![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........
আত্মা আর প্রাণ কি এক জিনিস? গাছের প্রাণ আছে। কিন্তু গাছের কি আত্মা আছে?
কেউ এ বিষয়ে কিছু জানেন কি???
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৯
মো: আজিজ মোর্শেদ বলেছেন: তার মানে আপনি বলতে চাচ্ছেন জীবন আর প্রাণ এক জিনিস নয়। যদি একটু খোলাসা করে বলতেন।
২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কেন প্রান থাকবে না , যে খানে ওরা বংশ বিস্তার করছে, খাদ্য গ্রহন করছে!
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭
মো: আজিজ মোর্শেদ বলেছেন: আমার জানা মতে গাছেরও প্রাণ আছে। কিন্তু গাছের কি আত্মা আছে। প্রাণ আর আত্মা বা রূহ কি এক জিনিস?
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৯
উড়োজাহাজ বলেছেন: প্রাণ আর আত্মা এক জিনিস নয়, প্রান প্রত্যেক জীবন্ত প্রাণীর থাকে। কিন্তু আত্মা ভিন্ন জিনিস। আত্মা হচ্ছে আল্লাহর কমান্ড, আদেশ। এর বেশী ঘাটাঘাটি করতে যাব না। কারণ এর পর আর কুল কিনারা নেই।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫০
মো: আজিজ মোর্শেদ বলেছেন: ???
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৬
নতুন বলেছেন: এইটা কম্পইউটারের অপারেটিং সিসটেমের মতন...
প্রথমে DOC থিকা শুরু... এখন চলতেছে Windown 8...
তেমনি গাছ মনেহয় এক কোষী প্রানীর অপারেটিং সিসটেম DOC এর মতন....
আর আমাদের টা Human 2013 চলতেছে...
আসলে আপনার প্রশ্নের ঠিক উত্তর কারুর কাছেই নাই..
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
মো: আজিজ মোর্শেদ বলেছেন: আপনি তো বিবর্তনের কথা বলে ফেললেন। আমি বলছিলাম আত্মা ও প্রাণের কথা।
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৩
পানকৌড়ি বলেছেন: সব প্রাণের বিচার নাই তবে সব আত্মার বিচার আছে ।
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২০
মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: উরোজাহাজের ৩নং মন্তব্যের সাথে আমি এক মত।
তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিনঃ রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে। (Al-Israa: 85)
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৪
মো: আজিজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ
৭| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৬
নতুন বলেছেন: ধম` অনুযায়ী আত্না মানুষেরই আছে... গাছের আত্না থাকার কথা না....
কিন্তু আমার মনে হয়.... প্রান/আত্না একই.... এমিবা>> এরা প্রাথমিক লেভেলের আত্না আছে...আমাদেরটা জটিল যেমন উইনডোজের মতন...
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৬
মো: আজিজ মোর্শেদ বলেছেন: একটু বিষদ ভাবে বুঝিয়ে বললে ভাল হত।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১
কসমিক রোহান বলেছেন: পৃথিবীতে দুটি প্রধান বস্তু এক জীব আরেক টি জড়। জীব আবার দু ধরনের এক উদ্ভিদ আরেক প্রাণী।
এ থেকে বলা যায় উদ্ভিদের জীবন আছে বাট প্রাণ নেই।