নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

বর্বর গৃহকর্তী নয়, মমতাময়ী মা চাই

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪





সম্প্রতি ডিওএইচএস বারিধারার একটি ডাস্টবিনের কাছ থেকে অর্ধমৃত অবস্থায় আদুরি (১১) নামের এক গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ। কঙ্কালসার মেয়েটার সারা শরীরে ছিলো দগ দগে ঘা আর ক্ষতের চিহ্ন, অপুষ্টি আর ক্ষুদার কারনে মেয়েটা ঠিক মত কথাও বলতে পারছিলো না। নদী নামক এক গৃহকর্তী আদুরিকে এমন নির্মম নির্যাতন করেছিল বলে জানা গেছে।



আদুরি উদ্ধার হওয়ার কয়েকদিন পর পরিচিত এক ভদ্রমহিলার সাথে এ বিষয়ে আলোচনা হচ্ছিল, আলোচনার এক পর্যায়ে তিনি বললেন “শুধু গৃহকর্তীদের দোষ দেবেন না। আদুরিদের দোষ আছে বলেই গৃহকর্তীরা নির্যাতন করে।” ভদ্রমহিলার কথা শুনে, অনেকটা রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলাম, “দোষ আছে মানলাম তাই বলে এভাবে নির্যাতন করবেন ? আদুরি যদি আপনার মেয়ে হত তাহলে কি করতেন ?” ভেবেছিলাম আমার এই প্রশ্নে ভদ্রমহিলা থেমে যাবেন, কিন্তু দুংখজনক হলেও তিনি আমার প্রশ্নের উত্তরে বললেন “কোথায় একজন গৃহকমী আর কোথায় আমার সন্তান ”।



গৃহকর্মী নির্যাতনের ঘটনা নতুন নয়, ঢাকা শহরের বেশির ভাগ বাসাতেই গৃহকর্মীদের কমবেশ নির্যাতন করা হয়, প্রায়ই গৃহকর্মীকে নির্মম নির্যাতনের সংবাদ দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় তুলে। বহুদিন ধরে লক্ষ্য করছি, আমাদের সমাজে যেসব গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটে তার বেশিরভাগ ঘটনাতেই নির্যাতনকারী হিসেবে কোন এক মহিলার নাম উঠে আসে ।



গত কয়েকদিন আগে আদুরির মায়ের একটা ছবি দেখেছি, আদুরির মাকে তার ক্ষত-বিক্ষত মেয়ের পাশে আহাজারি করতে দেখেছি। আদুরির মা তার আদুরিকে দশ মাস দশ দিন গর্ভে ধারন করেছেন, নাড়ি ছেড়া ধনকে পৃথিবীর মুখ দেখানোর জন্য কত অসহ্য যন্ত্রনাই না তিনি সহ্য করেছেন। আজ মানুষ নামের কলংকদের কারনে ক্ষত - বিক্ষত হয়ে যাওয়া মেয়েকে দেখে তার কতটুকু কষ্ট লাগছে, তা নিশ্চই তিনি ছাড়া আর কারও পক্ষে অনুভব করা সম্ভব নয়।



আদুরিকে যে মানুষ (!) নির্যাতন করেছে তারও ফুটৃফুটে এক শিশু সন্তান রয়েছে। উপরোক্ত ভদ্রমহিলারও একাধিক সন্তান রয়েছে। আদুরির মা আদুরিকে যেভাবে দশ মাস দশদিন গর্ভে ধারন করেছেন, প্রসবের অসহ্য যন্ত্রনা সহ্য করেছেন ঠিক তেমনি তারাও তাদের সন্তানের জন্য একি কাজ করেছেন। কিন্তু দুংখজনক হলেও তারা মা হয়ে আরেক মায়ের সন্তানদের আঘাত করেন, অমানবিক নির্যাতনের মাধ্যমে সন্তানের বয়সী আদুরিদের মৃত্যুর মুখে ঠেলে দেন।



