নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা.......

.............সুন্দর দিনের আগামী।

মো: আজিজ মোর্শেদ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........

মো: আজিজ মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

পান্না মাষ্টার! মানবতা, প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতার এক উৎকৃষ্ট উদাহরন(!)

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

মানব জাতির জন্য তার যে অসামান্য অবদান তা এই লিংকে গেলে পাবেন।



তার সাজা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্ন্নি কথা উঠছে। কিন্তু.........

১. তাকে প্রকাশ্যে ফাসি দিলে বা গুলি করে মারলে অমানবিক কাজ হবে।

২. তাকে পাথর ছুড়ে বা দোররা দিয়ে মেরে ফেললে হবে মধ্যযুগীয় বর্বরতা।

৩. তার এই কার্যক্রম নিয়ে কোন প্রতিবাদের ঝড় ওঠেনা। কারণ এটাতো স্বাভাবিক ব্যাপার।

৪. তাকে নারী উন্নয়নের ধারক নারীবাদীদের কোন রূপ উচ্চবাচ্য নেই, কারণ, তারা তো এটাই চায়।

৫. তিনি প্রগতিশীলতার পরিচয় দিয়েছেন এই কাজ করে। অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছেন, কারণ তার কাছে এই কাজে হিন্দু মুসলমান কোন বাছবিচার ছিলনা।

৬. রাজনীতিবিদরা শুধু মোরগ পোলাও নিয়ে তর্ক করতে পারে, কিন্তু এটা নিয়ে কিছু বলার নেই।



আর আমরা.........



আমরাতো দিন দিন পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছি। ধিক এ মানব জনমের........

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮

টুম্পা মনি বলেছেন: কি আর বলব! :( :( :(

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আসলেই কি কিছু বলার নেই???

২| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

খেয়া ঘাট বলেছেন: আমরাতো দিন দিন পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছি। ধিক এ মানব জনমের........

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:৪০

মো: আজিজ মোর্শেদ বলেছেন: বাকরুদ্ধ.......

৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

বাঁশ বৃক্ষ বলেছেন: মনের কথা টুকু কলমের ভাষায় দারুন প্রকাশ করেছেন।
ধন্যবাদ

৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: বুঝলাম না, এই দাবীগুলা কি কেউ করছে?

আমাদের দেশে খুনের বিচার ফাসি। ধর্ষনের বিচার ফাসি হওয়া উচিত। কিন্তু এটা নিয়ে আমি যতদূর জানি ২০০৬ বা ০৭ এর দিকে একবার মানববন্ধন হয়েছিলো।

আপনি যদি এই দাবী তোলেন তাহলেই তো ল্যাঠা চুকে যায়। সামনে ইলেকশন, ইলেশনে ভোটের লোভে হলেও সরকার এটা করতে পারে।

হুদাই মিথ্যা কথা বলে লাভ কি? যেই দাবী কেউ করেনি সেটা নিয়ে গ্যান্জ্ঞাম বা দোষারোপ করার মানে কি?

পারলে ভিকটিমরা যাতে ন্যায়বিচার পায় সেদিকে লক্ষ রাখেন!

৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৯

এইচ আর খান বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.