![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........
এই ছবিটার জন্যেই কি মহান মুক্তিযোদ্ধারা আমাদের এই দেমের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন।
আমাদের জন্য পাকিস্তান হয়ে থাকাটাই কি ভাল ছিল না??? তাহরে অন্তত সান্তনা পেতাম এই ভেবে যে পরের হাতে মার খাচ্ছি। এখন কি ভেবে সান্তনা দিব নিজেকে! লিমন ও তার মাকে!!!
শালার শিবির আর বি এন পি, হরতাল ডাক না এটাকে ইস্যু করে।
......... আওয়ামী লীগ, তোদের স্বাধীনতার চেতনা এখন কোথায়?
শালার নীতিকথার বামদল,তোরা এখন কোথায়?
আইন শুধু বড়লোক আর ক্ষমতাবানদের জন্য, গরীবদের জন্য নয়। আমি শিওর, বঙ্গবন্ধু , জিয়াউর রহমান আর মুক্তিযুদ্ধের সব নেতারা বেচে থাকলে আবার যুদ্ধের ডাক দিতেন পাকিস্তান হবার জন্য।
কবে স্বাধীন হব???
২| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৫:০২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই ঘটনাটা কি? ছবি দেখে বুজতে পারলাম না।
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭
মো: আজিজ মোর্শেদ বলেছেন: সরি ভাই। ছবিটা লিমন ও লিমনের মায়ের। ঝালকাঠির লিমন. র্যাবের গুলির কারনে যার একটা পা কেটে ফেলতে হয়।
গতকাল তার রিরুদ্ধে আর একটি মামলা করা হয়েছে। লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছে মহামান্য(!) আদালত।
খবর: Click This Link
৩| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৫:৩৩
জগ বলেছেন: @মোঃ মাহমুদুর রহমান, ঘটনাটা হইল এত কাহিনীর পরে আবার লিমনের নামে আবার মামলা হইছে
৪| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৫:৩৫
জগ বলেছেন: এই পোষ্টে সুশীল হারামজাদারা ল্যাদাইতে আসলে উষ্টার উপ্রে রাখা হইবে।
৫| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৩৫
পানকৌড়ি বলেছেন: শালার নীতিকথার বামদল,তোরা এখন কোথায়?
বাম দল এখন নৌকায় ।
৬| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫০
বাংলার হাসান বলেছেন: ভাই ঘটনাটা উল্লেখ করে দিলে ভাল হয়।
সবার বুঝতে সুবিধা হতো। এখন শুধু ছবি দেখে আর আপনার লেখা পড়ে কেউ কিন্তু মূল ঘটনা কি কিছুই বুঝবে না।
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮
মো: আজিজ মোর্শেদ বলেছেন: সরি ভাই। ছবিটা লিমন ও লিমনের মায়ের। ঝালকাঠির লিমন. র্যাবের গুলির কারনে যার একটা পা কেটে ফেলতে হয়।
গতকাল তার রিরুদ্ধে আর একটি মামলা করা হয়েছে। লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছে মহামান্য(!) আদালত।
খবর: Click This Link
৭| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৩
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমরা স্বাধীনতা চাই । ............... তথাকথিত সকল রাজনীতিবিদ দের হাত থেকে মুক্তি চাই । বাঁচার মত বাঁচতে চাই ।
৮| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:১৩
মোঃ মামুনুর রশীদ বলেছেন: Click This Link
৯| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:১৮
সুইট টর্চার বলেছেন: খালি গালীগালাজই করে গেলেন, ঘটনাটা কি বলে গেলেন না................
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮
মো: আজিজ মোর্শেদ বলেছেন: সরি ভাই। ছবিটা লিমন ও লিমনের মায়ের। ঝালকাঠির লিমন. র্যাবের গুলির কারনে যার একটা পা কেটে ফেলতে হয়।
গতকাল তার রিরুদ্ধে আর একটি মামলা করা হয়েছে। লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছে মহামান্য(!) আদালত।
খবর: Click This Link
১০| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:২৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: জগ বলেছেন: @মোঃ মাহমুদুর রহমান, ঘটনাটা হইল এত কাহিনীর পরে আবার লিমনের নামে আবার মামলা হইছে
১১| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।
১২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৬
ভিটামিন সি বলেছেন: এটাই জনগনের প্রতি আইন এবং আদালতের সু-শাসন।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১
মো: আজিজ মোর্শেদ বলেছেন: একদিন ঝড় থেমে যাবে,
পৃথিবী আবার শান্ত হবে।
বসতি আবার উঠবে গড়ে,
আকাশ আলোয় উঠবে ভরে।
১৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫১
সাদা রং- বলেছেন: বড় দুঃখের বিষয় আমরা কিছুই করতে পারছি না এ লিমনের জন্য।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
মো: আজিজ মোর্শেদ বলেছেন: আফসোস করা ছাড়া কিছু করার নেই।
১৪| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭
মোল্লা ভাই বলেছেন: vai sadhinota amader jonno na, jara mone korese deshke sadhin kore desh take lote pote khaua jabe tader jonno sadhinota. jeirokom sadinotai goriber jonno nei bichar nai,sompoder sosomo bonton nai abong jiboner nirapotta nai sei rokom sadhinotai ami posrab kori.....
sadhinota orjoner chaite sadhinota rokkha kora kothin..........
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
মো: আজিজ মোর্শেদ বলেছেন: sadhinota orjoner chaite sadhinota rokkha kora kothin..........
১০০% খাটি কথা।
১৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৪
প্যাপিলন বলেছেন: স্বাধীনতা হল আমার মা। অনেক সময় মা সন্তানকে তার ন্যূনতম চাহিদাও পূরণ করতে ব্যর্থ হন, তারপরও মা সন্তানের কাছে মা..ই। আমাদের অনেকের কাছেও মাঝে মাঝে স্বাধীনতা নিষ্ফল মনে হয়, কিন্তু আবার তা ভুলে যাই কারণ স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের মুল্য দিতে স্বাধীনতাকে সফল করার দ্বায়িত্ব আমাদের, তাই মনে যাই হোক সব সময় আশায় বাধি স্বাধীনতার সব সুফল একদিন নিশ্চিত করবো। তাই যত কষ্টই লাগুকনা কেন কখনো স্বাধীনতার চেতনাকে গালি দেইনা, দিতে পারিনা। তারাই দিতে পারে যাদের জিনে অখন্ড পাকিস্তানের প্রতি অগাধ ভালবাসা, বিশ্বাস, প্রেম।
মনে হচ্ছে অতি আবেগের বশে স্বাধীনতার চেতনাকে কুত্তার বাচ্চা নামক গালির সাথে মিশিয়ে ফেলেছেন। খুব খারাপ করেছেন। আবেগকে সামলে শিরোনাম চেঞ্জ করুণ। আর বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস না করলে আপনার শিরোনামটা স্বাভাবিক বটে...
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১
মো: আজিজ মোর্শেদ বলেছেন: ভাই প্যাপিলন:
১. স্বাধীনতা আপনার একার মা না, আমাদের ১৬ কোটি বাংলাদেশীর মা। আমার কথা হল মাকে নিয়ে নয়, সেই মায়ের কিছু কুলাঙ্গার সন্তানদের নিয়ে।
