![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........
আমি আসিফ সাহেবের লেখা খুজে খুজে পড়িণা। কোথাও কোন লিংক পেলে তার পর হয়তো মাঝে মাঝে পড়া হয়। উনি অনেক বিষয়ে অনেক জ্ঞান রাখেন এটা অনস্বীকার্য । তবে সেই বিষয়টা কোন ভাল কাজে লাগান কিনা তা বলাই বাহুল্য। সে কারনে প্রায় দেখা যায় ওনার কোন রেখাতে একটা কমন কথা লেখা থাকে। আর তা হল , দূর্জন বিদ্যান হউলেও পরিত্যাজ্য। উনি সাধারন বিশেষ বিশেষ বিষয় নিয়ে লেখেন। এবং সেই লেখা গুলো সাধারনত ব্যতিক্রম ধরনের হয়, মানে এক কথায় উনি সমাজের প্রিচলিত ন্যায় নীতিকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে চলেন। অবশ্য সমাজে পরিবর্তন ঠিক এভাবেই আসে। তবে সেটা কেও যদি ভাল কোন বিষয় নিয়ে পরিবর্তন চায়। যেমন: সতীদাহ প্রথা বিলুপ্তি বা বিধবা বিবাহের প্রচলন ইত্যাদি। কিন্তু নোর রেখাগুরো কেন জানি সব সময় খারাপ দিক গুলোকে ইন্ডিকেট করে।
কয়েকদিন যাবৎ বাংলাদেশের দুইটা মেয়ের সমকামীতা নিয়ে সবাই একটু সরগরম। তাই এই বিতর্কিত বিষয় নিয়ে উনি ওনার ফেসবুকে একটা পোষ্ট ( সমকামিতা প্রসঙ্গেঃ সামাজিক ও ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ মানবাধিকার। ) দিয়েছেন এবং এই লেখাতে সমকামীতার পক্ষে তিনি বিভিন্ন ভাবে সাফাই গেয়েছেন।
ওনার কাভার ফটো
আমি এটা দেখে খুব চিন্তাই পড়ে গেলাম। উনি যদি এভাবেই বিকৃত টপিক নিয়ে সাফাই গাইতে থাকে, তাহলে হয়তো কিছুদিন পরে দেখা যাবে উনি লিখছেন...
মুখ দিয়ে কেন খাদ্য গ্রহন করতে হবে? পায়ু পথ দিয়ে কেন নয়?
খাবার গ্রহনের মূল উদ্দেশ্য যদি শরীরের পুষ্টি চাহিদা প্রদান করা হয়, তাহলে কোন পথে খাবার গ্রহন করলাম সেটা মূখ্য নয়। কারন, শরীরের পুষ্টির ব্যাপারতো মুখের উপর নির্ভরশীল নয়। খাদ্য দ্রব্য পাকস্থলীতে পৌছানোর পর সেখানে পরিপাক ক্রিয়া সংঘঠনের পর পুষ্টি শরীরের বিভ্ন্নি প্রয়োজনীয় অংশে পৌছিয়ে যায়। তাই খাবার যে দিক দিয়েই হোক পকস্থলীতে পৌছালেই হল। যেভাবেই হোক যদি একবার পাকস্থলীতে খাবার পৌছান যায় তাহলেই তো কেল্লা ফতে।
তাই আসুন আমরা নতুভাবে খাবার গ্রহন করা শরু করি। আমি আজই পায়ু পথ দিয়ে খাবার গ্রহন করা শুরু করেছি আপনারাও করেন।
(বি: দ্র:- তরকারীতে অতিরিক্ত ঝাল থাকায় কিঞ্চিত জ্বালা অনুভব করছি। চিন্তা করবেন না, নতুন কিছু করতে গেলে তো বাধা আসবেই। )
---------------------------------------------------------------------------
লেখা এখানেই শেষ।
এই লেখা প্রকাশ হবার পর তার কিছু চ্যালা বলবে,” কি তত্ত্ব(!) দিলেন গুরু। আমরা আজই এটা পালন করবো। কোন বাধা আসলে প্রয়োজনে শাহবাগে আন্দোলন করবো”।
আমার কথা:
সৃষ্টিকর্তা প্রকৃতিগতভাবেই নারী পুরুষ রূপে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক রূপে। অন্যান্য প্রাণী ও উদ্ভিদের মধ্যেও ঠিক একই প্রক্রিয়া বিদ্যমান। এটাই স্বাভাবিক এটাই শ্বাশত।
আমি কোন এক লেখকের লেখায় অনেকদিন আগে পড়েছিলাম। লেখকের নামটি মনে পড়ছে না। উনি বিদেশ গিয়েছিলেন একটা থিসিসের কাজে। তখন এখানে সমকামীদের অধিকার নিয়ে পেপারে লেখা লেখি হচ্ছিল। তখন তিনি যে প্রফেসরের আন্ডারে থিসিস করছিলেন তার কাছে এই ব্যাপারে মতামত চাইলেন। প্রফেসর জবাবে বললেন,” একটা কুকুর বা শুয়োর তার যৌন চাহিদা মেটানোর জন্য তাদের বিপরীত লিংগের নিকট যায়”।
এই স্বাভাবিক জ্ঞানটুকু তাদের আছে। সেক্ষেত্রে এই সমকামীদের ব্যাপরে কি বলার আছে।
সবশেষে, সমাজটা সুন্দর হোক। সকল কলুষতা থেকে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম মুক্তি পাক। আমীন।
২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মো: আজিজ মোর্শেদ বলেছেন: তাহার জ্বলিতেছে আর আপনি মজা লন।
২| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মৌসুমী রহমান বলেছেন: ফালতু একটা। ওর লেখা পড়তেও ঘৃনা লাগে।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭
মো: আজিজ মোর্শেদ বলেছেন: মাঝে মাঝে বিনোদনের খোরাক দেয়।
৩| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
কে এম শিহাব উদ্দিন বলেছেন: কি তত্ত্ব(!) দিলেন গুরু। আমরা আজই এটা পালন করবো। কোন বাধা আসলে প্রয়োজনে শাহবাগে আন্দোলন করবো”।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯
মো: আজিজ মোর্শেদ বলেছেন: ঝাঝাল খাদ্য গহনজনিত কারনে ইনার পশ্চাৎদেশ জ্বলিতেছে, আর আপনি হাসিতেছেন। এটা মানবাধিকারের দারুন লংঘন।
৪| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
বাংলার হাসান বলেছেন: সমাজটা সুন্দর হোক। সকল কলুষতা থেকে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম মুক্তি পাক।
২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মো: আজিজ মোর্শেদ বলেছেন: এই আশা নিয়েই বেচে আছি।
৫| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
বিডি আমিনুর বলেছেন: জেলখানায় গিয়ে ডিম্ব খাওয়ার পর মগাচিপ নতুন টপিক আবিষ্কার করেন !!
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫
মো: আজিজ মোর্শেদ বলেছেন: এই পদ্ধতিতে খাবার বুদ্ধি উনি ওখান থেকেই পেলেন কিনা?
৬| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
আলোর আলো বলেছেন: শুয়োর যতই নিকৃষ্ট হোক না কেন তবু যৌন চাহিদা কোথায় মিটাতে হবে সে জ্ঞান টুকু তার আছে।
এরা মানব শুয়োরের জন্মা
তাই এরা শুয়োর থেকেও নিকৃষ্ট।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬
মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ
৭| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ছোট গ্রাম বলেছেন: ওর লেখা পড়তেও ঘৃনা লাগে।
২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২
মো: আজিজ মোর্শেদ বলেছেন: তার পরও ওর বোধদয় হয়না।
৮| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
নৈঋত বলেছেন: দূর্জন বিদ্যান হউলেও পরিত্যাজ্য।
++++++++++
১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪
মো: আজিজ মোর্শেদ বলেছেন: সহমত
৯| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
আম্মানসুরা বলেছেন: সমকামিতা এখন ফ্যাশন হয়ে গেছে। সমকামী সমর্থন করে নিজেকে আধুনিক প্রমাণ করা হয়। আমি আধুনিক নই। আমিও এই বিষয়ে একটা পোষ্ট দিয়েছিলাম।
১০| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ভবঘুরে যোম্বি বলেছেন: কে এম শিহাব উদ্দিন বলেছেন: কি তত্ত্ব(!) দিলেন গুরু। আমরা আজই এটা পালন করবো। কোন বাধা আসলে প্রয়োজনে শাহবাগে আন্দোলন করবো”।
১১| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
অচিন.... বলেছেন:
১২| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: নৈঋত বলেছেন: দূর্জন বিদ্যান হউলেও পরিত্যাজ্য।
১৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:০০
রাকি২০১১ বলেছেন: মগার কাভার ফটো দেখে মনে হয় - ওর সাথে নেড়ি কুত্তি দিলেও মাইন্ড করবে না বলবে- love is love
১৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৫
রেজা রাজকুমার বলেছেন: আপনি যে ওর ভাড়া খাটা কেউনা তা কেমনে কই?
যেভাবে ওর ফেইসবুকের বিস্তারিত বিজ্ঞাপন দিলেন!!
১৫| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৪
একজন ঘূণপোকা বলেছেন: মুখ দিয়ে কেন খাদ্য গ্রহন করতে হবে? পায়ু পথ দিয়ে কেন নয়?
এটা কি কন। আর হুনলাম জেলে নাকি হেয় সাকার লগে আছিল। জেলে মনে হয় হেয় পায়ু পথ দিয়ে খাওয়া টা ও ট্রাই মারছে। ওইখানে তো খাওয়ার অভাব। তাই আর খাবার নষ্ট করে নাই।
১৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৭
জাহাজ ব্যাপারী বলেছেন: ওর মুখ আর কলম দিয়ে তো মলমূত্রই বের হয়, তাই বিপরীত পথে খাদ্যগ্রহণ ছাড়া উপায় নেই!
১৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৯
মিনহাজুল হক শাওন বলেছেন: টাইটেলেই মজা!
আজ বুচ্চি ওর মুখ দিয়া পায়ুপথের জিনিস বাইর হয় ক্যান!
১৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৫
মেংগো পিপোল বলেছেন: পার্ভার্টরা নিরবে ঘিরে রাখছে আমাদের সমাজকে। সুজোগ খোজে তাদের কুকর্মকে-সুকর্মের রুপ দেবার। এরা মিথ্যাকে হালাল ভাবে, সত্যকে ভয় পায়। আমার কেবল আফসুস লাগে যারা সমকামীতা কে হা বলে, তাদের বাবা অথবা মা যদি সমকামীহতেন তাহলে তাদের জন্ম কিভাবে হতো?! জীবের স্বাভাবিক বংসবৃদ্ধীর ধারাকে যারা অস্বিকারা করে, তার আবার মুত্রমনা এবং বিজ্ঞান মনষ্ক (!) ভাবলেই কেমন জেনো গা গুলিয়ে ওঠে। আর কতিপয় নারীরা এরা যে আধুনিকতা মানে কি বোঝে? সেটা কে মালুম(!) আমার জানা নাই।
ভালো চেষ্টা চালিয়ে যান, ভালো থাকবেন।
২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
মো: আজিজ মোর্শেদ বলেছেন: আপনি আসাতে অনেক খুশি হয়েছি। এই সাহসটা আপনার কাছ থেকেও পাওয়া। এমনকি লেখার আগেও আপনার কথা কয়েকবার চিন্তা করেছি।
ধন্যবাদ।
১৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৮
স্পেলবাইন্ডার বলেছেন: একটা বিকৃতরুচির উন্মাদকে আপনারা জাতে তুলে দিচ্ছেন...
২০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪২
পুকুরপাড় বলেছেন: স্পেলবাইন্ডার বলেছেন: একটা বিকৃতরুচির উন্মাদকে আপনারা জাতে তুলে দিচ্ছেন...
২১| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮
ভ্রমন কারী বলেছেন: জেলখানায় গিয়ে ডিম্ব খাওয়ার পর মগাচিপ নতুন টপিক আবিষ্কার করেন !
২২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬
সুমন ঘোষ বলেছেন: পড়ে ভালো লাগলো। যদিও বিষয়টা ব্যক্তিগত এবং তা সমাজের হাত ধরে ক্রমে ক্রমে তা রাষ্ট্রগত ব্যাপার । তবে আমি ব্যক্তিগত ভাবে আমার চিন্তা ভাবনা অনুযা্য়ী - সমকামী কখনই আমার কাছে গ্রহণ যোগ্য নয় । তার কারন:
১। সমকামী মানে যদি সমলিন্গের সাথে যৌন আক্ষাংকা মেটানো হয়ে থাকে তা হলে সেটা বেশ জঘন্যতম । প্রাকৃতিক প্রবৃত্তি চরিতার্থ শুধু বিসম লিংগেই হয় । ঈশ্বর-আল্লা আমাদের দেহ সেই ভাবেই সৃষ্টি করেছেন বা প্রাকৃতিক ভাবে আমরা ( পুরুষ ও নারী ) সেই ভাবেই সৃষ্টি হয়েছি। যার কারনেই বংশগতি ।
২। সমকামী মানে যদি সমলিন্গের সাথে সারাজীবনের জন্য একসাথে বসবাস বা সংসার করা হয়ে থাকে তবে প্রাকৃতিক প্রবৃত্তি চরিতার্থ তারা অন্য কোন স্থানে গিয়ে বিসমলিংগের সাহায্য নেন - তা হলে সেটা মানা যায়। কিন্তু তাকে সমকামী বলা যাবে না।
অনেক সমকামী বলছেন - আমরা বিবাহ করব না - তাই আমরা দুই পুরুষ বা দুই নারী একসাথে থাকবো চিরকাল ভালোবেসে ---ঠিক আছে সেটা ভালো । কেউ বিবাহ করতে নাই পারেন এটা তাঁর সিদ্ধান্ত । কিন্তু তার সাথে পায়ুমৈথন,মুখমৈথুন,অন্গুলি মৈথুন এ কখনই গ্রহণযোগ্য নয়। নোংরা ঘৃনিত কাজ। এ এক মানসিক ব্যাধি বলা যায়। পশুদের হয় বলে কি মানুষেরও তা কাম্য কি ? তাহলে পশুদের থেকে মানুষের পার্থক্য কোথায় ?
অনেক সমকামী বলছেন - আমরা বিবাহ করব না -সন্তান উৎপাদন করবো না - সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিবাহ করে সন্তান না উৎপাদন করাও তো যায় ।আসল ব্যাপার - সব কিছুর স্বাভাবিকই ভালো, অস্বাভাবিক কোনকিছুই ভালো নয় । শ্বাসপ্রশ্বাস চলা ভালো কিন্তু অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাস হলে বুঝতে হবে - মৃত্যু খুবই কাছে ।
আমি আমার ব্যক্তিগত দিক পর্ষালোচনা করে মন্তব্য করলাম মাত্র ...কাউকে ছোট করার জন্য নয় ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০
নিশাচর নাইম বলেছেন: