নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা.......

.............সুন্দর দিনের আগামী।

মো: আজিজ মোর্শেদ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........

মো: আজিজ মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

দেখুন দেশের অবস্থান- মেয়ে হয়ে মেয়ে কে লেলিয়ে দেওয়া হয়!!

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯



***জাহাঙ্গীরনগরইউনিভার্সিটি****



মাথার মধ্যে আগুন জ্বলছে। অক্ষমতায় সমস্ত হাত পা কাপছে।

আমি নিশ্চিত স্ট্যাটাস টি পড়ার পরে আপনার মাথার মধ্যেও আগুন ধরে যাবে।



সবার দৃষ্টি আকর্ষন করছি।

ফেসবুকের এক ভাই একটু আগে মেসেজ দিলেন। পুরো মেসেজ টা এখানে তুলে দিচ্ছিঃ "ভাই, আপনার কাছে একটা হেল্প চাই।



জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার এক বোন (কাজিন) আজ প্রথম ক্লাস করতে গেছে, আইটি ডিপার্টমেন্টে, ফার্স্ট ইয়ার।



ভাই! বোনটা আমার সারাদিন কাঁদল, কাঁদল আমার খালা...

কিছুই করতে পারলাম না ভাই!

ও জাহানারা হলে থাকে।

ওর ডিপার্টমেন্টের বড় আপুরা ওকে ডেকে শারিরীক এবং মানসিক ভাবে লাঞ্চিত করে আধমরা করে দিয়েছে।



ওর বড় আপুরা ওকে বলেছে ক্লাসের বড় ভাইদের কাছে গিয়ে তোমার ব্রেস্টের মাপ দিয়ে আসো...ভাই ! সব বলতে পারছিনা।



কাল ঐ বড় আপুরা সবাইকেই হলে থাকতে বলেছে, হল ছাড়া যাবেনা। আজ নাকি ওরা কেবল মাংস

"ধুইছে", কাল "কশাবে"!



ভাই, আমাদের প্রভাবশালী কোনো মামা/খালু নেই। আপনি তো ব্লগে লিখেন, এত বড় একটা গ্রুপ

চালান- আপনি চাইলে হয়ত কিছু করতেও পারেন। আপনার ও বোন আছে, দয়া করে একজন ভাই হিসাবে একটু হেল্প করেন ভাই..."



ক্লাসের প্রথমদিন নতুনদের উপর ৱ্যাগিং নতুন কিছু নয় । প্রথমে ৱ্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে।



খবরের কাগজে/ব্লগে এগুলো নিয়ে পড়তে পড়তে অনেকের কাছে হয়ত ডাল-ভাতের মত হয়ে গেছে ব্যাপার টা।



কিন্তু মনে রাখুন- আজ অন্য কারো বোন লাঞ্ছিত হচ্ছে,কাল

হতে পারে আপনার বোন/আত্নীয় টিও। ফ্রেন্ডলিস্টের সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যে যেভাবে পারেন প্লীজ হেল্প করেন!



আপনাদের ফ্রেন্ডলিস্টে জাহানীরনগর ইউনিভার্সিটির কেউ থাকলে প্লীজ এগিয়ে আসুন।

আগামীকাল ঐ বোনটির লাঞ্ছিত

হওয়া যেভাবে পারেন বন্ধ করেন।

আর একটি মেয়েও যেন লাঞ্ছিত না হয়, আর একটি মেয়ের স্বপ্ন যেন অঙ্কুরেই শেষ না হয়ে যায়।



[দয়া করে সবাই লাইক না দিয়ে শেয়ার করুন। এতে হয়তো বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের দৃষ্টিতে পরতে পারে।]



[সংগৃহীত]

দেখুন দেশের অবস্থান- মেয়ে হয়ে মেয়ে কে লেলিয়ে দেওয়া হয়!!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

রাইসুল নয়ন বলেছেন: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার পরিচিত কেউ নেই তাই আমার ছোটো বোন চান্স পাওয়া সত্ত্বেও ভর্তি করিনাই,
ঐ সব সিনিয়র মেয়েরা এতো খারাপ যে বলার বাইরে ।

কুত্তার বাচ্চাগুলারে নেড়া কইরা মাতায় আলকাতরা দিতে মন চায় X( X( X( X(

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আমার ছোট ভায়ের যখন ইউনিভার্সিটির এ্যাডমিশন পরীক্ষা দেবার সময় হল তখন ওকে বলছিলাম জাহাঙ্গীরনগর বাদে অন্য যে কোন ভার্সিটির ফরম তুলতে পারবে।

ভাবতে খুব খারাপ লাগে, এত সুন্দর নামকরা একটা ভার্সিটির অধিকাংশ ছেলে-মেয়ের নৈতিকতা এ পর্যায়ের।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

বিডি ফুল বলেছেন: এই সব জানোয়ারদের বিরুদ্ধে কিছু করার কি কিছু নাই??

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আমাদের উচিৎ মানুষকে সচেতন করা। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিৎ এসকল অপকর্ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

নীড় ~ বলেছেন: হুদাই, কিছু মানুষ রগরগে ঘটনা বানিয়ে, পড়ে বা শুনে মজা পায়।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আপনার কি মনে হয়??? জাবিতে এসব কিছু ঘটে না! আমার যে সকল ফ্রেন্ড ওখানে পড়ে তাদের কাছ থেকেও আমার কিছু কিছু ঘটনা জানা আছে।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

সালমা শারমিন বলেছেন: যারা এই সব সাপোর্ট করে বুঝে নিতে হবে তারা বকৃত মস্তিস্কের মানুষ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: কোন সুস্থ্য মস্তিকের মানুষ ৠাগিং করতে পারে না। আমাদের ভার্সিটিতে(মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ভর্তি পরীক্ষার সময় কিছু কিছু ছেলে দল বেধে ক্যাম্পাসে যেত ৠাগ দেবার জন্য। এ নিয়ে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। আর জাবির কথা তো বলাই বাহুল্য। বিশ্ববিদ্যালয় প্রসাশন কঠোর না হলে এটা বন্ধ করা প্রায় অসম্ভব।

কিছু কিছু .......আবার এটার পক্ষে কথা বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.