নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা.......

.............সুন্দর দিনের আগামী।

মো: আজিজ মোর্শেদ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........

মো: আজিজ মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

আল্লামা শফীর “তেঁতুল বক্তব্য” সমাচার............

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০

আল্লামা শফীর “তেঁতুল বক্তব্য” সমাচার............



“আল্লামা আহমদ শাহ শফীর বক্তব্য নোংরা ও জঘন্য”-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



“হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি।”



-যদিও এই বিষয়টা নিয়ে লেখার জন্যে অনেকে অনেক আগে থেকেই বলে আসছিলেন তারপরেও এই বিষয়টা নিয়ে লেখার কোন ইচ্ছেই ছিলো না। কারণ এইসব বিষয় যতো এড়িয়ে চলা যায় ততই ভালো। কিন্তু আজকে যখন উপরের সংবাদটি দেখলাম তখন ভাবলাম, এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও লেখা উচিত।



যখন উপরের সংবাদের লিংকটা দেখলাম, তখন কৌতূহল ভরেই সেই ১৭ জন বিশিষ্ট জনের নাম দেখার জন্যে লিংকে ক্লিক করলাম। সেই ১৭ জন বিশিষ্ট জনের প্রায় সবাই স্বঘোষিত নাস্তিক, এক দুই জন হয়তো স্বঘোষিত নাস্তিক না হলেও তারাও ব্যক্তি জীবনে ইসলামের ধার ধারেন না।



যারা আল্লামা শফীর বক্তব্য নিয়ে লাফালাফি করতেছেন, তাঁদের মূল চুলকানি কিন্তু আল্লামা শফীর বক্তব্য নিয়ে নয়। বরং তাঁদের মূল চুলকানি হচ্ছে ইসলাম নিয়ে। ইসলামকে কটাক্ষ করার জন্যে তারা একটা ছুতো পাইছেন এবং এই সুযোগে নিজেদেরকে একটু চুলকায়ে নিচ্ছেন এই আর কি।



-এবার আসি আল্লামা শফীর বক্তব্যে। আল্লামা শফীর বক্তব্যের ভিডিওটা আমি দেখিনি তবে বক্তব্যের প্রিন্ট কপি পড়েছি। হে, আল্লামা শফীর বক্তব্যের কিছু কথার সাথে আমি নিজেও একমত নই। যেমনঃ তিনি মেয়েদের পড়াশুনার ব্যাপারে যেটা বলছেন।



ইসলামে মেয়েদের পড়াশুনা বা জ্ঞান অর্জনের ব্যাপারে কোন বাঁধা নেই। বরং ইসলাম নারী পুরুষ সকলের উপর জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে। তবে এই পড়াশুনা বা জ্ঞান অর্জন এখনকার মতো বেলেল্লাপনা তথা ক্লাসমেট, বয়ফ্রেন্ডের কোলে মাথা রেখে নয়। এই জ্ঞান অর্জন হতে হবে ইসলামের পর্দা প্রথা বজায় রেখে।



দ্বিতীয়ত, আল্লামা শফী নারীদেরকে উপমা স্বরূপ তেঁতুলের সাথে তুলনা করেছেন। আমি বুঝলাম না, এখানে ভুলের কি আছে। হয়তো উপমাটা শুনতে একটু খারাপ শুনায়। আসলে তিনি এটা দ্বারা বুঝাতে চেয়েছেন যে, নারীরা খুব আকর্ষণীয়। সো নারীদের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে।



“নারীরা খুব আকর্ষণীয়”- এই কথা আল্লামা শফীকে বলতে কেন?? এই কথা তো আল্লাহ্‌ তায়ালা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১৪ নাম্বার আয়াতে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে, “তিনি নারীদেরকে পুরুষদের জন্যে আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন”। এখন আল্লামা শফীর তেঁতুল উপমায় যদি নারীদের অবমাননা হয়ে থাকে তাহলে তো আল্লাহ্‌ তায়ালাও নারীদের অবমাননা করেছেন (নায়ুজুবিল্লাহ)।



