নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল ব্লগারদের স্বাগতম

সত্যচারী

সত্য সবসময় খুব নিষ্ঠুর হয়, সত্যচারী কখনো নিষ্ঠুর হয় না। তাই সত্যকে ঘৃণা কর, সত্যচারীকে নয়

সত্যচারী › বিস্তারিত পোস্টঃ

একখান জুক্স.....

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

সৎ দরিদ্র কাঠুরিয়ার কথাতো সবারই জানা, একবার কাঠুরিয়া নদীর ধারে কাঠ কাটার সময় কাঠুরিয়ার কুড়ালটি পানিতে পড়ে যায়, কাঠুরিয়া পড়ল মহা টেনশনে, কি করবে এখন, খাবে কি? এমন সময় এক পরী এল, সে কাঠুরিয়ার দুঃখ দেখে নদীতে ডুব দিয়ে একটা সোনার কুড়াল এনে দিল তাকে, তখন কাঠুরিয়া দেখে বলল : আরে এটা তো আমার কুড়াল না, তার পর পরী এনে দিল হীরার কুড়াল, কাঠুরিয়া নির্বিকার ভাবে আবারো বলল এটাও আমার কুড়াল না, এরপর পরী কাঠুরিয়ার ভাঙা কুড়ালটি এনে দেখালে কাঠুরিয়া বলল এটাই আমার কুড়াল। পরী তার আদর্শে মুগ্ধ হয়ে তাকে তার ভাঙা কুঠার এর সাথে সোনা আর হীরার কুঠার দুটিও দিয়ে দিল।

এ পর্যন্ত কাহিনী সবারই জানা, কিন্তু এর পরের কাহিনী অন্যরকম। কাঠুরিয়া সোনা আর হীরার কুঠার বিক্রি করে তখন অনেক ধনী। তারা শহরে চলে গেল, বাচ্ছাদের স্কলাসটিকায় ভর্তি করিয়ে দেয়া হল। আর কাঠুরিয়ার বউ হয়ে গেল শপোহোলিক। এক শাড়ী আর দুইবার পরে না, রোজ বিউটি পার্লারে গিয়ে মেকাপ করে, ফেসিয়াল করে। তার নতুন ফ্ল্যাট চাই, নতুন গাড়ী চাই, কাঠুরিয়া এবার বিরক্ত হয়ে উঠল, কাঠুরিয়া ভেবে দেখল এভাবে চলতে থাকলে দশটা হীরার কুঠার বিক্রি করলেও কাজ হবে না। স্ত্রীর আবদার রক্ষা করতে করতে কাঠুরিয়ার জীবন অতিষ্ঠ হয়ে উঠল। এমন এক সময়ে তারা গ্রামে বেড়াতে গেলে সেই নদীর পাশ দিয়ে হেটে যাচ্ছিলো, হঠাৎ কাঠুরিয়ার ঊ পা পিছলে সেই নদীতে পরে গেল। কাঠুরিয়ায় মুখ গোমড়া দেখে সেই পরী আবার এসে উপস্থিত। কাঠুরিয়া জানালো তার বউ নদিতে পড়ে ডুবে গেছে। এবার পরী নদিতে ডুব দিল, আর উঠে এল কারিনা কাপুর কে নিয়ে। পরী বলল এটা কি তোমার বউ, কাঠুরিয়া মহাখুশি হয়ে বলল, জ্বি মহামান্য পরী, এইটাই আমার বউ। কাঠুরিয়ার উত্তরে পরীর মনটা খারাপ হয়ে গেল। পরী বলল, দেখ কাঠুরিয়া বেশ কিছুদিন আগে তোমার আদর্শে আমি মুগ্ধ হয়েছিলাম, আর আজ তোমার একি অধঃপতন? তুমি কারিনা কাপুরকে তোমার বউ বানিয়ে ফেললে?