পৃথিবীতে বহু প্রজাতির জীব আছে, তার মধ্যে মানুষ একটি। মানুষের সাথে অন্য সকল জীবদের বিশেষ কিছু অঙ্গ - পতঙ্গ এবং বৈশিষ্টের মিল থাকার পরও, কিছু অনন্য গুনাবলির কারনে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। যেসব গুনাবলীর কারনে মানুষ শ্রেষ্টর কাতারে অবতীর্ণ হয়েছে তার মধ্যে বিবেক এবং মানবতাবোধ অন্যতম।



পশুদের বিবেক নেই, এক পশু আরেক পশুর বাচ্চাকে হত্যা অথবা নির্মম নির্যাতন করতেই পারে । কিন্তু শ্রেষ্টত্বের দাবীদার মানুষ যখন অন্য এক মানব সন্তানকে নির্মম নির্যাতন করে তখন অবাক হতে হয়, আমরা কি ধীরে ধীরে পশুর চেয়েও অধমে পরিণত হচ্ছি, এমন প্রশ্ন বারবার মানের মধ্যে ঘুরপাক খায়।



প্রবাদ আছে, “দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয়”, মানে আপনার কৃতকর্মের ফল পৃথিবীতে থাকা অবস্থায়ই পেয়ে যাবেন। আপনি মা হয়ে যদি আরেক মায়ের সন্তানকে নির্যাতন করতে পারেন, তাহলে আরেক মা আপনার সন্তানকে ঠিক একি ভাবে নির্যাতন করবে না, তার নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন ?



মানলাম আপনার মেয়েকে কোন দিনও গৃহকর্মীর কাজ করতে হবে না, কিন্তু তাকে তো একদিন অন্য এক মহিলার ছেলের বউ হতে হবে , আপনি যদি অন্যের সন্তানকে বর্বরভাবে নির্যাতন করতে পারেন, সেই মহিলা কেন আপনার মেয়েকে বর্বর ভাবে নির্যাতন করবে না ?



নরীরা মায়ের জাতি, প্রত্যেক নারীর শত শত পরিচয়ের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন মা। সন্তানের হাসিমুখ দেখার জন্য মায়েরা সবকিছু করতে পারেন, সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারেন, সন্তানের জন্য নীজের জীবন বাজি রেখেছেন এরকম অসংখ্য মমতাময়ী মা এই পৃথীবিতে রয়েছেন, এইত গত কয়েকদিন আগে সন্তান হারানোর কষ্ট সহ্য করতে না পেরে পাঁচ তলা ঝাপ দিয়ে নিজের সন্তানের কাছে চলে যেতে চেয়েছিলেন এক মা ।



একজন নারীকে নির্যাতন কারী বর্বর গৃহকর্তীর চেয়ে মমতাময়ী মায়ের রুপে বেশি মানায়। আমার মা আমাকে স্নেহ - ভালবাসার চাদরে জড়িয়ে রাখবেন আর অন্যদিকে এক গৃহকর্মীকে বর্বর ভাবে নির্যাতন করবেন তা আমি কখনই চাইনা। আমি চাই আমার মা আমাকে যেভাবে আদর করেন, ঠিক সেভাবে গৃহকর্মীকেও আদর করবেন।



আমরা আমাদের মা কে বর্বর গৃহকর্তী নয়, মমতাময়ী মায়ের রুপে দেখতে চাই।



উৎসর্গ : প্রিয় স্বপ্নবাজ অভি ভাই।

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: স্বপ্নবাজ অভি ভাই দারুন একটা বিষয় সামনে এনেছেন। আসুন মায়ের সম্মান রক্ষা করি -

"মা" নিয়ে লিখা সুন্দর আর্টিকেল (নোংরা পেজগুলোকে পেছনে ফেলে ) গুগলের প্রথম পাতায় নিয়ে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ।

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪

সারেমল বলেছেন: কলংকিত নারী।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: :( :(

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪

মোমেরমানুষ৭১ বলেছেন: নির্যাতনকারী সেই নিষ্ঠুর মহিলাদের শাস্তি না হওয়াতেই দেশে এগুলো অহরহ ঘটছে....।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ++++

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ঘৃন্য একটা ব্যাপার নিয়ে লিখেছেন মামুন ভাই !
পোষ্টে ++ !~
"মা" নিয়ে লিখা এই পোষ্ট টা আমি আপডেট করে দিচ্ছি !
শুভকামনা রইলো !
আর উতসর্গে কৃতজ্ঞতা রইলো !

