নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনয়ের অবতার

বিনয়ের অবতার › বিস্তারিত পোস্টঃ

পরামর্শ চাই,পরামর্শ দিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুনB-)

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৯

মাত্রই ফাইনাল প্রফ শেষ করলাম,পরীক্ষা শেষে বান্ধবী জোরপূর্বক বসুন্ধরায় নিয়া এক্সটেসিতে ঢুকায়ে দিল,কয় চয়েজ করো!আঃমর জালা যেইটাই গায়ে তুলি এক্সটেসির পোলাপানরা কয়-বিয়াপক মানাইছে বস!জশিলা লাগতেছে!শেষে ট্রায়াল রুম থেকে যখন খালি সেন্ডো গেন্জি পইড়া বের হইলাম তখনো ওরা কয় সেইম কথাX(।যাইহোক বহুত দেইখা শুইনা বান্ধবীর কথামতো ২টা শার্ট *চয়েজ* করলাম।মোহতারেমা বিল পে করার সময় আচমকা উদাসীন হইয়া গেলাম যদিও আমার অক্ষিযুগল তাহার টাকা প্রদানের উপর সতর্ক দৃষ্টি রাখছিল।শালার এক্সটেসি!২টা শার্টের দাম রাখছে ২৫০০ টাকাX((যদিও টাকা প্রদানে আমার বিন্দুমাত্র অবদান ছিলনা তারপরো আড়াই হাজার টাকা বইলা কথা!যাইহোক,ভালবাসার খাতিরে তারেওতো আমার কিছু দেয়া উচিত,কি কন?কিন্তু বিশ্বাস করেন তখন আমার মানিবেগে ছিল ২৩ টাকা,১টা সৌদি রিয়াল,ভোটার আইডি আর গোটা পনের ডাক্তারের ভিজিটিং কার্ড!বুঝেন অবস্থা:((,বসুন্ধরা থেকে বাইর হইয়া তারে নিয়া গেলাম শাহবাগে আর হাতে ধরায়ে দিলাম একতোড়া কাঠালীচাপা!বাসায় আইসা মনটা খচ্‌খচ্‌ করতেছে,ঈদতো চইলা আসতেছে,তারেতো কিছু দেয়া উচিত!মনে পড়লো,পরীক্ষার আগে কইছিল তার একখানা মোবাইল কেনা দরকার!এখনকার ফোনে নাকি অপেরায় ঢোকা যায়না,তা যাবে কেমনে?সে ইউজ করে আমার নোকিয়া ১২০০ আর আমি তার নোকিয়া ৬৩০০!:Pভাবতেছি ১খানা ভাল সেট কিনা দিমু কিনা?টাকা ১৪০০০ রেডি আছে,এখন আপনাগো পরামর্শ পাইলে কালকেই মার্কেটে যাব:)তো এখন পরামর্শ দেয়া শুরু করেন..........।



*বিশেষ দ্রস্টবয-ভাষা গুরুচন্ডালী দোষে দুষ্ট!আপনারা কেউ বাংলা একাডেমীর গবেষক নন্‌ আর আমিও বাংলা সাহিতেযর ছাত্র না,এই ভরসাতেই লিখলাম,বাকিটা আপনাদের বিবেচনা:D

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৬

টিনটিন` বলেছেন: আমার ছাল ওঠা নোকিয়া এন ৭০ কিনে আপনার বান্ধবীরে গিফ্ট করেন। :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩০

বিনয়ের অবতার বলেছেন: রাজি :P

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪০

শোভন এক্স বলেছেন: HTC Smart দেখতে পারেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৮

বিনয়ের অবতার বলেছেন: 14000 টাকায় কি HTC Smart পাওয়া যাবে?মনেতো হয় না :(

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দিয়া ফালান, তয় তার আগে বিয়াডা কইরা ফালান... নাজায়েজ রিলেশনে অনেক ঝামেলা হয়... আমার এক ডাক্তার দোস্তের প্রায় ১০ বছরের কঠিন প্রেম... মাইয়া আজকে অন্য লোকের বউ... :| :|

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৮

বিনয়ের অবতার বলেছেন: দোয়া করেন ভাই,ইন্টার্নীটা শেষ হইলেই দিল্লিকা লাড্ডু খেয়ে ফেলব ইনশাআল্লাহ :D

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৫

বিনিদ্র ~ রজনী বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দিয়া ফালান, তয় তার আগে বিয়াডা কইরা ফালান... নাজায়েজ রিলেশনে অনেক ঝামেলা হয়... আমার এক ডাক্তার দোস্তের প্রায় ১০ বছরের কঠিন প্রেম... মাইয়া আজকে অন্য লোকের বউ...