কাঠুরিয়া দাত মুখ খিচে পরীকে বলল, দেখ পরী তুমি কি মনে করছ আমি তোমাকে চিনিনা, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, আমি যদি বলতাম এইটা আমার বউ না, তাইলে তুমি ডুব দিয়া উঠায়া আনতা ঐশ্বরিয়া রায়কে, তারপর আনতে রানী মূখার্জীরে, সবশেষে আনতে আমার বউরে, আর যাওয়ার সময় তিনটারেই গলায় ঝুলায়া দিতে, একটারে নিয়াই বড় মুশকিলে আছি, চার চারটা গলায় ঝুলিয়ে দিলে আমি নির্ঘাত মরে যেতাম, তাই নিরুপায় হয়ে কারিনারে বউ বলে স্বীকার করেছিলাম।



পলিশিত...........।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

এম আর ইকবাল বলেছেন: আসলে একটাই যথেষ্ট ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

সত্যচারী বলেছেন: কথা ঠিক ভাই, একটাই মরনের জন্য যথেস্ট

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

আন্ধার রাত বলেছেন:
এই কাঠুরিয়া যদি আপনি হোন তাহলে খারাপের কিছুতো দেখিনা। :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

সত্যচারী বলেছেন: ভাই ধইরা নেন সকল পুরুষ জাতি ;)

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

মাক্স বলেছেন: :P:P:P:P:P:P:P:P:P:P:P

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

সত্যচারী বলেছেন: :P

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

তামজিদা সুলতানা বলেছেন: B-)

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

সত্যচারী বলেছেন: B-) B-)

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

১১স্টার বলেছেন: আগেই জানতাম তারপর ও ভালো লাগলো ;) ;) ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

সত্যচারী বলেছেন: আগেই জানতেন?? কন কি B:-) ? আমিতো এইটারে পলিশ করছি, ২য় অংশে B:-/

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

দেশপ্রেমিক পোলা বলেছেন: গল্পের প্রথম অংশ বাদ দিন, শুধু দ্বিতীয় অংশ পড়ার সময় আমাদের দেশের রাজনীতিবিদদের কথা মনে পড়েছে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

সত্যচারী বলেছেন: আমাগো ১ম অংশের মত রাজনিতীবিদ দরকার, কিন্তু হায়, আমাদের ২য় অংশের মত রাজনিতীবিদদের নিয়েই জীবন যাপন করতে হয়। বড়ই আফসুস

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

টেকনিসিয়ান বলেছেন: সামু-র সদস্য না হওয়াতে তখন অফ্ লাইনে আপনার ভ্রমণ কাহিনী মালয়েশিয়া ভ্রমণ গাইড সিরিজগুলো একবার নয় বার বার পড়তাম। তখন আপনার লেখা জনপ্রিয় সিরিজগুলোর অপেক্ষায় থাকতো অনেক ব্লগার।

কিন্তু আজ পর্যন্ত কেউ মালয়েশিয়া সেকেন্ড হোম নিয়ে কেউ বিস্তারিত লেখেনি দেশে কয়েকটি এজেন্ট আছে বিভিন্ন পর্যটন মেলায় পরিচয় পাওয়া যায় কিন্তু বিস্তারিত ভালভাবে জানতে পারিনি। আপনি এ বিষয়ে যদি খুটি-নাটি লিখতেন তাহলে আমার মত সামু'র অনেক ব্লগারের উপকার হতো।

কি লিখতে যাচ্ছেন তো ?

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২

সত্যচারী বলেছেন: ভাই টেকনিসিয়ান...... আপনার কমেন্ট পড়ে লজ্জায় পড়ে গেলাম, আমি তেমন একটা জনপ্রিয় নই মোটেও।
আসলে সেকেন্ড হোম নিয়ে লিখতে চেয়েছিলাম, পরে ভাবলাম সেকেন্ড হোমতো রাঘব বোয়ালদের কারবার, এখন দেখছি সামুতে রাঘব বোয়ালও আছে। ;)

ভাই কিছুদিনের মধ্যেই সেকেন্ড হোম নিয়ে একটা পোস্ট দেয়ার আশা রাখি।

ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

টেকনিসিয়ান বলেছেন: আসলে মোটেও আমি রাঘব বোয়াল নয় :#) , ব্লগার ডিসকো বান্দর বিভিন্ন দেশের মাইগ্রেশন নিয়ে কয়েক দিন ধারাবাহিক লিখেছিলেন তখন থেকেই মালয়েশিয়ার সেকেন্ড হোম নিয়ে জানার প্রবল আগ্রহ জম্মেছিল বলতে পারেন curiosity...

সুন্দর একখানা পোস্ট এর আগ্রহে আছি.............

আপনিও ভাল থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.