![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে অনেকেই লিখেছেন, সাংবাদিক, ব্লগার থেকে শুরু করে সমাজের বড় বড় রতি মহারথিরা তার জন্মদিন নিয়ে চুলচেরা বিশ্লেষন করেছেন। দীর্ঘদিন অনুসন্ধানের পর তার মেরেজ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে তার জন্মতারিখ বিষয়ক সকল তথ্য জনসম্মুখে উপস্থাপন করেছেন।
অনেকেই দাবী করেন ১৫ই আগষ্টে খালেদার জন্ম হয়েছিল, তবে বহু খুঁজেও এই কথার পক্ষে কোন বিশ্বাস যোগ্য / মেনে নেয়ার মতো তথ্য-প্রমাণ পাইনি। গত কয়েকদিন আগে এক বড় ভাই আমাকে বলেছিলেন, শেখ মুজিবের মৃত্যুর মধ্য দিয়েই খালেদা সহ আরও অনেক রাজনৈতিক আবর্জনার জন্ম হয়েছিল, মুজিব যদি বেঁচে থাকতেন তাহলে খালেদার মতো রাজনীতিক আবর্জনার জন্ম হতো না।
সে ভাইয়ের কথার আরও বিস্তারিত যুক্তি পেলাম দ্বীপ রয় নামক এক ব্লগারের কমেন্ট থেকে, তিনি লিখেছেন -
শেখ মুজিব যদি না মারা যেতেন তা হলে জিয়াউর রহমান প্রাসিডেন্ট হতেন না, আর জিয়া না মারা গেলে খালেদা জিয়া চিরকাল গৃহিনী থেকে যেতেন, সে হিসাবে যেদিন শেখ মুজিব মারা গেছেন সে দিন থেকেই খালেদা জিয়ার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। আর তাই ১৫ আগষ্ট শেখ মুজিবের মৃত্যু দিবস-এবং খালেদা জিয়ার জন্ম দিবস(পুনঃজন্ম)।
ভেবে দেখুন, ১৫ আগষ্ট এর পর খালেদা জিয়া একজন সৈনিকের গৃহবধু থেকে হয়ে গেলেন প্রেসিডেন্টের স্ত্রী, তার পর প্রেসিডেণ্ট (জিয়া) মারা যাবার পর হয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী!! ভাবা যায়? কি সুন্দর সিনেমার মতো কাহিনী?? তবে একটা কথা বুঝতে পারিনা, ম্যাডাম কেনো জিয়ার মৃত্যু দিবসে আর একটা জন্মদিন পালন করেন না??? আসলে তো উনার প্রকৃত জন্মদিন হওয়া উচিৎ ছিলো ৩০ এ মে, জিয়ার মৃত্যু দিবসে তাই না? কারন,জিয়া না মারা গেলে তো ম্যাডাম আর ম্যাডাম হতেন না।
খালেদা সমর্থকরা গতকাল একটি পোস্টের মাধ্যমে ১৫ই আগষ্টে খালেদার জন্ম হয়েছিলো দাবী করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন এবং তর্কের এক পর্যায়ে খালেদা জিয়ার পাসপোর্টের ছবি দেখিয়ে সবাইকে আস্বস্ত করার চেষ্টা করেন।
গত ১৫ই আগষ্টে খালেদা জিয়া যখন জন্মদিনের কেক কাটছিলেন তখন সাধারন জনতার মতো আমিও, ঘৃণাভরে থুথু নিক্ষেপ করছিলাম। জন্মদিন নিয়ে লিখার ইচ্ছা হলেও চরম অরুচিতে ভুগে থেমে যাচ্ছিলাম, কিন্তু খালেদা সমর্থকদের উল্লাস দেখে চরম অরুচি সত্যেও লিখতে বাধ্য হলাম।
বহুবছর ধরে খালেদা জিয়া বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিন ১৫ই আগষ্টকে নিজের জন্মদিন দাবী করে আসছেন, অন্যদিকে বিরোধীদের মতে তিনি ১৫ ই আগষ্টে জন্মগ্রহণ করেননি, বঙ্গবন্ধুকে হেয় করার জন্য, উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে এই দিনটিকে জন্ম বার্ষিকী হিসেবে বেছে নিয়েছেন।
তাহলে কবে তার জন্ম হয়েছিলো, তিনি কি সত্যি সত্যিই ১৫ই আগষ্টে জন্মগ্রহণ করেছিলেন? আসুন তার জন্মদিন সম্পর্কিত কিছু তথ্য প্রমাণ, দেখে নিই -
১) ম্যাট্রিক পরীক্ষার মার্কশীট অনুসারে খালেদা জিয়ার জন্মদিন ১৯৪৬ সালের ৫ই সেপ্টেম্বর
২) বিয়ের কাবিননামা অনুসারে উনার জন্মদিন ১৯৪৪ সালের ৯ই আগষ্ট।
৩) ১৯৯১ সালের ২০শে মার্চ তারিখে দৈনিক বাংলা পত্রিকায় সরকারী সংবাদ সংস্থা বাসস থেকে পাঠানো তথ্যের উপর ভিত্তি করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনী ছাপা হয়। এতে উল্লেখ করা হয় যে উনার জন্মদিন ১৯৪৫ সালের ১৯শে আগষ্ট।
৪) ২২/৮/১৯৯৭ দৈনিক ইত্তেফাকে খালেদা জিয়ার জন্ম দিন নিয়ে একটি রিপোর্ট
৫) ২০০০ সালের ভোটারের তথ্য বিবরনী ফরমে খালেদা জিয়া উল্লেখ করেন যে তার জন্মদিন ১৯৪৬ সালের ১৫ই আগষ্ট! এছাড়া তিনি নিজেকে এইচএসসি পাস দাবি করেন যদিও শিক্ষাবোর্ডের ডকিউমেন্ট (মার্কশীট) অনুসারে তিনি ম্যাট্রিকে ফেল করেছিলেন।
৬) খালেদা জিয়ার বর্তমান পাসপোর্টের ছবি (অনেকের মতে এটা ফটোশপে বানানো), যেখানে উল্লেখ করা আছে তার জন্মদিন ১৯৪৬ সালের ১৫ই আগষ্ট!