আজকে যারা আল্লামা শফীর তেঁতুল বক্তব্য নিয়ে ঝড় তুলতেছেন তাঁদেরকে বলিঃ



“ভাইজান/ আপু ,লাক্স চ্যানেল আই সুপার স্টারের নামে সারা দেশের মানুষের সামনে নারীদেরকে উলঙ্গ করে জানি কারা?? বিলবোর্ডের নামে নারীদের উন্মুক্ত বক্ষ রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গিয়ে রেখেছে জানি কারা?? কর্পোরেট নারী নামে নারীদেরকে পন্যের পর্যায়ে বরং এর চেয়েও নিচে নামিয়ে এনেছে জানি কারা??”



-থাক!! আর বেশী কিছু বলতে চাইনা। পরে আবার বলবেন হুজুরের মুখ খারাপ!!!

(সংগৃহিত )

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

মর্গের লাশ বলেছেন: ভালো লিখেছেন।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আমি লিখি নাই। লেখাটা ভাল লাগলো তাই এখানে পোষ্ট করলাম। মূল লেখার সুত্র দেওয়া আছে।
ধন্যবাদ।

২| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

জহির উদদীন বলেছেন: ১৭ জন লেজ বিশিষ্ট ব্যক্তির নাম গুলি একটু দিবেন....
জুতাইতে মুন চায়...

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৪

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আপনার জুতার একটা দ‍াম আছে। এই কথাটা খেয়াল রাখবেন।

৩| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১২

প্রকৃতির প্রতিফলন বলেছেন: ইসলামকে নিয়ে আমার এত চুলকানি কেন?

৪| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

চাঁন মিঞা সরদার বলেছেন: “মাঠে ঘোড়া আর ঘরে বউকে বিশ্বাস নেই”- লিও টলস্টয়

“মেয়েরা সাধারণত এতই খারাপ যে, ভাল এবং মন্দ মেয়ের মধ্যে কোন পার্থক্যই করা যায় না”- লিও টলস্টয়

“কম বয়েসী মেয়েরা হলো রসগোল্লার মত যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে”-শংকর

“পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে তার মাঝে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা”-মেনানডার

“পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা শয়তানের খেলার সামগ্রী, মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু নয়”-নেপোলিয়ান

“ছোট ছোট পা আর মোটা নিতম্ব বিশিষ্ট নারীজাত সন্তান উৎপাদন ছাড়া কোন কাজে লাগেনা”- ম্যাস্কিম গোর্কি।

“গর্ভবতী নারী দেখতে অনেকটা গর্ভবতী পশুরই মতো”-হুমায়ন অজাদ

-নারীদের নিয়ে মহা মনীষীদের উপরের মন্তব্যগুলো পড়ার মনে হইলো আসলেই আল্লামা শফীর ফাঁসি(??) হওয়া উচিত কারণ তিনি নারীদেরকে তেঁতুলের মতো আকর্ষণীয় উপমা দিয়ে মহা অপরাধ করে ফেলেছেন।

আসলে উনার উচিত ছিলো প্রগতিশীল হুমায়ূন আজাদের মতো নারীদেরকে গরু, ঘোড়া, হিংস্র জন্তু জানোয়ার সাথে তুলনা করে উপমা দেয়া!!তাহলেই আমাদের রোকেয়া প্রাচীরা আল্লামা শফীর প্রশংসায় পঞ্চমুখ হইতেন।

......আসুন আল্লামা শফীর ফাঁসির দাবীতে আগামীকাল আমরা রোকেয়া প্রাচী ও সুলতানা কামালদের নেতৃত্বে শাহবাগে বেলুন উড়াই এবং মোমবাতি মিছিল করি!!

