নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল ব্লগারদের স্বাগতম

সত্যচারী

সত্য সবসময় খুব নিষ্ঠুর হয়, সত্যচারী কখনো নিষ্ঠুর হয় না। তাই সত্যকে ঘৃণা কর, সত্যচারীকে নয়

সত্যচারী › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২



কবি পিনোকান্ত বোস

======================

উল্টো পথে চলছে তারে চলতে দে,

মাথার উপর আকাশ ভেঙে পড়তে দে

রাতকানাটা খুজছে কি দেখ,

পারলে খানিক চিমনি মুছে সলতে দে।



ফাল্গুনের আজ উনিশ তারিখ,

ভরদুপুরে নিদ্রাতে চোখ বুজিয়ে দে।

দুয়ারটা তাই ভেজিয়ে দিয়ে

লেপ-কাথা যা আছে গায়ে চড়িয়ে দে



ইচ্ছেগুলো রাত-দুপুরে,

চটকে যদি মগজটারে মুক্তি চায়,

বন্ধ দুচোখ বন্ধ রেখেই,

অন্ধকারে স্বপ্ন ভেবে উড়িয়ে দে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯

অন্ধবিন্দু বলেছেন:
লেখাটি ভালো লাগলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

সত্যচারী বলেছেন: মন্তব্য পড়ে ভালো লাগলো।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++
শুভেচ্ছা :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

সত্যচারী বলেছেন: ধন্যবাদ ভাইয়া....

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

নুসরাতসুলতানা বলেছেন: সুন্দর।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

সত্যচারী বলেছেন: শুভকামনা আপু :)

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২০

কলমের কালি শেষ বলেছেন: ইচ্ছেগুলো রাত-দুপুরে,
চটকে যদি মগজটারে মুক্তি চায়,
বন্ধ দুচোখ বন্ধ রেখেই,
অন্ধকারে স্বপ্ন ভেবে উড়িয়ে দে।[/s]

চরনগুলো সুন্দর ।

কবিতায় ভাললাগা রইল ।...:)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

সত্যচারী বলেছেন: সুন্দর মন্ত্বব্যে ধন্যবাদ,
কালি কি শেষ? :D

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

কলমের কালি শেষ বলেছেন: হু.. কালি শেেষ তবে রয়ে গেছে এখনো তার রেস ।.. B-)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

সত্যচারী বলেছেন: ;)

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

সত্যচারী বলেছেন: ধন্যবাদ কামাল ভাই, আপনার মন্তব্য সবসময় অনুপ্রেরনা যোগায়

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ইচ্ছেগুলো রাত-দুপুরে,
চটকে যদি মগজটারে মুক্তি চায়,
বন্ধ দুচোখ বন্ধ রেখেই,
অন্ধকারে স্বপ্ন ভেবে উড়িয়ে দে।


ভাল লাগলো ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

সত্যচারী বলেছেন: ধন্যবাদ, আপনি কি আমার কাছাকাছি আছেন? নাকি ঘুরেফিরে চলে গেছেন? :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.