![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউ এ চেপে
নীল জল দিগন্ত ছুয়ে এসেছ
আমি শুনেছি সেদিন নাকি
নোনা বালি তীর ধরে বহুদূর
বহুদুর হেটে এসেছ।
আমি কখনো যাইনি জলে
কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ
ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিয়ো,
নেবে তো আমায় ?
বল, নেবে তো আমায় ?
আমি শুনেছি সেদিন
নাকি তুমি তুমি, তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি
অনেক জটিল ধাধা
না বলা অনেক কথা,
কথা তুলেছিলে।
কেন শুধু শুধু ছুটে চলা
একি একি কথা বলা,
নিজের জন্য বাচা নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব........
কোথায় গিয়ে বল .......
কোথায় গিয়ে ?
আমি শুনেছি তোমরা নাকি
এখনো স্বপ্ন দেখো
এখনো গলপো লেখো
গান গাও প্রান ভরে
মানুষের বাঁচা মরা
এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসায়
এখনো গোলাপে ফোটে।
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি।
আমি দু-চোখের গাও
ভরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখব বলে......
আমি দু-চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে ....
আমি দু হাত পেতেছি
তাই স্বপ্ন দেখব বলে......
আমি দু-চোখ পেতেছি।
______________________________
মৌসুমি ভৌমিক এর এই গানটা সবার কাছেই প্রিয় মনে হয়, আমার মনে হয় এই গানটা কারো অজানা নাই, সবার জানা একটি গান, হঠাৎ করে শুনতে শুনতে মনে হল গানের কথাগুলো আজ শেয়ার করলে কেমন হয়, তাই গানটির লিরিক্স আজ শেয়ার করলাম।
যারা আমার ব্লগটি দেখতে আসলেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.