নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা.......

.............সুন্দর দিনের আগামী।

মো: আজিজ মোর্শেদ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........

মো: আজিজ মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

শিশুদের রাজনৈতিক শিক্ষা

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

শিশুদের রাজনৈতিক শিক্ষা।

সকল প্রশ্নের মান সমান (১০ নম্বর)



শিশুদের জন্য প্রশ্ন



প্রশ্ন ১ঃ যোগ করা-

দিনাজপুরে ৬ জন বগুড়ায় ১২ জন, রজশাহীতে ৪ জন, সিরাজগঞ্জে ২ জন ও গাইবান্ধায় ৩ জন পুলিশ মারা গেলে মোট কত জন মারা গেল?



প্রশ্ন ২ঃ বিয়োগ কর-

এটি থানায় ২০ জন পুলিশ কাজ করেন। জামাত শিবিরের সাথে সহিংসতায় ৩ জন মারা গেলে কয়জন পুলিশ বেচে থাকে?



একটু বড় ক্লাসের জন্য



প্রশ্ন ২ঃ ব্যাক্ষা কর-

সহিংসতায় কোন ব্যক্তি বা পুলিশ যদি মারা যায় এবং সে যদি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয় তাহলে এই মৃত্যুতে ঐ পরিবারের উপর কি প্রভাব পড়তে পারে।



প্রশ্ন ৩ঃ ব্যাক্ষা কর-

রাজনৈতিক সহিংসতায় কোন ব্যক্তি বা পুলিশ মারা গেলে ঐ ব্যক্তির পরিবারের দায়ভার উক্ত রাজনৈতিক দলের বা সরকারের নেওয়া উচিত কিনা?



অথবা,

এই মৃত্যুতে ঐ রাজনৈতিক দল বা সরকারের কিছু যায় আসে কিনা?



প্রশ্ন ৪ঃ আলোচনা কর-

জনগনের এই মূহুর্তে কি করা উচিত?

১. রাজনৈতিক নেতাদের গণধোলাই দেওয়া।

২. সবাই মিলে এদরকে বয়কট করা

৩. বঙ্গোপসাগরে ডুবে মরা।







আমাদের রাজনীতিবিদ গণ দেশটাকে সুন্দর করে সাজাবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের জন্য তারা কি রেখে যাচ্ছে?

আপনাদের সবার কাছে আমার প্রশ্ন???



বিঃ দ্রঃ- বঙ্গবন্ধু ও শহীদ জিয়া সহ আরও অনেক রাজনীতিবিদ ছিলেন যাদেরকে আমি সন্মান করি। এখন রাজনীতিবিদদের মাঝেও হয়তো কিছু ভাল লোক আছে। কিন্তু সন্মান জানানোর জন্য খুজতে গেলে পাই না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

বাগসবানি বলেছেন: সাধারণ জ্ঞান -
কোন ব্যক্তি কোনো টেকনোলজী ইউজ না করে একবিংশ শতাব্দীতে চাঁদে গমন করিয়াছেন ?

০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৬

খাটাস বলেছেন: অতি ভাল প্রশ্ন পত্র। এই প্রশ্ন দিয়ে খাচায় ভরা ছাগু বাপ দের পরীক্ষা নেয়া হোক। ভাল করলে ও মেশিন, খারাপ করলে ও মেশিন। :-< :-< :-< :-< :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.