ভাই, উলটা কাহিনীও দেখছি। সব কিছু শেষে পোলা কয় আমি নাই।

তাই খুব ডরাই এডিরে #:-S

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৩

বিনয়ের অবতার বলেছেন: সেও ভাল,আমিও মোটামুটি খারাপ না,ইনশাআল্লাহ এমন কুফা কিছু আমাগো লাইফে ঘটবে না,দোয়া রাইখেন।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৯

বিনিদ্র ~ রজনী বলেছেন: কিছু মনে নিয়েন না, একটা কথা বলি, নিজের জীবন থেকে এতটা শিক্ষা পেয়েছি যে,

বিয়ের পূর্বে আমি আমার মনের মানুষের পিছনে হেভি ইনভেস্টমেন্ট এ রাজি না।


আর আপনার জন্য সাজেশন , স্টাইলিশ টাচ ফোন কিনে দেন, এইচ টি সি টাইপের, ভাবের সেট, উনার ভালো লাগবে

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৯

বিনয়ের অবতার বলেছেন: ভাই,বাজেটতো ১৪০০০ টাকা!এই টাকায় এইচ টিসি তো পাওয়ার কথা না :(

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৭

খাই দাই বলেছেন: আমগো পরামর্শ না নিয়া যার জন্য কিনবেন, তার কি পছন্দ সেই মত নেন আর নেকি হাসিল করেন, সে খুশি থাকলে দুনিয়া খুশি আর আমগো মতে কিনা তার ভালোনা লাগলে কিন্তু গাইল খাইতে খাইতে মরবেন

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৩

বিনয়ের অবতার বলেছেন: তারে জিগায়া কিনলেতো সারপ্রাইজ দিতে পারুমনারে ভাই :(,১৪০০০ এ কোন সেটটা ভাল হইব সেইটা কন।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯

লড়াকু বলেছেন: নোকিয়া ৫৫৩০

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৪

বিনয়ের অবতার বলেছেন: দাম কত হইতে পারে?

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৩

আর.এইচ.সুমন বলেছেন: nokia kina den.. Kisu new model dekhlam.. Besh valo.. :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৬

বিনয়ের অবতার বলেছেন: মডেল কন...বাজেট কিন্ত ১৪০০০

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৬

দ্বীপ রয় বলেছেন: সে ইউজ করে আমার নোকিয়া ১২০০ আর আমি তার নোকিয়া ৬৩০০!:


ভাই, এই যদি হয় অবস্থা,তাহলে ১৪০০০টাকার মোবাইলের পরিবর্তে আপনি তার ল্যাপটপ ব্যাবহার করবেন সেটা নির্দ্বিধায় বলা যায়----তো আর দেরি কেনো? তাড়াতাড়ি কাজটা সেরে ফেলেন!-----নিজের প্রেমিকাকে দেবার জন্য নিজের মনের পছন্দটাই আসল,অন্যেরা বলে দেবে আর আপনি তাই করবেন,যুক্তিটাতে আমি আপনার আত্মবিশ্বাসের অভাব অনুভব করছি। দিতে যদি চান--তবে ভনিতা না করে ভালো মন্দ যাই হোক দিয়ে দিন--দেখবেন আপনার প্রেমিকা সেটাকেই সেরা উপহার হিসাবে গ্রহন করবে।আপনার সরলতার জন্য আপনাকে ধন্যবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪০

বিনয়ের অবতার বলেছেন: দ্বীপ রয় বলেছেন:* সে ইউজ করে আমার নোকিয়া১২০০ আর আমি তার নোকিয়া ৬৩০০!:
ভাই, এই যদি হয় অবস্থা,তাহলে ১৪০০০টাকার মোবাইলের পরিবর্তে আপনি তার ল্যাপটপ ব্যাবহার করবেন সেটা নির্দ্বিধায় বলা যায়*-
নারে ভাইজান ঘটনা সেরকম কিছু না,আমাগো রিলেশনের গভীরতা লেখায় ফুটে উঠে নাই এইটা আমার দুর্বলতা :( ,হালকা চালে লেখছিতো তাই।ঘটনা হইল প্রফেশনাল পরীক্ষার সময় প্রচন্ড প্রেশার পড়ে,তাই সে নিজেই আমার লযাটপটা কেড়ে নিছে,আমি তখন বলছিলাম এটলিশ্ট একটু গানও শুনতে দিবানা?তখন সে সেটটা আমার সাথে বদলায় নেয়.... :)

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: @বিনিদ্র ~ রজনীঃ

আমি আসলে কোন পক্ষরে দোষারোপ করি নাই। দোষ সম্ভবত আমার দোস্তেরও ছিল, শুনছি, সে নাকি ইন্টার্ণির সময় অন্য কোন মেয়ের সাথে একটু বেশি খাতির কইরা ফালাইছিল, যা কিনা তার ঢাকা নিবাসি প্রেমিকার কানে যায় আর সেখান থেকেই বিচ্ছেদের শুরু। তয় খুব অবাক হইছিলাম, প্রেমের গভীরতা দেইখা কখনো মনে হয় নাই এই জুটি ভাইংগা যাইব... :(

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৮

পৃথিবীর আমি বলেছেন: খাই দাই বলেছেন: আমগো পরামর্শ না নিয়া যার জন্য কিনবেন, তার কি পছন্দ সেই মত নেন আর নেকি হাসিল করেন, সে খুশি থাকলে দুনিয়া খুশি আর আমগো মতে কিনা তার ভালোনা লাগলে কিন্তু গাইল খাইতে খাইতে মরবেন

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪২

বিনয়ের অবতার বলেছেন: তারে জিগায়া কিনলেতো সারপ্রাইজ দিতে পারুমনারে ভাই :(,১৪০০০ এ কোন সেটটা ভাল হইব সেইটা কন।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৪

বিনিদ্র ~ রজনী বলেছেন: জহির ভাই, গভীরতা নিয়া আমার একটা পোস্ট দিছিলাম। একটু দেইখেন

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১২

লালবাত্তি বলেছেন: Nokia 2700 classic kom dame vala pun

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৩

বিনয়ের অবতার বলেছেন: :D

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২০

রবিনহুড বলেছেন: ১৪০০০-২৫০০ = ১১৫০০ লস। .... B:-/ B:-/ B:-/

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৬

বিনয়ের অবতার বলেছেন: কনকি?আমিতো দেখি হিসাবে কাঁচা!এইটাটো আগে খেয়াল করিনাই B:-/

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২০

হাসান খা বলেছেন: যাই দেন একটু হিসার কইরা দিয়েন। পরে বিয়ের পরে সে হয়ত বলবে বিয়ের আগে তো তুমি কত্ত কিছু দিতা ....পকেটে টাকা না থাকলেও ধার করে দিতা। আর বিয়ার পর তুমি আমারে কি দিছ...সামান্য সময়টুকুও এখন দেও না.... :> :> :>

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৬

বিনয়ের অবতার বলেছেন: দিলেনতো ভয় ধরায়া :(

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৫

আকাশ_পাগলা বলেছেন: খুব হেভি ইনভেস্টমেন্টের দরকার নাই।
১০ হাজারে নোকিয়া ৫২৩৩ কিনে দেন। খুবই ভাল একটা মোবাইল।

এমন না যে আপনারে টাকা উড়াইতে কেউ নিষেধ করতাছে। সবাই বলতেছে কয়টা দিন পরে উড়াইতে। মানে, সব লিখিত হয়ে যাবার পর।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫২

বিনয়ের অবতার বলেছেন: আপনার পরামর্শটা ভাল লাগছে,দোয়া করেন যাতে এইবার পাশ করি আর আগামীবার যাতে সে,তারপর ইনশাআল্লাহ ... :D

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২১

মৈত্রী বলেছেন: মোবাইলের ব্যাপারে পরামর্শ দেব না।

খালি একটা কথাই বলবো:

"প্রেমের জয় হউক"। =p~ =p~ =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৯

বিনয়ের অবতার বলেছেন: "প্রেমের জয় হউক"। =p~ =p~ =p~

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:১৩

বাংলাকে ভালবাসি বলেছেন: Nokia 5230 use korchi, khub valo net use korar jonno' ekhon price 11500 tk er moto

One request, pls remember ur mom n dad in dis eid, jodi paren ma n baba'r jonno 2000 tk + 2000 tk diye special gift kine den jen jeno unara khushi thaken


:)

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৫

বিনয়ের অবতার বলেছেন: দিছি ভাই,বাবা মা দুজনকেই দুই ভাই মিলে শাড়ি পান্জাবী কিনে দিছি,তারাইতো সব তাইনা?আমার সেও আম্মাকে শাড়ি গিফট করছে :) আর আম্মাও তারে সালোয়ার কামিজ কিনে দিছে :D

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:১৩

বাংলাকে ভালবাসি বলেছেন: Nokia 5230 use korchi, khub valo net use korar jonno' ekhon price 11500 tk er moto

One request, pls remember ur mom n dad in dis eid, jodi paren ma n baba'r jonno 2000 tk + 2000 tk diye special gift kine den jen jeno unara khushi thaken


:)

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩০

বাংলাকে ভালবাসি বলেছেন:
বাহ শুনে খুব ভালো লাগলো।


nokia 5230 দেখতে পারেন, কম দামের মধ্যে ভালো জিনিস।


ঈদের শুভেচ্ছা আপনাদের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.