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

কাজী মামুনহোসেন বলেছেন: আপনি দারুন উদ্যেগ নিয়েছেন।
শুভকামনা রইল, সাথে আছি সবসময়।

ধন্যবাদ।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট লিখেছেন মামুন । কাজের মানুষদের নির্যাতন একটা ঘৃনিত কাজ । যিনি প্রকৃত মা, তিনি তার মেয়ের বয়েসী একটা মেয়েকে কখনোই নির্যাতন করতে পারেন না ।

পোস্টে ভালোলাগা++

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন বলেছেন দাদা।

প্রতিটি গৃহে একজন করে প্রকৃত মা দরকার।

গৃহকর্মীদের নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে সরব হতে হবে।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

শান্তির দেবদূত বলেছেন:
অনেক ভাল লিখেছেন। মানুষ কিভাবে যে এতটা বর্বর হয়! :(

প্রবাদ আছে, “দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয়” - এই প্যারাটা দুইবার চলে এসেছে। ঠিক করে নিয়েন।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

কাজী মামুনহোসেন বলেছেন: সমাজের মানুষদের দেখে অবাক হতে হয়, আমরা সারাদিন মানবতা মানবতা বলে মুখে ফেনা তুলি, আর দিনশেষে নিজেরাই মানবতাকে পদদলিত করি।

ধন্যবাদ শান্তির দেবদূত।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮

শাহেদ খান বলেছেন: কোনও পশুও নাকি বিনা কারণে নিজ প্রজাতি'র অন্য পশুকে আঘাত করে না (একান্ত আত্মরক্ষা'র কারণ ছাড়া)

মানুষ তার সুবোধে মানুষ হয়ে উঠুক। সভ্যতা যাদেরকে অসভ্য করে রেখেছে, তাদের নিয়ে আর কীই বা বলতে পারি?

প্রার্থনা রইল, মা এবং মানুষদের জন্য।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন মন্তব্য।

প্রার্থনা রইল, মা এবং মানুষদের জন্য।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯

এম আর ইকবাল বলেছেন: প্রবাদ আছে, “দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয়”, মানে আপনার কৃতকর্মের ফল পৃথিবীতে থাকা অবস্থায়ই পেয়ে যাবেন। আপনি মা হয়ে যদি আরেক মায়ের সন্তানকে নির্যাতন করতে পারেন, তাহলে আরেক মা আপনার সন্তানকে ঠিক একি ভাবে নির্যাতন করবে না, তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন ?

মানলাম আপনার মেয়েকে কোন দিনও গৃহকর্মীর কাজ করতে হবে না, কিন্তু তাকে তো একদিন অন্য এক মহিলার ছেলের বউ হতে হবে , আপনি যদি অন্যের সন্তানকে বর্বরভাবে নির্যাতন করতে পারেন, সেই মহিলা কেন আপনার মেয়েকে বর্বর ভাবে নির্যাতন করবে না ?

শ্বশুর বাড়ীতে যে নিযাতির্ত হয় , সে কি তার মা এর দোষে ?

০৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: আপনি যেভাবে প্রশ্ন করেছেন, বিষয়টাকে যেভাবে নিয়েছেন, আমি আসলে সেরকম কিছু বলতে চাইনি অথবা এমন কিছু কখনও আমার কাম্য নয়।

আমি শুধু উদাহরন দেখিয়েছি, গৃহকর্মীকে নির্যাতনকারীর মেয়ের সমতুল্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র।

আমার কথার সারমর্ম হলো, আপনি যদি আরেকজনকে নির্যাতন করতে পারেন, তাহলে আরেকজন আপনাকে নির্যাতন করবে না তার নিশ্চয়তা কি ?