২. নুন্যতম চাহিদা বলতে কি বুঝান আপনি? বাংলাদেশের আজও অনেক লোক তিনবেলা পেট ভরে ভাত খেতে পারেনা, আজও অনেক যুবক বেকার। আমি তো সেই সব নিয়ে কোন প্রশ্ন তুলিনি। আমি একটা আমাদের এই সুন্দর দেশটার সব সমস্যা সমাধান করার ক্ষমতা নেই। তাই বলে লিমনের ব্যাপারটা আপনি নূন্যতম চাহিদার মধ্যে ফেলতে পারেন না। যে সুস্থ স্বাভাবিক ছেলেটা ৠাব এর পুলিতে তার পা হারাল তার প্রতিকার চাওয়াটা নূন্যতম চাহিদার মধ্যে পড়েনা।
৩. ‘আমাদের অনেকের কাছেও মাঝে মাঝে স্বাধীনতা নিষ্ফল মনে হয়, কিন্তু আবার তা ভুলে যাই কারণ স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের মুল্য দিতে স্বাধীনতাকে সফল করার দ্বায়িত্ব আমাদের, তাই মনে যাই হোক সব সময় আশায় বাধি স্বাধীনতার সব সুফল একদিন নিশ্চিত করবো’।
সহমত।
৪. আপনি কোন খানে দেখলেন আমি স্বাধীনতার চেতনাকে গালি দিলাম? বাংলাদেশের রাজনৈতিক দল আর স্বাধীনতার চেতনাকে এক করে ফেলবেন না।
৫. আমার ভিতর পাকিস্তান প্রেম কোথায় দেখলেন। আমি কোথাও বলিনি পাকিস্তান হয়ে থাকলে আমরা ভাল থাকতাম। বরং আমি বলেছি পাকিস্তান আমাদের উপর অত্যাচার চালাত। তবে মনে স্বান্তনা দিতাম এই ভেবে যে আমাদের শত্রুদের দ্বারা আমরা নির্যাতিত হচ্ছি।
৬. ভাই আমি আমার এই দেশটাকে কম ভালবাসি না।
আমার কোন কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি সাধারনত কোন কিছুতেই লিখি না বা পোষ্ট দিই না। ঘটনাটা জানতে পে খুব কষ্ট পেয়েছি তাই এরকম লিখেছি।
ধন্যবাদ।
১৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩১
ধূসর সপ্ন বলেছেন: আমার খলা আম্মারা আগুনে পোড়া পরিবারের বেচে যাওয়া মাইনসের "মা" হইয়া তাগো বিয়া দিবার পারে । আর লিমন বেচারা এতদিন হল হয়রানি হচ্ছে আমার "মা জননীর" চোখেই পড়ে না !!!
হায়রে আমার জননী !!!
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪
মো: আজিজ মোর্শেদ বলেছেন: প্রধানমন্ত্রী ঐ দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে এটা ভাল কাজ। তবে লিমনের ব্যাপারটা উনি খুব সহজেই সমাধান করতে পারতেন। হয়তো এখনো সময় শেষ হয়ে যায়নি।
আশায় আমাদের বাচিয়ে রাখে।
১৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭
অপর্না হালদার বলেছেন: RAB আমার খুব প্রিয় । এদের ছাড়া আর অন্য কারো কাছে আমার নেতার তারেক জিয়ার মেয়ে বিয়া দিতে দিমু না । প্রধান বিরোধী দল এখন ফালুরে নিয়া হজ্বে যাবার প্রস্তুতি নিচ্ছে । আপনারা চুপ থাকেন ।
বর্তমান সরকার খুব খারাপ । আর সবাই খুব ভালো ।
ধন্যবাদ ।
লিমনের এই হয়রানির তীব্র নিন্দা জানাই । এ ছাড়া আমার আর কিছু করার নাই । ধিক্কার জানাই ঐ সকল জানোয়ারদের যারা নিজের স্বার্থের জন্য হরতাল দেয়, নিজের বাড়ী যা ভিক্ষায় পাওয়া, যেখানে বসে নগ্নতার করা যেত অনায়াসে---তা রক্ষার জন্য হরতাল দেয় কান্না করে ।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭
মো: আজিজ মোর্শেদ বলেছেন: ভাই আমি কিন্তু কোন দলের পক্ষে কথা বলিনি। সাধারন জনতা হিসাবে এই ঘটনাটা খুব খারাপ লেগেছে তাই এভাবে লিখলাম।
রাজনৈতিক দলগুলো নিয়ে আমার তেমন কোন আশা নেই।
১৮| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৭
পানকৌড়ি বলেছেন: ধূমর স্বপ্ন বলেছেন, আমার খলা আম্মারা আগুনে পোড়া পরিবারের বেচে যাওয়া মাইনসের "মা" হইয়া তাগো বিয়া দিবার পারে । আর লিমন বেচারা এতদিন হল হয়রানি হচ্ছে আমার "মা জননীর" চোখেই পড়ে না !!!
হায়রে আমার জননী !!!
আপনার অবগতির জন্য বলি, বিয়েটা সর্বপ্রথমে জামায়াতে ইসলামী দিতে চেয়েছিল, প্রধানমন্ত্রী তখন দেখলেন ক্রেডিট তো জামাত নিয়ে গেল তখন তিনি বিয়ের দায়িত্বটা নিজে নেন ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:৫১
আস্তআবাল বলেছেন: