নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা.......

.............সুন্দর দিনের আগামী।

মো: আজিজ মোর্শেদ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন........

মো: আজিজ মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

মুক্তি যোদ্ধারা কি জীবন দিয়ে যুদ্ধ করে তাদের জীবনের সবথেকে বড় পাপ করেছেন???

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৪

দুই পরিবারের (!) হাতে পরাধীন হয়ে থাকার চেয়ে পাকিস্থানের হাতে পরাধীন হয়ে থাকাই ভাল ছিল না ! তবুও মনে মনে শান্তনা পেতাম এই ভেবে যে শত্রুর হাতে জিম্মি।



আর কয়েদিন পরে পালিত হবে মহান বিজয় দিবস। 1971 সালে এই দিনে আমাদের মহান মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পিছু হটিয়ে ভাবছিলেন তাদের অনাগত ভবিষ্যতের জন্য এক সুন্দর স্বাধীন দেশ উপহার দিয়ে যাচ্ছেন।



যদি তারা জানতেন 42 বছর পর দেশের এই অবস্থা হবে তাহলে হয়তো হানাদারদের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে নিজেরাই নিজেদের বুকে গুলি করতেন।



মুক্তি যোদ্ধারা কি জীবন দিয়ে যুদ্ধ করে তাদের জীবনের সবথেকে বড় পাপ করেছেন???

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৭

পাঠক১৯৭১ বলেছেন: মুক্তিযোদ্ধারা সবই ঠিক করেছিলেন, ভুল করেছিলে তাজুদ্দিন: মুক্তিযোদ্ধাদের দ্বারাই দেশ চালানোর কথা ছিল, তাজুদ্দিন দেশ-প্রেমিকদের খালি হাতে বাড়ী পাঠায়ে দিয়ে জাতিকে ডুবায়েছেন।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫১

দেশপ্রেমিক পোলা বলেছেন: মুক্তিযোদ্ধারা চলে গিয়ে রেখে গেছেন হায়েনা-শিয়াল-কুুরের দল। আমরা তাদের গোলামী করি, তাদের লেজে তেল লাগাই। তাদের জন্য রাস্তায় যাই জীবন দিই।
শুনতে খুবই জঘন্য শোনালেও হুমায়ুন আজাদ একটি কথা ঠিকই বলে গেছিলেন, কবিরা ভবিষ্যৎ অনুমান করতে পারেন বলেই হয়তো কথাটি চরম অশ্লীল সত্ত্বেও লিখেছিলেন:

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
সবচে সুন্দর মেয়ে দুইহাতে টেনে সারারাত
চুষবে নষ্টের লিঙ্গ; লম্পটের অশ্লীল উরুতে
গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। চ’লে যাবে,
কিশোরীরা চ’লে যাবে, আমাদের তীব্র প্রেমিকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা ক’রে চ’লে যাবে, নষ্টদের
উপপত্নী হবে।


আমরা আজ সেখানে চলে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.