![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........
হেফাজতে ইসলামের পাঁচ তারিখের সমাবেশে সারাদিন পুলিশ মঞ্চের ধারের কাছেও যেতে পারলোনা। অথচ রাতে লাইট টিভি বন্ধ করে কি এমন কাজ করলো যে সমস্ত হুজুরেরা ঘুম বাদ দিয়ে পাগলের মত ছুটতে শুরু করলো???
আমার মনে হয় পুলিশ যেয়ে ক্যাতুকুতু দেওয়াতে সবাই দৌড় দিছিল। পুলিশের ক্যাতুকুতু বলে কথা। আপনার কি মনে হয়??
০৯ ই মে, ২০১৩ সকাল ৮:৪৮
মো: আজিজ মোর্শেদ বলেছেন: সরকার কি হেফাজতের উত্থানের জন্য কোনভাবেই দায়ী ন্য়। নাস্তিকদের ধরে শাস্তির ব্যবস্থা করলে হয়তো ঘটনা এতদুর গড়াত না।
২| ০৯ ই মে, ২০১৩ রাত ৩:০১
মোঃ উরমান বলেছেন: এমন গনতান্ত্রীক দেশে কেন জন্ম নিলাম।
০৯ ই মে, ২০১৩ সকাল ৮:৫০
মো: আজিজ মোর্শেদ বলেছেন: দেশটা খুব সুন্দর ভাই। এ দেশটাকে খুব ভালবাসি। তবে বেশিরভাহ মানুষেরই অন্তরটা পচে গেছে। প্রায়ই সে গন্ধ পাই।
৩| ০৯ ই মে, ২০১৩ রাত ৩:৩৭
দুরন্ত সাহসী বলেছেন: এতটা রসিকতা করার কিছুই নেই,
একটা কথা মাথায় রাখতে হবে যারা মৃত্যুকে ভয় পায়না তারা পঙ্গুত্বকে ভয় পায় বেশি।
দিনে আমি সাহসী সেই রাস্তায় অবলীলায় হেটে বসে থাকতে পারি বা পারবো রাতে ততখানি আমাকে দিয়ে হবেনা,আমরা মানুষ মাত্র সবাই জানি রাত সব সময়ের জন্য আতংকের।এই মনস্তাত্বিক বিষয়টাই বেশি কাজে লাগিয়েছে পুলিশ সহ অন্যান্যরা।
আরেকটা কথা হলো দিনের বেলায় হেফাজতের বাইরেও কিছু সাধারণ ধর্মপ্রান মানুষের আকাগোনা ছিলো সেখানে,কেউ আল্লাম শফিকে ব্যক্তিগত ভাবে পছন্দ করেন বলে দোয়া দাওয়া বিষয়টা মাথায় রেখে সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন,কিন্তু রাতের বেলায় নিতান্তই কট্টর হেফাজতি ছাড়া আর কেউ সেখানে বসে ছিলোনা বা থাকবেনা বলেই বিশ্বাস।
এই এ্যকশানটা যদি রাতে না হয়ে দিনে হতো তাতে কিছু পথিক বা উৎসুক জনতা কিংবা অন্য রাজনীতির মানুষ গুলো জড়িয়ে পরতো।সেই দিকটা মাথায় রেখে এমন কাজটা দিনে সম্ভব ছিলোনা,।
আরেকটা কথা যা শুরুতেই বলেছি পুলিশ সারা দিনে এইটা বুঝেছে এই দল সরাসরি বুক পেতে দিতে ভয় পায়না তবে শারীরিক অঙ্গহানী তারা চায়না।তাই এদের কে মৃত্যুর চেয়ে ভয় দেখানোটাই কাজে দিবে বলেই মনে করেছিলেন।
সাধারণত দিনের বেলায় যে কোন আক্রমণ চোখে দেখা যায় এবং নিজেকে তার বিপরীতে তৈরী করাও যায়,কিন্তু রাতে তা সম্ভব হয়না,সঙ্গত কারণে রাতে যে কোন কৌশল কাজে লাগানো সহজ হয়,ছাড় দিকে অন্ধকার এমন মুহুর্ত যদি শত্রুপক্ষ ঘিরে ফেলে তখনি মানুষ অন্ধের মত হাতরাতে গিয়ে মনস্তাত্বিক ভাবে দুর্বল হয়ে যায় তার উপর দুর দেশ থেকে আসা মানুষ গুলোর সারাদিনের ধকল তো আছেই।রাতে বেলায় দুর্বল দেহ মন নিয়ে এতটা শক্তিশালী তারা হতে পারেনি যতটা দিনের বেলায় ছিলো।
যখন গরম স্পাসি পানি,টিয়ার গ্যাশ,রাবার বুলেট,সাউন্ড গ্রেনেড,ইত্যাদি বিষয় গুলো অন্ধকারে সবাইকে ঘিরে ফেলেছে তখনি নিজেকে কেউ টিকিয়ে রাখতে পারেনি,সভাবতই সবাই নিরাপদ দুরত্বে নিয়ে গেছে,এবং ওরাও বুঝে গেছে যে তারা মরবেনা কিন্তু পুলিশ কর্তৃক নির্যাতন ও পঙ্গুত্বের শিকার হবে,এবং তাদের বেঁচে থাকতে হবে পরে আন্দোলনের জন্য বলেই তারা তাৎক্ষনিক ভাবে সরে গেছে।
আরেকটা বিষয় আমি খেয়াল করলাম- যদি নির্বিচারে গুলি চালানো হতো তাহলে যারা বেঁচে গিয়ে সরে যাচ্ছিলেন তাদের মধ্যে সেই ধরণের কোন শোক বা ক্ষোভ উৎকন্ঠা বা কোন রকম অস্থিরতা দেখা যায়নি,আর তারা চাচা আপন যান বাঁচা ধরণের মানুষ নয়,সহ যোদ্ধাকে বাঁচাতে না পারলেও তার মৃত্যুতে অন্তত আত্মচিৎকার টুকু থাকবেনা এতটা দুর্বল তারা নয়।
সব কিছু মিলিয়ে আমার যা মনে হয় ঐদিন এত বড় বেশি হত্যাযজ্ঞ হয়নি যা মানুষ ভাবছে।
আপনাকে ধন্যবাদ
০৯ ই মে, ২০১৩ সকাল ৯:১১
মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আমি রসিকতা করিনি, রসিকতার আড়ালে কঠিন প্রশ্ন করেছি। যদি কোন মানুষ মারা যায় তবে সেটা আমাকে কষ্ট দেয়। সেটা যে দলেরই হোক না কেন বা যে মতেরই হোকনা কেন(শুধু ইসলাম বিদ্বেশী শুয়োরগুলো বাদে আর যারা যেকোন তর্মিও প্রতিষ্ঠানে ভাংচুর চালায়)।
০৯ ই মে, ২০১৩ সকাল ৯:১৫
মো: আজিজ মোর্শেদ বলেছেন: টিভি চ্যানেল কেন বন্ধ করে দিল? এটার যদি কোন ব্যাক্ষা দিতেন? সমস্ত চ্যানেলের লাইভ প্রোগাম বন্ধ করে দিল সন্ধ্যা থেকে।
৪| ০৯ ই মে, ২০১৩ ভোর ৫:২২
মরু বালক বলেছেন:
আশরাফ সাহেব বললেনঃ ঢাকা না ছাড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
..
..
আর পুলিশ বিজিবি শুধু (কঠোর) কাতুকুতুই ... দিলো !!!!!
০৯ ই মে, ২০১৩ সকাল ৯:২০
মো: আজিজ মোর্শেদ বলেছেন: যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা। কেও মরে গেলে তার ফ্যামেলি বোঝে কি জ্বালা। এটা লীগের, দলের, জাপার, জামাতের নেতাও বোঝেনা.......
৫| ০৯ ই মে, ২০১৩ সকাল ৭:৪৯
বোকা_ছেলে বলেছেন: মরু বালক বলেছেন:
আশরাফ সাহেব
বললেনঃ ঢাকা না ছাড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
..
..
আর পুলিশ বিজিবি শুধু (কঠোর) কাতুকুতুই ... দিলো !!!!!
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ রাত ২:৫৬
অমৃত সুধা বলেছেন: বিএনপি-আওয়ামী লীগই হেফাজত উত্থানের কারণ
http://dhakajournal.com/?p=6597