ বুদ্ধির উদয় হবে।

ধন্যবাদ।

৩৭| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মাহতাব সমুদ্র বলেছেন: দাসত্ব শেকলদের সাথে সহমত কিংবা মতান্তর নয়। তারা এভয়েডেবল। সেই নারী যদি ভুল করে সেটার সমালোচনা আমরাই করবো, করতাম। দাসত্ব শেকলরা ইস্যু বানার জন্য টার্গেটে থাকে... এরা যদি কোন ভালো ব্যাপারকে ভালো বলে সেটাও বিশ্বাস করবো না। বিবেচনা আমার উপর তাদের মতের সাথে যেয়ে নয়।

১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৮| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: দাসত্ব পেডোফাইলের যে হাজারো নিক সেটা এই পোস্টের কমেন্টগুলো দেখলেই বোঝা যায়!

১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.