![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........
ব্রেকিং নিউজঃ-আল্লামা শফীর “তেঁতুল তত্ত্বে” র পর শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের “লালা ঝরা তত্ত্ব”!!!
শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কিছু সুন্দরী যুবতী মেয়ের সাথে কিছু যুবক ছেলের মুখোমুখি বসে পাঁচ মিনিট কথা বলার উপর বাস্তব রিসার্চ চালিয়ে এই তথ্য প্রদান করেন যে,
“কোন পুরুষ কোন সুন্দরী বা আকর্ষণীয় মেয়ের সংস্পর্শে আসলে ব্রেন স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠাতে থাকে পিটুইটারী গ্ল্যান্ডে, যার ফলে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরিত হতে থাকে বেশি মাত্রায় এবং এর ফলে মুখের স্যালিভা (লালা) বেড়ে যায়।
এ সময় ছেলেদের আচার আচরণেও ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায় যা স্বাভাবিক আচার আচরণ থেকে সম্পূর্ণ ভিন্ন। গবেষণায় অংশ নেয়া মেয়েরা জানান যে, এসময় ছেলেরা নিজেদের এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করে যেন, তারা খুব রোমান্টিক।”-(খবরঃ-ডেইলি মেইল, স্বাস্থ্য পাতা)
-আল্লামা আহমদ শফী, আমরা আপনার কাছে দুঃখিত। আপনি এতো কঠিন সায়েন্টিফিক থিওরীকে কোন গবেষণা ছাড়াই খাস বাংলায় সহজভাবে বুঝিয়ে দিলেন, কিন্তু জাহেলরা বুঝলোই না!!!
আর সুপ্রিয় (!!) রোকেয়া প্রাচী, সুলতানা কামাল আসুন আমরা শিকাগো বিশ্ববিদ্যালয়ের এইসব গবেষকদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানবন্ধন করি!!
সুত্র
২| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫
শহুরে কাউয়া বলেছেন: তেঁতুল পাতা তেঁতুল পাতা
তেঁতুল বড় টক রে
তোমার সাথে প্রেম করিতে
আমার বড় শখ রে
...........................বাংলা সিনেমা থেকে সংগ্রহ ৃত
৩| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯
অচেনা যাত্রী বলেছেন: সিরাম +++
৪| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০
ইজীটক বলেছেন: নিজেই প্রমান করেন দেকবেন , মুখ দিয়া লালা নয় আন্ডার ও্য়ার ভিজে যায়।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩
শহুরে কাউয়া বলেছেন: “কোন পুরুষ কোন সুন্দরী বা আকর্ষণীয় মেয়ের সংস্পর্শে আসলে ব্রেন স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠাতে থাকে পিটুইটারী গ্ল্যান্ডে, যার ফলে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরিত হতে থাকে বেশি মাত্রায় এবং এর ফলে মুখের স্যালিভা (লালা) বেড়ে যায়।