নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

এই পথ যদি না শেষ হয়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

আমার মা বাবাদের যখন যৌবন কাল ছিল, তখন তাদের নিশি জাগরন হতো উত্তম কুমার সুচিত্রা সেন কে ভেবে ভেবে।এমন কোন পুরুষ রমনী নেই যে তার যৌবনে একবার অন্তত: নিজেকে উত্তম সুচিত্রা ভাবা থেক দূরে থাকতে পেরেছে।বিশেষ করে “সপ্তপদীর” সেই বিথ্যাত রোমান্টিক গানের দৃশ্য :”এই পথ যদি না শেষ হয়” আজও প্রতিটি প্রেমিক প্রেমিকাকে আলোড়িত করে।এই দৃশ্য চিরন্তন।প্রতৌক প্রেমিক প্রেমিকা জীবনের কোন না কোন মুহূর্তে নিজেদেরকে উত্তম সুচিত্রা ভাবতে বাধ্য।আমরাও এর থেকে বাদ যাই নি।বিয়ের পর ২য় বার কোন একটা সংক্ষিপ্ত ছুটিতে শ্বশুর বাড়ী গেলাম।আমার শ্বশুরের পুরানো একটা 50 cc হোন্ডা ছিল। শ্বশুর মহাশয় অশোককে আদেশ করলেন যে , বৌমাকে তার হোন্ডাতে করে শহর ঘুরিয়ে আনতে। আমরা সাথে সাথে রাজী হয়ে গেলাম। বেচর হয়ে পড়লাম অজানার খোঁজে।যশোর রোড দিয়ে মাগুড়া থেকে কাঠিগাঁয়ে যাচ্ছি আমার বড় ননদের বাড়ীতে। হোন্ডার চালক অশোক, পিছনে বসে আমি।এ সময় নিজেদেরকে আর কি ভাবা যায়?সারা রাস্তা কামনা করতে লাগলাম.”এই পথ যেন শেষ না হয়।” কিন্তু পথ শেষ হরো কাঠিগাঁয় আমার ননদের বাড়ীতে যেয়ে। আমার নন্দাই বেড়িয়ে এসে বললেন, ও অশোক তুই এই মালকে এই হোন্ডায় আনলি কি করে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.