![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........
মুক্তচিন্তা বা মুক্তমনা বা মুক্তবুদ্ধি বলতে কি কিছু আছে???
আমার মতে সমাজের সবার ভালোর জন্য সবাইকে কম বেশি নিয়মনীতি মেনে চলতে হয়। আর যেখানেই নিয়মনীতি আছে সেখানে মুক্তচিন্তা বা মুক্তমনা বা মুক্তবুদ্ধি বলতে কিছু থাকতে পারে না। আমাদের সবার স্বার্থেই আমাদের কিছু নিয়ম নীতি বা শৃঙ্খলার মধ্য দিয়ে যেতে হয়। তাই আমি নিজেকে সংকীর্নমনা মনে করি বা শৃঙ্খলিত মনে করি, আমার স্বার্থে।
তবে মুক্ত চিন্তাবিদদের কাছে আমার কিছূ প্রশ্ন আছে-
১. আপনি কি নিজের মায়ের বা বোনের (মেয়ে হলে বাবা বা ভায়ের) সাথে যৌন সম্পর্ক স্থাপনের চিন্তা করতে পারেন বা প্রস্তাব দিতে পারেন???
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
২. আপনি কি চিন্তা করতে পারেন যে আপনি আপনার পরিবারের সবাইকে হত্যা করবেন?
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
৩. আপনি কি চিন্তা করতে পারেন শেখ হাসিনা বা খালেদা জিয়ার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে এবং তা প্রকাশ করতে???
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
৪. আপনি কি পারেন আপনার দেশের বিরূদ্ধে ষড়যন্ত্র করার কথা চিন্তা করতে??
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
৫. আপনি কি পারেন পারেন অন্যায়ভাবে অন্যের সম্পত্তি হস্তগত করার কথা চিন্তা করতে এবং কাজটি করতে।
৬. আপনি কি কোন অসহায় মেয়েকে বা কোন মেয়েকে ধর্ষনের কথা চিন্তা করতে বা কুকর্মটি করতে???
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
এরকম আর অনেক কথা বলা যায়। তাই আমার মতে, মুক্ত চিন্তা বলতে মানুষের জন্য কিছু নাই। আমি সংর্কীন মনা হিসাবে ভাল আছি।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৫
মো: আজিজ মোর্শেদ বলেছেন: মুক্তচিন্তার সাথে চিন্তা ( বিবেক বা বিবেচনা) আছে।
সহমত।
মস্তিকে যে ভাবনা জাগে তাকেই তো চিন্তা বলে। যদিও আমার পয়েন্টগুলো খুব রূঢ়, তবে একথা তো সত্য যে মুক্ত চিন্তা বলে আদপে কিছু থাকা সম্ভব নয়।
যেমন আপনি নারী শিক্ষা বিষয়ে যদি ক্থা বলেন বা চিন্তা করেন তাহলে এটাকে মুক্ত চিন্তা না বলে সুন্দর চিন্তা বা ভাল চিন্তা বলাটাই আমার মতে শ্রেয়।
যারা কোরান শরীফকে আহাম্মকপিডিয়া বা আয়েশা (রাঃ) কে আয়েশা টাকিয়া বা হেরা গুহাকে নারীর যৌনাঙ্গের সাথে তুলনা করে কথা বলে আর দোহাই দেয় মুক্তচিন্তার তাদের জন্য আমার এই কথাগুলো বলা।
ধন্যবাদ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৯
নষ্ট ছেলে বলেছেন: আপনি দেখি আসল সংজ্ঞা জানেন না। ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলাকে মুক্ত চিন্তা হবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৭
মো: আজিজ মোর্শেদ বলেছেন: আসলেই ভাই, বড় ভুল হয়ে গেছে। আমরা তো আর ওনাদের মত অত জ্ঞানী(!) নই। তবে একটা কথা বিশ্বাস করি যে দূর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০০
বুনোগান বলেছেন: যে ৬টি পয়েন্টের কথা আপনি বললেন সেটা তো আপনার মাথার চিন্তা থেকেই এসেছে! কোন মুক্তমনার কোন লেখা থেকে আপনি ঐ গুলোর রেফারেন্স দিতে পারবেন না। আপনাদের কাজই হল সত্যকে বিকৃত করা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৭
সাদাকালোরঙিন বলেছেন: মুক্তচিন্তার সাথে চিন্তা ( বিবেক বা বিবেচনা) আছে । আপনার পয়েন্টগুলো চিন্তা না বরং গাধামী। তাই আপনি সংকীর্ন গাধা।