নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা.......

.............সুন্দর দিনের আগামী।

মো: আজিজ মোর্শেদ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........

মো: আজিজ মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের পদ্মা সেতু

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

আমাদের পদ্মা সেতু চলে বাঁকে বাঁকে,

সেতু করার আশা দিয়ে বিশ্ব ব্যাংক ডাকে।

গাড়ি নিয়ে যাবে আবুল, কালকিনি বাড়ি,

সিনা উঁচু করে দিবে পদ্মা সেতু পাড়ি।

পার হয়ে যায় দিন পার হয় রাত,

আচমকা বিনা মেঘে যেন বজ্রপাত।/:)

কমিশন চেয়ে আবুল করলো একি ভুল,

টাকা দিবে না বিশ্বব্যাংক, একি হুলুস্থুল।

...গ্যাঁক গ্যাঁক করে ওঠে সুরঞ্জিতের ঝাঁক,:D:D:D

রাতে উঠে থেকে থেকে ওবায়দুলের হাক।

তীরে তীরে ছেলেপেলে টিফিনের কালে

গামছায় সুধা ভরি সদনেতে ঢালে।

সকালে বিকালে কভু বাজার হলে পরে,

আচঁল ছেঁকিয়া তারা চাঁদার টাকা তোলে।

সারাদেশে লীগে লীগে পড়ে যায় সাড়া,

প্রয়োজনে কিডনী নাকি বেঁচে দেবে তারা।:):):)

পেটের শিশুটিও কান করে খাড়া,

ভুমিষ্ট হয়ে বলে একোন ফাড়া।X((X(X((





ফেসবুক থেকে সংগৃহিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

বাউন্ডুলে শামীম বলেছেন: কি লিখলেন ভাই ?
পুরাই অস্থির

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আমি লিখি নাই ভাই, ফেসবুক থেকে সংগৃহিত।

তবে বাঙ্গালীর ক্রিয়েটিভিটিতে আমি মুগ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.