নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা.......

.............সুন্দর দিনের আগামী।

মো: আজিজ মোর্শেদ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........

মো: আজিজ মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

জানতে চাই???

০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০০

ইয়াকুব (আঃ) এর গোষ্ঠী থেকে বিবর্তিত যে হয়ে নামটি আসছে তা হল জ্যাকব।

দাউদ (আঃ) এর গোষ্ঠী থেকে বিবর্তিত হয়ে যে নামটি আসছে তা হল ডেভিড।

ইসহাক (আঃ) এর গোষ্ঠী থেকে বিবর্তিত হয়ে যে নামটি আসছে তা হল আইজ্যাক।

মিকাইল (আঃ) এর থেকে বিবর্তিত হয়ে নামটি যে আসছে তা হল মিখাইল(রাশিয়া) বা মাইকেল।

ইব্রাহিম (আঃ) এর গোষ্ঠী থেকে বিবর্তিত হয়ে যে নামটি আসছে তা হল আব্রাহাম।





এ ব্যাপারে আমি কোন রেফারেন্স দিতে পারবো না আর আমি ব্যাপারটা শিওর জানিনা। আপনাদের মতামত কি? তথ্য যেটাই হোক জানাবেন দয়া করে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৫

ডাব্বা বলেছেন: নুহ আলাইহেওয়াসাল্লাম থেকে নোয়াহ। জিব্রাইল থেকে গ্যাব্রিয়েল। ইউসুফ (আঃ) থেকে জোসেফ, আইয়ুব (আঃ) থেকে জব, মুসা (আঃ) থেকে মোজেস,হারুন(আঃ) থেকে অ্যারন, সুলাইমান (আঃ) থেকে সলোমন, ইলিয়াস (আঃ) থেকে এলিয়াস, ইউনুস(আঃ) থেকে জোনাহ, জাকারিয়া(আঃ) থেকে যেকারিয়াহ, ইয়াহিয়া(আঃ) থেকে জন (John)।

এই নামগুলো খ্রীস্টান বা ইহুদী সবার কাছেই কমন। এই তিন ধর্মের উৎপত্তি একই উৎস থেকে।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ, আরও কিছু জানতে পারলাম।

জাবালুত তারিক থেকে জিব্রাল্টার।
আল হাসান থেকে আল হ্যাজেন।

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৩

তারিকুল ঐক্য বলেছেন: আদম(আঃ) থেকে অ্যাডাম, ইসমাঈল(আঃ) থেকে সামায়েল (সম্ভবতঃ),
ইলিয়াস(আঃ) থেকে জশ।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ, আরও কিছু জানতে পারলাম।

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩

অশান্ত পৃথিবী বলেছেন: Mathar upre dia gelo

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১১

হোমারদা বলেছেন: ইসলাম ও খ্রিষ্টান একই মানুষকে নির্দেশ করছে শুধু উচ্চারণের একটু ভিন্নতা।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধর্মের মালিক তো একজনই।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

ব্লগার রানা বলেছেন: আল্লাহ তায়ালা: জোহোভা/ ইলোহিম.।
যাকারিয়া: সখরিয়া

৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

ব্লগার রানা বলেছেন: আর ভাই এগুলা ওনাদের নাম । কোনো গোষ্ঠী না ।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪

মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.