--------ফেস বুক থেকে কপি করা।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আপনার লেখাটা ফেসবুকে শেয়ার করলাম।

৫| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

রাফি মানিক বলেছেন: ewkó wk¶vwe` Aa¨vcK Avwbmy¾vgvb, Aa¨vcK wmivRyj Bmjvg †PŠayix, ZË¡veavqK miKv‡ii mv‡eK Dc‡`óv W. AvKei Avwj Lvb, ARq ivq, wkíx KvBqyg †PŠayix, †jLK ˆmq` kvgmyj nK, Wv. Av‡bvqviv ˆmq` nK, Kvgvj †jvnvbx, iv‡g›`y gRyg`vi, iv‡k`v †K †PŠayix, Wv. mviIqvi Avjx, wRqvDwÏb Zv‡iK, A¨vW‡fv‡KU ivbv `vk¸ß, Aa¨vcK ˆmq` gbRyi“j Bmjvg, mvsevw`K Av‡e` Lvb, bvwmgyb Aviv nK wgby I A_©bxwZwe` GgGg AvKvk

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

মো: আজিজ মোর্শেদ বলেছেন: বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, অজয় রায়, শিল্পী কাইয়ুম চৌধুরী, লেখক সৈয়দ শামসুল হক, ডা. আনোয়ারা সৈয়দ হক, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, রাশেদা কে চৌধুরী, ডা. সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারেক, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাংবাদিক আবেদ খান, নাসিমুন আরা হক মিনু ও অর্থনীতিবিদ এমএম আকাশ

৬| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

পরের তরে বলেছেন: ভাল লাগল লিখাটি.........

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ

৭| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

বাংলার আকাশ বলেছেন: সুন্দর সংগ্রহ...

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ

৮| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

পরিবেশ বন্ধু বলেছেন: ইসলাম কারও বাপ দাদার ধর্ম নয় যে তানিয়ে জুয়া খেলায় মজে
নাউযুবিল্লাহ
ধর্ম রাজনীতি এবং সমাজের অনেক উদ্ধে ,
যার বানী সমুহ সয়ং আল্লাহর
বিভ্রান্তি কারী যত বড়ই হোক তারা শয়তানের শামিল , আল্লাহ
এই মহান রমজান মাসে সবাইকে রহমত ও হেদায়েত দিন , আমিন ।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৫

মো: আজিজ মোর্শেদ বলেছেন: সহমত

৯| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

মো ঃ আবু সাঈদ বলেছেন: শফি সাহেবর কথার মধ্যে অশ্লীলতার কিছু দেখতেছি ন...
এই মহান রমজান মাসে সবাইকে রহমত ও হেদায়েত দিন , আমিন

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৩০

মো: আজিজ মোর্শেদ বলেছেন: সহমত।

ধন্যবাদ আপনাকে।

১০| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২

এস আর সজল বলেছেন: "আপনার মেয়েকে কেন দিচ্ছেন গার্মেন্টসে কাজ করার জন্য? চাকরি তো অনেক করতেসেন। আপনি নিজে করতেসেন, আপনার বউ করতেসে,মেয়েরা করতেসে। কিন্তু কুলাইতে তো পারতেসেন না। খালি অভাব আর অভাব। আগের যুগে রোজগার করত একজন, স্বামী। সবাই মিইলা খাইত। এখন বরকত নাই। সবাই মিইলা এতো টাকা কামাইয়াও তো কুলাইতে পারতেসেন না। গার্মেন্টসে কেন দিচ্ছেন আপনার মেয়েকে? সকাল ৭/৮ টায় যায়, রাত ১০/১২ টায়ও আসেনা। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করে তুমি তো জান না। কতজনের সাথে মত্তলা হচ্ছে আপনার মেয়ে তা তো জানেন না। জেনা কইরা টাকা কামাই করতেসে, বরকত থাকবে কেমনে?"


এই জায়গাটা আমাকে একটু বুঝান। কেন বুঝতে চাচ্ছি সেটা আপনি বুঝানোর পরে বলছি। বিনীত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.