৭) তিনি নিজেকে এইচএসসি পাস দাবি করলেও, বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী খালেদা ম্যাট্রিকে সর্বমোট সাত বিষয়ে ফেল করেছিলেন
২) উনার জন্মদিনের তথ্যসহ ঢাকা বোর্ডের আরও একটি সার্টিফিকেট।
ম্যাট্রিক পরীক্ষার মার্কশীট, বিয়ের কাবিননামা, ভোটার ফরম থেকে শুরু করে কোন দলিলেই তার জন্ম তারিখ ১৫ই আগষ্ট এমন উল্লেখ না থাকলেও হঠাৎ করেই ২০০০ সালের ভোটারের তথ্য বিবরনীর মাধ্যমে খালেদা জিয়া দাবী করেন ১৯৪৬ সালের ১৫ই আগষ্টে তার জন্ম হয়েছিলো। তারপর থেকে ঘটা করে, বিশাল সাইজের কেক কেটে এবং দলের সমর্থকদের নিয়ে আনন্দফুর্তি করে এই দিন উদযাপন করছেন।
বিভিন্ন বানোয়াট তথ্য প্রমাণের মাধ্যমে ১৫ আগষ্টেই তার জন্ম হয়েছিলো এমন দাবী করলেও, একথা আজ প্রমাণিত যে, মূলত জাতির পিতাকে অপমান করার জন্যই তিনি তার জন্ম বার্ষিকী হিসেবে এ দিনটিকে বেছে নিয়েছেন। কথিত আছে , সাকা চৌধুরীদের মতো দেশ বিরোধী রাজাকাররা জাতির পিতা শেখ মুজিবের মৃত্যু দিবস নিয়ে উপহাস করার জন্যে খালেদার মগজে এই তারিখটা ঢুকিয়ে দেয়।
১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুদিবস। সেদিন কতিপয় মিরজাফরের প্ররোচনায় পড়ে বিপথগামী সেনাসদস্যরা জাতির জনক সহ তার পরিবারের সকল সদস্যদের নৃসংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু বাঙালীদের শোষন থেকে মুক্ত করার জন্য অমানবিক নির্যাতন মাথা পেতে নিয়েছিলেন, বাঙালীদের একটি মানচিত্র উপহার দেবার জন্য পরিবার পরিজনের মায়া ত্যাগ করে জীবনের বহু বসন্ত জেলে বসে পার করে দিয়েছেন। তিনি এমনি এক ব্যাক্তি ছিলেন যার অবদানের কারনে আমরা নিজেদের স্বাধীন দেশের নাগরীক দাবী করি। তিনি ত্যাগ স্বীকার করেছেন বলেই দেশে গণতন্ত্র এসেছে, নির্বাচন হচ্ছে, খালেদা জিয়ার মতো এইট পাশ মহিলা প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করছেন। বঙ্গবন্ধু যদি প্রতিরোধের ডাক না দিতেন, তাহলে আজ এই খালেদা জিয়াকে নিয়ে আলোচনা তো দুরের কথা, দেশের মানুষ তাকে ভালো করে চেনতই না !! যুদ্ধের সময় যদি বঙ্গবন্ধু ত্যাগ স্বীকার না করে পাকিস্থানীদের সাথে আতাত করতেন, তাহলে তার স্বামী জিয়াউর রহমানকে দেশদ্রোহীতার দায়ে ফাঁসির দড়িতে ঝোলানো হতো, আর দেশের অন্যসব নারীদের মতো খালেদা জিয়াকেও কর্ণেল বেগ এর মতো পাকিস্থানী সেনাদের রক্ষিতার ভুমিকা পালন করতে হতো।
বঙ্গবন্ধু দৌহিত্র সজিব আহমেদ ওয়াজেদ (জয়) তার ফেইসবুক স্টাটাসের মাধ্যমে প্রশ্ন করেছেন, এটি সত্যিই দুঃখজনক যে খালেদা জিয়া প্রতি বছর এইদিনে তার জন্মদিন পালন করতে পছন্দ করে। বিভিন্ন দাপ্তরিক নথিতে তার তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন জন্মদিন আছে, যার কোনটিই ১৫ই আগষ্ট নয়। কি ধরনের ব্যক্তি এটি করতে পারে?
কম কথায় তার প্রশ্নের উত্তর হলো্, কৃতজ্ঞতাবোধহীন, ইজ্জতের প্রতি সামান্য সম্মানবোধ হীন, দেশপ্রেমহীন, জনগনের প্রতি সম্মানবোধ হীন খালেদা জিয়াই একমাত্র এই কাজ করতে পারেন।
খালেদা জিয়ার যদি সামান্য কৃতজ্ঞতাবোধ থাকত, নিজের ইজ্জতের প্রতি খালেদার যদি সামান্য সম্মানবোধ থাকত, তাহলে তিনি এই দিনে উৎসব করতেন না।
জাতির জনকের নির্মম হত্যার এই দিনে দেশের সকল জনগন শোকে মুহ্যমান, সেই জনগনের প্রতি খালেদা জিয়ার যদি সামান্য সম্মানবোধ থাকতো, তাহলে তিনি এই দিনে দলবল নিয়ে আনন্দফুর্তি করতে পারতেন না।
খালেদা সত্যিকারের দেশপ্রেমিক হলে, যার হাত ধরে এই বাঙালি জাতির জন্ম, বাংলাদেশের জন্ম, সেই বঙ্গবন্ধুর নির্মম হত্যার দিনে রাজকীয় বার্নাঢ্য জন্মদিনের উৎসব আয়োজন করতে পারতেন না।
বঙ্গবন্ধু নিহত হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার চিরশত্রু পাকিস্থানী শাষকরা তাকে নিয়ে কুটুক্তি করার সাহস পায়নি। তাদের পরোক্ষ প্ররোচনাতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও বঙ্গবন্ধু নিহত হওয়ার পর উল্লাস করাতো দুরের কথা, তার মৃত্যু নিয়ে দুটি কথা বলারও সাহস করেনি। কিন্তু এদেশে জন্ম নেয়া খালেদা জিয়া প্রতিবছর বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উদাযাপন করে আসছেন। খালেদা জিয়া ১৫ ই আগষ্টে নিজের জন্মবার্ষিকী পালনের মাধ্যমে শুধু বঙ্গবন্ধুকে অপমান করছেন না, বাঙালী জাতিকে অপমান করছেন, স্বাধীনতাকে অপমান করছেন, মুক্তিযোদ্ধাদের অপমান করছেন, আমাদের দেশপ্রেমকে পদদলিত করছেন।
তিনি এসব করার সুযোগ পাচ্ছেন কেন জানেন ? আমরা সুযোগ দিচ্ছি বলে ! হ্যা, সব দোষ আমাদের, আমরা যদি তাকে প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলীয় নেত্রীর তকমা না দিতাম, তাহলে তিনি আমাদের ট্যাক্সের টাকায় সংসার পরিচালনা করে, আমাদেরকেই অপমান করার দুঃসাহস দেখাতে পারতেন না।
এখনও সময় আছে, রুখে দাড়াতে হবে, খালেদা জিয়াকে আস্তাখুড়ে ছুড়ে ফেলতে হবে, নাহলে সামনে এমন দিন আসবে যেদিন হয়তো বাঙালী পরিচয় দিতেও আমাদের লজ্জাবোধ হবে, তার আগেই সোচ্চার হোন, প্রতিরোধ করুন।
পুনশ্চ - প্রতিবছর খালেদা যখন এই দিনকে নিজের জন্মদিন দাবী করে বর্ণ্যাঢ্য উদযাপন করেন, তখন মনে নানান প্রশ্ন আসে, জানতে ইচ্ছে হয়, তিনি কি একবারও ভেবে দেখেছেন, বঙ্গবন্ধু যদি যুদ্ধের সময় পাকিস্থানীদের সাথে আতাত করতেন তাহলে উনার কি অবস্থা হতো ? দেশের মানুষ কি আজ তাকে প্রধানমন্ত্রী হিসেবে চেনতো নাকি রক্ষিতা / ধর্ষিতা হিসেবে চেনতো ? যাদের প্ররোচনায় আজ বঙ্গবন্ধুকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছেন, সেসব রাজাকাররা তখন তার সাথে কেমন ব্যাবহার করতো ? তারা নিশ্চই অন্যান্য বাঙালী মেয়েদের মতো করে তাকেও পাকিস্থানী হায়েনাদের শিকারে পরিণত করতো ? সাথে সাথে তারাও নিশ্চই শেয়ালের মতো খালেদা জিয়া নামক হায়েনাদের শিকারে ভাগ বসাতো ? মাননীয় খালেদা জিয়া কি কখনও এমন করে ভেবে দেখেছেন ?
তথ্যসুত্র : বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট।
কৃতজ্ঞতা : দিকভ্রান্ত পথিক (লিও ভাই), অরুপ দা। উনাদের দুজনের সাহায্য না পেলে আমার পক্ষে এই পোস্ট লিখা সম্ভব হতো না।
২| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দারুন পোস্ট, নিখুত! যে গাধার বাচ্চা গাধা পাসপোর্ট এর ছবি দেখিয়ে প্রমান করতে চায় তার কি জানা নেই ১৯৯১ থেকে কাগজ পত্র এদিক সেদিক করেই সে এটা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছে যে ১৫ই আগস্ট আসলে তার জন্মদিন!? এর কারন হয়ে থাকতে পারে তার আসল পরিচয় লক্ষীরানী মারমা বা তার আসল শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ বা মেট্রিক ফেইলটা ঢাকতেই? তবে সে সব যাই হোক, যখন ১৯৯১ এর পরে তার জন্মতারিখ গজিয়েছে তখন বুঝে নিতেই হবে এই বিশেষ দিনটিকে বেছে নেয়া মুজিবের ও তার পরিবারের, শিশু রাসেলের মৃত্যুকে নির্মমতর উপহাস করতেই তার এই কাজ! অবশ্য কেনই বা নয়, জিয়া পরিবার নামক যে কুৎসিত রাজনৈতিক প্রশাখা এই দেশে পরগাছার মতো জন্মে মহীরুহে পরিণত হয়েছে তার পেছনে এই দিনে চালানো সেই নৃশংসতাই তো দায়ী! এ দিন অবশ্য তাদের সেলিব্রেশনেরই!
+++++++++++++
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন এবং তথ্যবহুল মন্তব্য।
+++ না দিয়ে পারলাম না।
লক্ষীরানী মারমার ব্যাপারে বিস্তারিত কোন তথ্য থাকলে দিয়েন দয়াকরে।
৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
shomoyerdam বলেছেন: রাজশাহীর একটী স্কুল ঘরে খালেদার ফটো টাঙ্গানো। ঐখানে বাংলা ভাইরা মিটীং করেছিল।
ঐসময় সকল স্কুল কলেজ সহ সরকারী অফিসে শুধু প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানো বাধ্যতামূলক ছিল।
এইরকম মিথ্যাচার আর কত করবেন?
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০
কাজী মামুনহোসেন বলেছেন: আমি এখানে কি মিথ্যাচার করলাম, দয়া করে বলবেন কি ?
৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরেকজন আইছে ফটো টাঙ্গানির আলাপ নিয়ে, বাকীটা পিছলাই গেলো!
@মামুন ভাই মজা লন আর কি করবেন!
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম।
৫| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
নীলতিমি বলেছেন: আসলে দুইজনেই ফাজিল। একজন আরেকজনের বদবায়ুর গন্ধ না পাইলে ঘুম হয় না।
আর বদবায়ুর গন্ধ পাবেই না বা কেন - তারা তো একে অপরের পশ্চাদফুটোয় আগুল দিয়ে আবর্জনার সন্ধান করে।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২১
কাজী মামুনহোসেন বলেছেন: আপনি কোন দুইজনের কথা বলছেন ? দয়া করে ক্লিয়ার করেন।
৬| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Click This Link
ব্রো এইটাও দেইখেন। সাধারণ বিশ্লেষণ। তথ্যয় গুরুত্ব দেই নি।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৩
কাজী মামুনহোসেন বলেছেন: আপনার লিখা সবসময় অসাধারন। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২
আজনবী বলেছেন: ভুয়া জন্মদিনে একদললা থুথু।
ওনারমত একজন অশিক্ষিত মহিলার পক্ষেই সম্ভব দেশের মানুষকে এতবড় আহাম্বক ভাবা, যে উনি যা বলবেন আর যা করবেন দেশের মানুষ তাই বিশ্বাস করবে আর বাহাবা দিবে। ধিক্কার জানাই ওনার এই অপকৌশলকে।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
কাজী মামুনহোসেন বলেছেন: শুভবুদ্ধির উদয় হোক, এমন কামনা রইলো।
৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১২
ছৈয়দ সালাহউদ্দীন বলেছেন: লেদা জিয়ার ১৫ আগষ্ট জন্ম দিন পালন নিয়ে কিছু প্রশ্ন।
১) খালেদা জিয়া একজন সাবেক রাষ্ট্র প্রধান হয়ে অন্য এক রাষ্ট্র প্রধানের মৃত্যু দিনে জন্ম দিনের উৎসব পালন কতটুকু যুক্তি যুক্ত?
২) খালেদা জিয়া যেমন একজন রাজনৈতিক দলের নেতা ও একজন রাজনৈতিক ব্যাক্তি তেমনি বঙ্গবন্ধুও ছিল এককটি দলের প্রধান নেতা ও রাজনৈতিক ব্যাক্তি ছিলেন, একজন রাজনৈতিক ব্যাক্তির ও দলের নেত্রী হয়ে খালেদা জিয়া কি ভাবে অন্য দলের প্রধান নেতার মৃত্যু দিনে জন্ম দিন পালন কতটুকু সমর্তন আর যুক্তি যুক্ত?
৩) খালেদা জিয়া নিজেও খুব ভাল করে জানেন আর বুঝেন তার জন্ম দিন তারিখ কয়টা, প্রশ্ন হলো তার একাদিক জন্ম তারিখ থাকার পরও কেন ১৫ ই আগষ্টকে তার জন্ম দিন হিসাবে পচন্দ করা হলো কেন?
উপসংহার হিসাবে বলেতে চায়, খালেদা জিয়া ১৫ ই আগষ্টে শুধু তার জন্ম দিন পালন কেন তার বাবা, মা, তার পুত্র, তার তালতো ভাই, দুলাই ভাই সবাই জন্ম দিন পালন করতে পারেন, কোন অসুবিধা নেই,
হে খালেদা জিয়া ভুলে যাবেন না, আপনিও একদিন এই জগৎত ছেড়ে যাবেন, ভবিষ্যতে আপনার মৃত্যু দিন আপনার প্রতিপক্ষ কি ভাবে পালন করবে তা একটু গভীর ভাবে চিন্তা করবেন।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩০
কাজী মামুনহোসেন বলেছেন: সমমর্মিতা মানুষের সহজাত ধর্ম। পাশের বাড়ীতে কোন শোক সংবাদে প্রতিবেশী তার আনন্দ উৎসব গুলি সে ভাবে প্রকাশ করেনা বরং সমমর্মী হয়ে তাদের পাশে দাঁড়ায়। এটাই আমাদের সামাজিক রীতি। আমাদের রাজনীতিবিদদের কাছেও এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের নেতা নেত্রীদের কাছে সেই শুভক্ষনের প্রত্যাশায় রইলাম।
৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৭
mukidahmad বলেছেন: montoybbo korar juggo noi tobe na bole parci na
desh 2 vage vibogtho hoye geche 1 vag sadinotar pokke opor vag sadinotar bipokke
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩১
কাজী মামুনহোসেন বলেছেন: বাস্তব কথা।
১০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৭
হেডস্যার বলেছেন:
shomoyerdam বলেছেন: রাজশাহীর একটী স্কুল ঘরে খালেদার ফটো টাঙ্গানো। ঐখানে বাংলা ভাইরা মিটীং করেছিল।
ঐসময় সকল স্কুল কলেজ সহ সরকারী অফিসে শুধু প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানো বাধ্যতামূলক ছিল।
এইরকম মিথ্যাচার আর কত করবেন?
ঐ ছাগলের ছাও !! এইডা না হয় বুঝলাম মিথ্যাচার তাইলে বাকিগুলা কি??
এমন বিশ্রী টাইপের পিছলা মানুষ হয় না...ছাগুরা হয়।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৭
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ হেডস্যার।
১১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২০
আলুমিয়া বলেছেন: খালেদা-একমাত্র বাংলাদেশেই সম্ভব।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
কাজী মামুনহোসেন বলেছেন: সব সম্ভবের দেশ, আমাদের বাংলাদেশ। :-< :-<
১২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮
আলুমিয়া বলেছেন: আমার মনে হয় বাংগালীদের উচিত খালেদা জিয়ার জন্ম দিন নিয়ে কিছু না বলা। কিছু সংখক মিথ্যূক কয়েক বছর এটা করে খাবে। তার পর তারা ইতিহাস থেকেই মুছে যাবে।
১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৫
কাজী মামুনহোসেন বলেছেন: দ্বিমত পোষন করলাম, কারন
এদের নাম হয়ত ইতিহাস থেকে মুছে যাবে, কিন্তু ভবিষ্যতে এদের দেখে নতুনরাও এসব কাজ করার সাহস পাবে।
তাই এখন থেকেই প্রতিবাদ করতে হবে, এসব অপকর্মের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।
১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কনফেস খালেদা, শিট হ্যাপেন্স!
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৫
কাজী মামুনহোসেন বলেছেন:
১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট নির্বাচিত পাতায়
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৮
কাজী মামুনহোসেন বলেছেন: যে মহান মানব / মানবী এই কর্ম সম্পাদন করেছেন, তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
১৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫
ফুরব বলেছেন: শেখ মুজিবের মৃত্যুর কারনে ১৫ই আগস্ট পৃথিবীর সব ডেলিভারি বন্ধ ছিল। এই তারিখে আর কেউ জন্মাতে পারে না।।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮
কাজী মামুনহোসেন বলেছেন: ১৫ই আগষ্ট জন্ম নেয়া কোন অপরাধ নয়, এ তারিখে যে কেউ জন্ম নিতে পারে, এবং খালেদা জিয়াও এর বাইরে নন। কিন্তূ সমস্যা হচ্ছে, খালেদা জিয়ার ৫টা জন্ম তারিখ এবং সর্বশেষ তারিখটা হচ্ছে ১৫ই আগষ্ট। এ স্রেফ অসূস্থ রাজনীতির গর্ভে জন্ম নেয়া অসূস্থ মন মানষিকতার বহিপ্রকাশ।
১৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধরেই নেই না!
বিএনপি আমলে পরীক্ষায় এলোঃ
গোলাপীর আহ জন্মদিন, বাহ #জন্মদিন এর সঠিক তারিখ কোনটি?
ক) ৫ সেপ্টেম্বর ১৯৪৬ (শিক্ষাবোর্ডে পরীক্ষার রেকর্ড অনুযায়ী।)
খ) ১৯ আগস্ট ১৯৪৭ (শপথ গ্রহনের সরকারী তথ্য বিবরণী, বাসস)
গ) ৯ আগস্ট ১৯৪৪ (ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিয়ের কাবিননামা অনুযায়ী)
ঘ) ১৫ আগস্ট ১৯৪৫ (১৯৯১ সাল থেকে পালিত, বিশেষ ব্যাক্তির পরামর্শে)
ঙ) কোনটিই নয়/সবগুলোই।
=> জাতি কি উত্তর দেবে তখন? মেধা চত্বরের কথা মনে পড়ে...
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৩
কাজী মামুনহোসেন বলেছেন: জাতি এই প্রশ্নের উত্তর জানতে চায়।
১৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০২
মামুন হতভাগা বলেছেন: কুত্তার লেজ কি কখনও সোজা হয়? হয়না।ঠিক তেমনি নির্লজ্জ মানুষেরা ভাল হবেনা।
১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৮
কাজী মামুনহোসেন বলেছেন:
:-< :-<
১৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০২
আমি সুফিয়ান বলেছেন: এই ইস্যু নিয়ে কিছু বলার নেই :!> :!>
আমার ব্যাক্তিগত মত খালেদা জিয়া বন্ধুরাষ্ট্র ভারতের প্রতি সম্মান প্রদর্শন এর জন্য তার জন্মদিন ১৫ ই আগস্ট বলছেন। উনার নিরীহ নিস্পাপ মন এতদুর ভাবতে পারে নাই
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
কাজী মামুনহোসেন বলেছেন: সমমর্মিতা মানুষের সহজাত ধর্ম। পাশের বাড়ীতে কোন শোক সংবাদে প্রতিবেশী তার আনন্দ উৎসব গুলি সে ভাবে প্রকাশ করেনা বরং সমমর্মী হয়ে তাদের পাশে দাঁড়ায়। এটাই আমাদের সামাজিক রীতি। আমাদের রাজনীতিবিদদের কাছেও এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের নেতা নেত্রীদের কাছে সেই শুভক্ষনের প্রত্যাশায় রইলাম।
১৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আছি দেখতাছি ।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০
কাজী মামুনহোসেন বলেছেন:
২০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
আমি সুফিয়ান বলেছেন: ওহ আমার মামাত ভাইয়ের জন্মদিন ৩০ই মে ( কসম কেটে বলতেছি ), সে ভবিষ্যতে আওয়ামী লীগে ঢুকতে চাইলে খুব সহজেই ঢুকতে পারার কথা।
তারচেয়ে অদ্ভুত ব্যাপার, তার ছোট ভাইয়ের জন্মদিন ১১ই সেপ্টেম্বর
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২
কাজী মামুনহোসেন বলেছেন: অসূস্থ রাজনীতি থেকে আমাদের দু দলকে বেরিয়ে আসতে হবে।
২১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
দেখুন ভাই দেখুন, জাতীয়তাবাদীরা মিথ্যার অনুসারী এবং মিথ্যেবাদী তার প্রমান দেখুন! ফটোশপড ডকুমেন্ট দিয়ে প্রমান করতে চাইতেছে তার জন্ম তারিখ! খালেদাজিয়ার চোখের রং আসলে ব্রাউনিশ ওরা মিস্টেক করে ব্লুইশ লিখে দিয়েছে (যে কোন ছবি দেখতে পারেন অনলাইনে!) ছাগুকূল ফটোশপ আরেকটু ভালো করে শেখো!!!
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: এই পাসপোর্টে আরও কিছু ভুল আছে দেখলাম। এটা সম্ভবত আসল পাসপোর্ট নয়।
২২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৯
রেওয়ান বলেছেন: জটিল "শেখ মুজিবের মৃত্যুর মধ্য দিয়েই খালেদা সহ আরও অনেক রাজনৈতিক আবর্জনার জন্ম হয়েছিল"
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।
২৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
বোধহীন স্বপ্ন বলেছেন: এরকম নিচু মানসিকতা নিয়া তারা কিভাবে রাজনীতি করে বুঝি না, আবার কিছু মানুষ এটাকে সমর্থনও দেয়, ছ্যা!!!!!!!!
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম এটা আসলেই দুংখজনক।
২৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭
নীলতিমি বলেছেন: হাসিনা আর খালেদা - এরা ছাড়া আছে আর কোনো দু'জন ?
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।
২৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২১
মো ঃ আবু সাঈদ বলেছেন: এভাবে জন্ম দিন পালন না করাই ভাল....
সবাই কে আরো সহনশীল হওয়া উচিত...
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
কাজী মামুনহোসেন বলেছেন: সহমত।
২৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪
আমিনুর রহমান বলেছেন: অতি নিচু মানসিকতার মানুষ না হলে এই ধরণের কাজ করা কারো দিয়ে করা সম্ভব নয়। তবে সত্যি বলতে কি আমরা কাউকে সম্মান দিতে জানি না। সরি যেমন আপনিও খালেদা জিয়ার জন্মদিনের কথা অবতারন করতে গিয়ে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করতে গিয়েছেন। আপনাকে একটা কথা বলি "বঙ্গবন্ধু" কিন্তু আপনার বা আওয়ামী লীগের একার নয় সারা বাংলাদেশের। তাই তার সম্মান সবসময় থাকবে। তাকে সম্মান করতে গিয়ে এমন কারো সাথে তুলনা বা অন্যের অসম্মান করা। নিজের সম্মান নিজেরই রাখতে হয়।
কিছু মনে করবেন না আমার কথায় কারন আমি প্রতিবন্ধী ও পাগল
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আমি কোন মুক্তিযোদ্ধাকে অসম্মান করলাম এবং কিভাবে অসম্মান করলাম, দয়া করে বুঝিয়ে বলবেন ?
একটা কথা বলি "বঙ্গবন্ধু" কিন্তু আপনার বা আওয়ামী লীগের একার নয় সারা বাংলাদেশের।
একমত, তবে বিএনপি নেত্রী এই বিষয়টাকে কিভাবে দেখেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
২৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯
আমিনুর রহমান বলেছেন: সরি যেমন আপনিও খালেদা জিয়ার জন্মদিনের কথা অবতারন করতে গিয়ে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করতে গিয়েছেন।
এখানে অসম্মান করেছেন হবে।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আমি কোন মুক্তিযোদ্ধাকে অসম্মান করলাম এবং কিভাবে অসম্মান করলাম, দয়া করে বুঝিয়ে বলবেন ?
২৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১
বালক৪২০ বলেছেন: সত্য কখনও চাপা থাকে না।গ্রেট জব
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।
২৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫১
সাকিন উল আলম ইভান বলেছেন: এইটা ধ্রুব সত্য যে বঙ্গবন্ধুর হত্যা না হলে এই ম্যাডাম ক্ষমতার স্বপ্ন দেখতেও পারতেন না। আজকে অর্ডিনারি কেউ হয়ে থাকতেন।
গ্রেট পোষ্ট।
বহুদিন পরে লগইন করলাম
পিলাস অপশন না কই ?
***** ৫ তারা দিয়া গেলাম
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্য।
৫ তারা এবং প্লাসের জন্য ধন্যবাদ।
আর বহুদিন পর লগইন করেছেন এজন্য আন্তরিক কৃতজ্ঞতা।
শুভকামনা সবসময়।
৩০| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৭
কাকপাখী বলেছেন: চমতকার তথ্যবহুল পোস্ট !
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।
৩১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫২
নিষ্কর্মা বলেছেন: নেত্রী মোদের আলেদা / নামটি তাহার খালেদা
৩২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫২
নিষ্কর্মা বলেছেন: নেত্রী মোদের আলেদা / নামটি তাহার খালেদা
৩৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮
শহুরে আগন্তুক বলেছেন: এইসব আর ভালো লাগে না
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২২
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম।
৩৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:০২
প্রত্যাবর্তন@ বলেছেন: এহ হে । এক্কেরে গদামসমেত ল্যাংটা কইরা দিসেন
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫
কাজী মামুনহোসেন বলেছেন: সমমর্মিতা মানুষের সহজাত ধর্ম। পাশের বাড়ীতে কোন শোক সংবাদে প্রতিবেশী তার আনন্দ উৎসব গুলি সে ভাবে প্রকাশ করেনা বরং সমমর্মী হয়ে তাদের পাশে দাঁড়ায়। এটাই আমাদের সামাজিক রীতি। আমাদের রাজনীতিবিদদের কাছেও এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের নেতা নেত্রীদের কাছে সেই শুভক্ষনের প্রত্যাশায় রইলাম।
৩৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৪
হাসান কালবৈশাখী বলেছেন: মুখে বলে ইসলাম গেল! ইসলাম গেল!
৬৯ বছরের একজন মহিলা এত গুলি পুরুষ পাঁঠার মাঝে গা ঘেসাঘেষি করে কি করছে? ইসলামের কথা বাদ দিলাম। এই মহিলার এটিচুড দেখে মনে হচ্ছে উনি জাতীয় শোক দিবসে খুনিদের নিয়ে উল্লাশ করছেন।
মনে হচ্ছে এ বছর উনি ব্যাটাদের সাথে মাখামাখি আরো বাড়িয়ে দিয়েছেন!
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭
কাজী মামুনহোসেন বলেছেন: সমমর্মিতা মানুষের সহজাত ধর্ম। পাশের বাড়ীতে কোন শোক সংবাদে প্রতিবেশী তার আনন্দ উৎসব গুলি সে ভাবে প্রকাশ করেনা বরং সমমর্মী হয়ে তাদের পাশে দাঁড়ায়। এটাই আমাদের সামাজিক রীতি। আমাদের রাজনীতিবিদদের কাছেও এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের নেতা নেত্রীদের কাছে সেই শুভক্ষনের প্রত্যাশায় রইলাম।
৩৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩
নিয়েল হিমু বলেছেন: ডকুমেন্ট হিসেবে ফটো গুলো আমার চাই । দেওয়ার ব্যবস্থা কর মামুন । mail এ দিবি । এইখান থিকা নামানি আপাতত সম্ভব না ।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪
কাজী মামুনহোসেন বলেছেন: আচ্ছা।
৩৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৩
দ্বীপ রয় বলেছেন:
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫
কাজী মামুনহোসেন বলেছেন: তথ্য যুক্ত করার জন্য ধন্যবাদ।
আমি ভাবছিলাম এই পোস্ট আপনার চোখে পড়বে না।
আপনার মন্তব্যটা দারুন, এই পর্যন্ত কয়েকবার পড়েছি।
শুভকামনা সবসময়।
৩৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:০০
দ্বীপ রয় বলেছেন: মনে হচ্ছে লেখা দুটি পড়তে সমস্যা হবে-তাই দয়া করে ডাউনলোড করে নিয়ে জুম করে পড়তে পারেন!
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৬
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।
৩৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১০
মোঃ মামুনুর রশীদ বলেছেন: অনেক উপাত্ত নিয়ে খুব সুন্দর করে তুলে ধরেছেন! ধন্যবাদ!
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
কাজী মামুনহোসেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪০| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১২
এই আমি সেই আমি বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/143279/small/?token_id=cb4fa809b0fdc18178d5874a911727cb
কিন্তু আশ্চযের বিষয় এই ধরনের ঘৃণ্য জন্মদিন পালনের অনুষ্ঠানে একজন সাবেক ভিসি , বিচারপতি , বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপস্থিতি আমাদের ক্ষোভের মাত্রাকে বহু গুন বাড়িয়ে দেয় । এরাই হলেন জাতীয়তাবাদী বুদ্বিজীবি ।
৪১| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৩
এই আমি সেই আমি বলেছেন: কিন্তু আশ্চযের বিষয় এই ধরনের ঘৃণ্য জন্মদিন পালনের অনুষ্ঠানে একজন সাবেক ভিসি , বিচারপতি , বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপস্থিতি আমাদের ক্ষোভের মাত্রাকে বহু গুন বাড়িয়ে দেয় । এরাই হলেন জাতীয়তাবাদী বুদ্বিজীবি ।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৩
কাজী মামুনহোসেন বলেছেন: এরাই হলেন জাতীয়তাবাদী বুদ্বিজীবি !!
৪২| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৫
দুঃস্বপ্০০৭ বলেছেন: আপসোস তিনি ৩ বারের প্রধানমন্ত্রী আর দেশের অর্ধেকেরো বেশি মানুষের প্রান প্রিয় নেত্রী বর্তমানে এবং সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে নিশ্চিত ভাবে পরবর্তী প্রধান্মন্ত্রী ইনশা আল্লাহ
(সিটি কর্পরেশন নির্বাচন এবং অতীত তাই বলে )
আমিনুর রহমান বলেছেন: অতি নিচু মানসিকতার মানুষ না হলে এই ধরণের কাজ করা কারো দিয়ে করা সম্ভব নয়। তবে সত্যি বলতে কি আমরা কাউকে সম্মান দিতে জানি না। সরি যেমন আপনিও খালেদা জিয়ার জন্মদিনের কথা অবতারন করতে গিয়ে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করতে গিয়েছেন। আপনাকে একটা কথা বলি "বঙ্গবন্ধু" কিন্তু আপনার বা আওয়ামী লীগের একার নয় সারা বাংলাদেশের। তাই তার সম্মান সবসময় থাকবে। তাকে সম্মান করতে গিয়ে এমন কারো সাথে তুলনা বা অন্যের অসম্মান করা। নিজের সম্মান নিজেরই রাখতে হয়।
কিছু মনে করবেন না আমার কথায় কারন আমি প্রতিবন্ধী ও পাগল
যে দলের নেতা কর্মীরা অন্যকে সম্মান করতে জানেন না তারা অন্যের কাছ থেকে সম্মান আশা করেন কি করে ?
বি দ্রঃ আমি বঙ্গবন্ধুকে অনেক সম্মান করি । এবং এক কথায় স্বিকার করি তিনি না হলে বাংলাদেশের জন্ম হতনা ।
স্টিকি পোস্টে আর দিগভ্রান্তের পোস্টে আমার মন্তব্য পড়লেই বুঝবেন ।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
কাজী মামুনহোসেন বলেছেন: আমার মনে হচ্ছে আমি কি বলতে চাচ্ছি, তা আপনি বুঝতে পারেননি, পোস্ট ভাল করে পড়ে নেবেন আশা করি।
আপনি স্ববিরোধী মন্তব্য করেছেন। ভাল করে বুঝে শুনে তারপর মন্তব্য করবেন, এমন উপদেশ রইল।
ধন্যবাদ।
৪৩| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩০
দায়িত্ববান নাগরিক বলেছেন: উনার এত্তগুলা জন্মদিনের কথা যে সবাই জেনে গেছে তারপরও নির্লজ্জভাবে উনি কিভাবে ১৫ আগষ্ট কিভাবে জন্মদিন পালন করেন?
আর দেশের মানুষও এমন যে এই মিথ্যাকে মিথ্যা জেনেও দিনের পর দিন সমর্থন দিয়ে যান। জানি না ঠিক কয়দিন পরেই এই মিথ্যুক নির্লজ্জ নেত্রীকেই আমাদের উপর আবারো খবরদারী করতে দেখা যাবে কিনা !
শেম অন আস !
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩০
কাজী মামুনহোসেন বলেছেন: আর দেশের মানুষও এমন যে এই মিথ্যাকে মিথ্যা জেনেও দিনের পর দিন সমর্থন দিয়ে যান। জানি না ঠিক কয়দিন পরেই এই মিথ্যুক নির্লজ্জ নেত্রীকেই আমাদের উপর আবারো খবরদারী করতে দেখা যাবে কিনা !
শেম অন আস !
৪৪| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: ++++ এবং প্রিয়তে !
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২২
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।
৪৫| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫২
খেয়া ঘাট বলেছেন: সমাধান হলেই ভালো হতো, কিন্তু আদৌ হবে কি?
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৫
কাজী মামুনহোসেন বলেছেন: আশা করি শীঘ্রই এই লজ্জাজনক ঘটনার সমাধান হবে।
৪৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৩
আরজু পনি বলেছেন:
পোস্টটি তথ্যবহুল নিঃসন্দেহে ।
একজন প্রাক্তন প্রধানমন্ত্রী , প্রধানমন্ত্রী আবারও হতে পারেন সামনে কোনবার হয়তো (সময়ই বলবে) এবং বর্তমান সময়ের মাননীয় বিরোধী দলীয় নেত্রীর কাছ থেকে এহেন বিতর্কিত বিষয়ের সমাধান আশা করি । যদিও জানি সেটি আর সম্ভব নয় ।
বাংলাদেশে একাধিক তারিখ অনেকেরই আছে, স্কুলে ভর্তি হওয়ার সময় বা রেজিস্ট্রেশনের সময় এই কাজটি হয়ে থাকে । কিন্তু আমরা চেষ্টা করি কাগজে কলমে একটা দিনই রাখতে ।
আচ্ছা ধরেই নেই ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন । তাহলে কি উনি উনার জন্মদিন পালন করবেন না ? অবশ্যই করবেন ।
সমস্যা হয়েছে উনার একাধিক জন্মদিন..... যা দেখলাম মোট ৫ টি জন্মতারিখ...... এবং ১৫ ই আগস্ট জন্ম তারিখটি সর্বশেষ সংযোজন সম্ভবত ।
এটি সহজেই অনুমেয় যে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই নোংরামী করা হচ্ছে ।
আচ্ছা ১৫ আগস্ট উনার জন্মদিন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুদিন হলে উনি কি করতেন ?
যাই হোক.... সকলের শুভ বুদ্ধির উদয় হোক ।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৮
কাজী মামুনহোসেন বলেছেন: সমমর্মিতা মানুষের সহজাত ধর্ম। পাশের বাড়ীতে কোন শোক সংবাদে প্রতিবেশী তার আনন্দ উৎসব গুলি সে ভাবে প্রকাশ করেনা বরং সমমর্মী হয়ে তাদের পাশে দাঁড়ায়। এটাই আমাদের সামাজিক রীতি। আমাদের রাজনীতিবিদদের কাছেও এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের নেতা নেত্রীদের কাছে সেই শুভক্ষনের প্রত্যাশায় রইলাম।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৩
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন মন্তব্য।
বহুদিন পর এদিকে পদধুলি দিয়েছেন, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা।
অসংখ্য ধন্যবাদ আপা।
৪৭| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪
পাগলমন২০১১ বলেছেন: এই বুড়া বয়সে আর কত খেলবি গুলাবী
এইবার খেলা থামা...
৪৮| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০
মোল্লাসাহেব বলেছেন: আপনি মাননীয় বিরোধী দলীয় নেতার জন্মদিন নিয়ে কটাক্ষ করেছেন। আপনিও জানেন আমরাও জানি বাংলাদেশ পাসপোর্ট ইস্যু করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেই সরকারের বর্তমান প্রধান শেখ হাসিনা। ৩ মে, ২০০৯ তারিখে সেই সরকার বেগম খালেদা জিয়ার ডিপ্লোমেটিক পাসপোর্ট নং-D0011238 ইস্যু/নবায়ন করেছে, যেখানে জন্ম তারিখ ১৫ আগস্ট। দয়া করে জানাবেন কী এই সরকারের অ্যাপ্রুভ করা পাসপোর্টেই যে তারিখ আছে, সেই তারিখকে কটাক্ষ করে আপনি প্রকৃতপক্ষে কার বিরুদ্ধে বললেন ?
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪১
কাজী মামুনহোসেন বলেছেন: হাস্যকর যুক্তি !!
সরকার (মানে আওয়ামিলীগ) একাধিকবার উনার জন্মদিন পালনের সমালোচনা করেছে।
তার পরও তর্কের খাতিরে মেনে নিলাম, সরকার পাসপোর্ট ইস্যু করেছিল এজন্য খালেদা জন্মদিন পালন করছেন!!
আচ্ছা সরকার যদি এখন ঘোষনা দেয় যে, ১৫ ই আগষ্ট খালেদার জন্মদিন ছিলনা, তাহলে কি তিনি জন্মদিন পালন করা বন্ধ করে দেবেন ?
অতএব এসব খোড়া যুক্তি দেখিয়ে কোন লাভ নেই।
৪৯| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ম.র.নি বলেছেন: খালেদা জিয়ার জন্মদিনে সবার জন্য শুভেচ্ছা।পোস্টে সব 'খাজুর' গুলো একলগে আয়া 'কা কা' করতাছে(একজনবাদে;-)।তোরা শেখ মুজিবের মৃত্যুর দিনে কিভাবে শোক পালন করলি,কি করলি? নামাজ পড়লি,মিলাদ দিলি না মন্দিরে পূজা দিলি,নয়া ধুতি পরে প্রসাদ খাইলি,শাঁখ বাজাইলি, না মুড়ি খাইলি এসব নিয়া পোস্ট দে আর খাজুরে আলাপ কর। কার জন্মদিন কি করলো, ডকুম্যান্ট আপলোড করে প্রমান করতে হবে ভুয়া?কোনটা ইমপর্ট্যান্ট ডেডে'র মৃ্ত্যু না বিরোধীদলের নেত্রীর জন্মদিন পালন?কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এত কা কা করার কি আছে?
খাজুরে পোস্টে মাইনাচ।
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৩
কাজী মামুনহোসেন বলেছেন: আপনি সম্ভবত ভুল যায়গায় কমেন্ট করেছেন কারন
খাজুর অথবা তেতুল নয়, এখানে খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হচ্ছে।
৫০| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
হাসান মাহবুব বলেছেন: কারো জন্মদিন সত্যিই ১৫ই আগস্ট হৈলে কোন সমস্যা নাই পালন করতে। কিন্তু খালেদা জিয়া খুবই নোংরা এক চর্চায় লিপ্ত।
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৩
কাজী মামুনহোসেন বলেছেন: সহমত।
৫১| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: লজ্জা জনক এবং দুঃখজনক !
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৪
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম।
৫২| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৭
রাফা বলেছেন: বাংলাদশের মানুষ এখন মিথ্যাটাকেই সত্য বলে জানে এবং মানে।প্রতি পদে পদে মিথ্যাচার চলছে..এবং দেশের সর্বোচ্চস্থান থেকেই সর্বাগ্রে মিথ্যার প্রচলন শুরু হোয়ছে।
তা আজো অব্যাহত আছে।
ভালো পোস্ট...কিন্তু আপনি যতই তথ্য প্রমান দিয়ে পোস্ট দিবেন তা একটা শ্রেনী সবসময় মিথ্যা প্রমাণ করায় সচেস্ট থাকবে।
ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: হুমমম।
৫৩| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১
আমিনুর রহমান বলেছেন:
আপনি জানতে চেয়েছেন কিভাবে মুক্তিযোদ্ধাকে অসম্মান করে ফেলেছেন। দ্বীপ রয় স্ট্যাটাসে জিয়াকে একজন সৈনিক হিসেবে আখ্যায়িত করাটা আমার শোভনীয় মনে হয়নি। ওই স্ট্যাটাস ছাড়া পুরো পোষ্টেই আমার সহমত আছে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন সে সম্মানটা তার প্রাপ্য। খালেদা'র নোংরা মানুষিকটার জন্য জিয়াউর রহমান নিশ্চয়ই দায়ী নয়।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১১
কাজী মামুনহোসেন বলেছেন: এটা উনার ব্যাক্তিগত মতামত, আমি জাস্ট কপি করেছি। তার পরও বলছি।
ভাইয়া, আপনি নিজেই পড়ে দেখেন। ওখানে বোঝানো হয়েছে, নিম্ন পদ থেকে উঠে এসে হঠাৎ করে সর্বোচ্চ পদে আসিন হয়েছেন।
ওই লাইনে সৈনিক বাদ দিয়ে অন্য কিছু লিখলে কথাটা হয়ত সেরকম মানানসই হতনা।
আসলে কাউকে অপমান করার কোন ইচ্ছাই আমার ছিলনা তার পরও যদি মনে হয় আমি কাউকে অপমান করেছি, তাহলে ধরে নেব এটা আমার ব্যার্থতা ছিল।
ধন্যবাদ।
৫৪| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪
এস বাসার বলেছেন: ! এদেশে জন্ম পরিচয়ও রাজনীতির কারনে বদলে যায়!!!
পোস্ট শোকেজে রাখলাম, যখন মন খারাপ থাকবে, তখন এটা পড়বো, ড্যাম শিউর মনটা ভালো হয়ে যাবে
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫১
কাজী মামুনহোসেন বলেছেন: অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৫৫| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ মামুন সুন্দর রিপ্লাই দেবার জন্য। আমি সাধারণত এই ধরণের পোষ্টে খুব বেশী সমালোচনা করি না কেননা সবাই আসলে সমালোচনা নিতে পারেন আবার বুঝেও না। আপনাকে আমার সহনশীল ব্লগার মনে হয়েছে সব সময় তাই আমি কমেন্টস করেছিলাম।
শুভ কামনা ।
১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৭
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি কি আপনার সমালোচনা বুঝতে পেরেছি অথবা আপনার সাথে সহনশীল আচরন করতে পেরেছি ?
এত কিছু যখন বললেন এটাও বলে যান।
প্রায় ৬০ টি মন্তব্যের মধ্যে আপনি একমাত্র সমালোচক। ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করেছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি আলোচনা সমালোচনা অব্যাহত রাখবেন।
৫৬| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪১
হোসেন মনসুর বলেছেন: ১০ই মহরম রাসুল(সাঃ) এর প্রাণপ্রিয় নাতি হুসাইন কে করে তার বিপক্ষে রচনা করা হয়, ১০ই মহরম আদম(আঃ) কে ক্ষমা করা হয়েছে, ১০ই মহরম নূহ(আঃ) এর নৌকা স্থলে ভিরে, ১০ই মহরম ১০ হাজার নবি-রাসুলের জন্মদিন এবং এতগুলো শুভদিন উপলক্ষে হাজার হাজার পাপিকেও ক্ষমা করা হয় ইত্যাদি ইত্যাদি। সো শুধুমাত্র এক হুসাইনের জন্য কিসের এত শোক? আজতো তো তোমাদের জন্য ঈদের দিন হওয়া উচিত কিসের শোক কর! আনন্দ কর।।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫১
কাজী মামুনহোসেন বলেছেন: কিছুই বুঝলাম না।
৫৭| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
হোসেন মনসুর বলেছেন: উপরের মন্তব্যে একটু ভূল আছে " ১০ই মহরম রাসুল(সাঃ) এর প্রাণপ্রিয় নাতি হুসাইন কে হত্যা করে" হবে।
৫৮| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪
আমিনুর রহমান বলেছেন:
আপনি যে সহনশীল সেটা আগেই জানতাম আর তাই তো কমেন্টস করেছি
ভালো থাকবেন নিরন্তর।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫১
কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।
৫৯| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০
হোসেন মনসুর বলেছেন: আমি কমেন্টে যাহা বুঝাতে চেয়েছি তাহল ১০ই মহরম রাসুল(সাঃ) এর প্রাণপ্রিয় নাতি হুসাইন কে হত্যা করে যেমন তার বিপক্ষে রচনা করা হয়, ১০ই মহরম আদম(আঃ) কে ক্ষমা করা হয়েছে, ১০ই মহরম নূহ(আঃ) এর নৌকা স্থলে ভিরে, ১০ই মহরম ১০ হাজার নবি-রাসুলের জন্মদিন এবং এতগুলো শুভদিন উপলক্ষে হাজার হাজার পাপিকেও ক্ষমা করা হয় ইত্যাদি ইত্যাদি। সো শুধুমাত্র এক হুসাইনের জন্য কিসের এত শোক? আজতো তো তোমাদের জন্য ঈদের দিন হওয়া উচিত কিসের শোক কর! আনন্দ কর।। ঠিক তেমনি বঙ্গবন্ধুকে ১৫ আগষ্ট হত্যা করে তার বিপরিতে ১৫ই আগষ্টকে খালেদা নিজের জন্মদিন দাবী করে শোকের পরিবর্তে উৎসব পালন করে।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১০
কাজী মামুনহোসেন বলেছেন: :-& :-&
৬০| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
rafiq buet বলেছেন: আজনবী বলেছেন: ভুয়া জন্মদিনে একদললা থুথু।
ওনারমত একজন অশিক্ষিত মহিলার পক্ষেই সম্ভব দেশের মানুষকে এতবড় আহাম্বক ভাবা, যে উনি যা বলবেন আর যা করবেন দেশের মানুষ তাই বিশ্বাস করবে আর বাহাবা দিবে। ধিক্কার জানাই ওনার এই অপকৌশলকে।
৬১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
সাংবাদিক তারেক বলেছেন: অনুসন্ধানি পোষ্টের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: দৈনিক যুগান্তর: (১৫ই আগষ্ট, ২০১০)
আখতারুজ্জামান। অবশ্য সরাসরি শহিদুল হক জামালের নাম বলেননি এই বিএনপি নেতা। পত্রিকা অফিসে বিবৃতিতে ঘুরিয়ে বলেছেন বিষয়টি। এক্ষেত্রে জামালের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে বিএনপির অন্যান্য সূত্র। এ ব্যাপারে কিছুই বলতে রাজি হননি বর্তমান বিএনপি থেকে বহিস্কৃত হুইপ জামাল। প্রশ্ন শোনার পর শারীরিক অসুস্থতার কথা বলে এড়িয়ে যান তিনি। ১৫ আগষ্ট শোক দিবসে জন্মদিন পালন না করতে অনুরোধ জানিয়ে শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে একটি খোলা চিঠি দেন দলের সাবেক সংসদ সদস্য মেজর (অব
আখতারুজ্জামান। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেয়া হয় চিঠির কপি। চিঠির প্রথমে ১৯৯১ সাল থেকে কীভাবে এ জন্মদিন পালন শুরু হল তার সংক্ষিপ্ত বর্ননা দেন তিনি। এতে উঠে আসে বরিশাল অঞ্চলের সাবেক এমপি জোট শাসনামলের হুইপ শহিদুল হক জামালের প্রসঙ্গ। তার কুপরামর্শেই খালেদা জিয়া ওই বছর থেকে জন্মদিন পালন শুরু করেন বলে উল্লেখ করেন আখতারুজ্জামান। অবশ্য সরাসরি চিঠিতে জামালের নাম না বলে বলা হয় 'বর্তমানে বিএনপিতে না থাকা সাবেক এক ধুরন্ধর এমপি।' এ প্রসঙ্গে আলাপকালে আখতারুজ্জামান বলেন,
আখতারুজ্জামান বলেন, '১৯৯১ এর আগে ১৫ আগষ্ট কেন, কোন তারিখেই ঘটা করে পালিত হয়নি তার জন্মদিন। এখনও নির্দিষ্ট এই দিনটিতে কাউকে দাওয়াত করেন না তিনি। দেশনেত্রীর জন্মদিন হিসাবে অনেকটা স্বয়ংক্রিয়ভাবে সারাদেশে কেক কাটে কর্মীরা। এতে করে ক্ষুন্ন হয় বিএনপির ভাবমূর্তি '।

সাবেক হুইপ জামালের পরামর্শ শুরু ১৫ আগষ্ট জন্মদিন পালন
বরিশাল-২ আসনের সাবেক এমপি চারদলীয় জোট শাসনামলের হুইপ শহিদুল হক জামালের পরামর্শে ১৯৯১ সাল থেকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন শুরু করেছেন বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে কখনোই তার জন্মদিন কিংবা তা পালন নিয়ে কোনরকম উৎসব আয়োজন হয়নি। চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছেন বিএনপিরই সাবেক সংসদ সদস্য মেজর (অব
'১৯৯১ সালের ১৪ই আগষ্ট রাতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট বাসভবনে ঘটে ঐ ঘটনা। সে সময় প্রায় প্রতি রাতেই দলের সিনিয়র নেতারা যেতেন তার বাসায়। দল এবং রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা হত সেখানে। এরই এক পর্যায় উঠে ১৫ আগষ্ট প্রসঙ্গ। এরই মধ্যে দিনটিকে শোক দিবস হিসাবে পালনের ঘোষনা দিয়েছে আওয়ামী লীগ। দেশব্যাপী নানা কর্মসূচীও ঘোষনা করেছে তারা। পাল্টা হিসাবে কি করা যায় তাই নিয়ে কথা বলছিলেন নেতারা। নানা দিক থেকে আসছিল বিভিন্ন রকম প্রস্তাব। হঠাৎ করেই ১৫ আগষ্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের প্রস্তাব দেন সাবেক ওই এমপি। কয়েকজন মৃদু প্রতিবাদ করলেও ধোপে টেকেনি তা। হয়ে যায় দিনটিকে জন্মদিন পালনের সিদ্ধান্ত'।
রাতের ওই আলোচনায় উপস্থিত থাকা অপর এক বিএনপি নেতা যুগান্তরকে বলেন, 'প্রস্তাব দিয়েই ক্ষ্যান্ত হননি শহিদুল হক জামাল। জন্মদিন পালনের অংশ হিসাবে সোনারগাঁও হোটেল থেকে নিয়ে আসেন ঢাউস আকারের কেক। হৈ-হুল্লোড় করে তা কাটা হয় ক্যন্টনমেন্টের বাসায়। আর সেই থেকেই শুর হয় জন্মদিন পালনের ধারা।'
সপরিবারে বঙ্গবন্ধুর শাহাদাতের দিনে এভাবে জন্মদিন পালনকে দু:খজনক উল্লেখ করে মেজর (অব
আখতারুজ্জামানের এই অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে প্রশ্ন শোনার পর শারীরিক অসুস্থতার কথা বলে মোবাইল ফোনের লাইন কেটে দেন শহিদুল হক জামাল। পরে বহুবার চেষ্টা করলেও তিনি আর ফোন ধরেননি। প্রসঙ্গত বর্তমানে বিএনপি থেকে বহিস্কৃত অবস্থায় থাকল
েও একসময় খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ট ছিলেন শহিদুল হক জামাল। তার সম্পর্কে রয়েছে দলের তারেক রহমানকে ব্যবসা-বানিজ্য শেখানোর আলোচনা। তিনিই নাকি অবিশ্বাস্য স্বল্পমূল্যের নিলামে হরদেও গাস কোম্পানি কেনার পথা দেখান তারেককে। ওয়ান-ইলেভেনের পর সংস্কারে গিয়ে তারেক রহমান, হাওয়া ভবন তথা জিয়া পরিবার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে কক্ষ্যচূত হন জামাল। যে কারনে ২৯শে ডিসেম্বরের নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি বিএনপি। পরে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে ৩ হাজারের কিছু বেশি ভোট পেয়ে জামানত হারান এ নেতা। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হওয়ায় তাকে বহিস্কার করে বিএনপি। সেই থেকে ব্যবসা-বানিজ্য নিয়েই আছেন তিনি। বিশেষ একটি মহলের সহায়তায় দলে ফেরার চেষ্টার চললেও খুব একটা সফল হতে পারছেন না।