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২

লাবনী আক্তার বলেছেন: আমরা আমাদের মা কে বর্বর গৃহকর্তী নয়, মমতাময়ী মায়ের রুপে দেখতে চাই



সহমত আপনার সাথে। সুন্দর করে লিখেছেন।

গৃহকর্মীদের উপর নির্যাতন বন্ধ হোক।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

কাজী মামুনহোসেন বলেছেন: গৃহকর্মীদের নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে সরব হতে হবে।

ধন্যবাদ।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

সোহানী বলেছেন: হা আমার ঠিক একই কথা। ভালো না লাগলে বিদায় দেন অত্যাচার কেন করেন। কাজের মেয়ে নয় নিজের পরিবারের সদস্য হিসেবে কেন দেখেন না তাদের। আমার লিখাটি এ প্রসঙ্গে....

Click This Link

ধন্যবাদ.....

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন লিখেছেন।

সবাই যদি আপনার মত চিন্তা করত....

ধন্যবাদ।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

গরম কফি বলেছেন: ফেইসবুকে শেয়ার দিলাম

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

নিক নূরুল বলেছেন: এইসব মায়েরা আসলে তাদের মায়েদের কাছ থেকে ও এই শিক্ষাটা পায়নি যে মানুষকে সার্বজনীন করে দেখা উচিৎ। তার মেয়ে ও এই শিক্ষাটা পাচ্ছেনা তার কাছ থকে। তার মানে এই পরিবারেই আরও একজন বর্বর মা তৈরি হচ্ছে। আমাদের দেশের এনজিও গুলু শুধু শারীরিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে। আমার মনে হয় মানসিকভাবে পিছিয়ে থাকা এইসব বর্বর মায়েদের নিয়ে এনজিও গুলু কিছু করার ব্যপারে চিন্তা করতে পারে।

আর একটা কথা সার্বজনীন একমুখী সাধারণ শিক্ষাব্যবস্থা গড়ে না তুললে আমার মনে হয় এই মানসিক বৈষম্য কখনই কমবেনা।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন বলেছেন, মানসিকভাবে পিছিয়ে থাকা এইসব বর্বর মায়েদের নিয়ে কাজ করা উচিৎ।

তবে আমার মতে এনজিওর দরকার নেই, আপনার আমার মতো সন্তানরা এক একটা এনজিও হয়ে, নিজেদের এবং প্রতিবেশী মায়েদের নিয়ে মানসিকতায় পরিবর্তন আনতে পারি।

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

নিক নূরুল বলেছেন: ভাই একটা কথা বলি। আমরা যাদের কথা বলছি অর্থাৎ এসব বর্বর মহিলারা কিন্তু আপনার আমার আশে পাশে থাকেনা। সমাজসেবার নামে এরা পার্টি করে বেরায় আর মধ্যরাতের নাচে এদের বাহু থাকে আরেক বেটার বগলে। মুখে ব্রান্ডেড সুগন্ধি নিয়ে যেকোনো নরম বিছানা পেলেই শুয়ে পড়ে। পত্রিকা পড়েনা, ইন্ট'ল সিনে ম্যাগাজিন পড়ে। এইরকম এক মহিলাকে আমি বলেছিলাম,'আমাদের ইউনিয়ন পরিষদে.।।' এইতুকু বলার পর উনি আমাকে জিজ্ঞেছিলেন, 'ইউনিয়ন পরিষদ কি?'

এইবার বুঝুন। একটা মানুষ না খেয়ে থাকতে পারে এটা এদের ধারনাতেই নেই। মানুষ অর্থাভাবে কষ্ট করে এটা এরা জানেইনা। আর কি বলব!!! এরা দুনিয়াতে থাকেনা। এদের ঠিক করবেন আপনি!!! মা, মানুষ সম্পর্কে আপানার যে ধারনা এরা এর ধারে কাছে ও নাই। এরা মানসিকভাবে বিকল। এদের ট্রিটমেন্ট দরকার। নইলে এরকম ঘটনা আরও ঘটবে এবং ঘটতেই থাকবে।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: আব্রাহাম বলেছিলেন একটা শিক্ষিত মা দাও
তোমাদের একটা শিক্ষিত জাতী উপহার দেব

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম।

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার বাবার জন্য অনেক দোয়া করি।

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ আপা।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

আমি তুমি আমরা বলেছেন: ব্লগে দেখি আপনার এক বছর হয়ে গেল।বর্ষপূর্তিত অভিনন্দন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.