নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা.......

.............সুন্দর দিনের আগামী।

মো: আজিজ মোর্শেদ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........

মো: আজিজ মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কি- খায় না পিন্দে?

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫

ব্লগ হয়ে গেছে আজ একটা নিষিদ্ধ জায়গা। ব্লগাররা আজ নাস্তিকতা অপবাদে দুষ্ট। এজন্য দায়ী কারা???

ব্লগ কি জিনিস এটা অনেক শিক্ষিত লোকেরাই জানেনা আর মাদ্রাসার এই ছাত্র বা শিক্ষকেরা কি জানবে।

আমি কিছু ঘটনা একটু সাজাই-

১. রাজাকারের ফাসির দাবিতে ব্লগারদের আন্দোলন- ঠিক আছে।

২. ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি-হুজুরেরা কিছুটা চিন্তিত হল যে এখানে আসলে কি হচ্ছে (পরে অবশ্য আন্দোলনকারীরা সরে এসে জামাত নিষিদ্ধের দাবি জানায়)।

৩. আস্তে আস্তে জানা যায় যে শাহবাগে বেশ কিছু ইসলাম বিদ্বেশী নাস্তিক আছে এবং আন্দোলনটি বামদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তখন থেকে এই সব নাস্তিকেরা ইসলাম নিয়ে কি কি লিখেছে তা প্রকাশ পেতে থাকে সাধারন মানুষের কাছে। গণজাগরন মঞ্চ থেকে বলা হয় যে তারা ধর্মের বিরূদ্ধে নয়। এ পর্যন্ত ঠিক ছিল এবং গুটি কয়েক ইসলাম বিদ্বেশী নাস্তিকদের শাস্তি দাবি করা হয়।

৪. সরকার চাপে পড়ে কিছু নাস্তিক ব্লগার গ্রেফতার করে। এই গ্রেফতারের প্রতিবাদ জানায় গণজাগরন মঞ্চ এবং প্রায় সবকটি ব্লগ ব্লাক আউট হয়ে যায়। এখান থেকে ঢালাওভাবে গণজাগরন মঞ্চ এবং ব্লগারদের নাস্তিক হিসাবে প্রচারনা চাল‍ান হয় (এর বেশ কিছু আগের থেকে খালেদা জিয়া অবশ্য শাহবাগীদের নাস্তিকের আন্দোলন বলে আখ্যায়িত করেন)।

৫. এই ক্ষেত্রে কি গন জাগরন মঞ্চ বা ব্লগ মালিক কি বলতে পারতেন না যে যারা ইসলামের বিরূদ্ধে খারাপ কথা লেখে তাদের শাস্তি হোক বা অন্যান্য সাধারন ব্লগার কি রাস্তায় এসে এটার প্রতিবাদ করতে পারতেন না। দোষ তো আমাদের যে হেফাজতে ইসলামকে আমরা এই পর্যন্ত আসতে দিয়েছি।

৬. লংমার্চের দিন ঘনিয়ে আসলো। নাশকতাগণজাগরন মঞ্চ, ঘাদানিক, সে ক ফোর আশংকা করে হরতাল দিল এবং সরকার সেই হরতালে সর্বাত্মক সহায়তা করলো। সরকার এই হেফাজতে ইসলামের আন্দোলনে বাধা দেওয়া ফলে হেফাজতের নেতাকর্মীদের নিকট তারা নাস্তিকের সহায়তা কারী হিসাবে নাস্তিক বলে আখ্যায়িত হয়ে গেল ঢালাও ভাবে।

৭.সবশেষে নাশকতাগণজাগরন মঞ্চ, ঘাদানিক, সে ক ফোর আশংকাকে ভুল প্রমান করে সবাইকে অবাক করে দিয়ে তারা শান্তিপূর্ণভাবে (কিছু ঘটনা ছাড়া-যে পরিমান জনসমাগম সেই হিসাবে তেমন মারাত্মক কিছু না) আরও কিছু কর্মসূচী ঘোষনা দিয়ে ফিরে গেল।



পরিশেষে বলা যায়, কুলাঙ্গার সবখানে থাকে। ব্লগেও ছিল, কিন্তু তাদেরকে সব সময় বেশি হাইলাইট করা হয়েছে। ব্লগে কি তাদের থেকে ভাল ব্লগার কেও ছিল না? আমি তো ধর্ম সম্পর্কে অনেক কিছু ‍শিখছি এই ব্লগ থেকে। আমি মনে করি ব্লগ জ্ঞান চর্চার জন্য খুব সুন্দর একটা প্লাটফর্ম। স্বীকার করি এই সব নাস্তিক ব্লগার অনেক জানে এবং ভাল ব্লগার কিন্তু দূর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য।



আসুন ব্লগে সুস্থ ব্লগিং করি, মেধার বিকাশ ঘটাই। সবাইকে সন্মান জানাই নিজেও ভাল থাকি। সকল ধর্মপ্রাণ মানষের এই দেশে আমরা শান্তিতে থাকি সবাই মিলে।



আমি ব্লগে নতুন, কোন ভূল হলে ক্ষমাপ্রার্থী।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার মতামতটা এখানে, একটু দেখুন দয়া করেঃ

প্রসংগঃ ব্লগার = নাস্তিক, এই অপপ্রচারের দ্বায়ভার কার??

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আগেই আপনার লেখা দেখেছি।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

বাংলাদেশী দালাল বলেছেন:

অনেক সুন্দর গোছান লেখা আপনার।





ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫

গোধূলী রাত বলেছেন: ভালো লাগলো।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

আদনান মাননান বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.