নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

বেগম রোকেয়া দিবস।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

আজ ৯ই ডিসেম্বর। বেগম রোকেয়া দিবস।আজকে আমরা যারা নারীকূল পড়ছি, চলছি, বলছি, লিখছি তার পিছনে যার অক্লান্ত শ্রম, অপরিমেয় সাধনা এবং অসীম স্বপ্ন জড়িয়ে আছে তিনি আমাদের নমস্য বেগম রোকেয়া।কিন্তু তাঁর ব্রতে ব্রতী আমরা ক জন নরিী।?
আমাদের মেয়ে সন্তানেরা তার সুফল ভোগ করছে পুরোপুরি। আমাদের মেয়েরা বড় হচে্ছ ছেলেদের মতো করে। কিন্ত দু:খ চরমে গেছে এ্টা ভেবে যে আজ তারা রোকেয়ার নাম পর্যন্ত জানে না। ধাম কাম তো অনেক পরের কথা।আজকের দিনে শ্রদ্ধা জানাই তাঁকে ,ম তার যোগ্য উত্তরসুরী রোকেয়া পদক প্রাপ্ত সকল জেষ্ঠা মা ভগ্নীদেরকে। আজ মনে হচ্ছে সদ্য প্রয়াত প্রফেসর লতিফা আকন্দের কথা। বাংলাদেশ সরকার তাঁকে এ মর্যাদা থেকে বঞ্চিত করে নি।
বেগম রোকেয়ার একাধিক পরিচয়ের মধ্যে তিনি অনন্য একজন লেখিকা।সেই যুগেও কতবড় আধুনিক কবি ছিলেন, তিনি তা তাঁর লেখনীতে রেখে গেছেন। আজ সেই লেখাটি উপস্থাপন করে তাকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই।
”নিঠুর নিদয় শশী, সুদূর গগনে বসি
কি দেখিছো জগতের হিংসা পাপারাশি?
মোরে দেকে পায় তব হাসি।
জগতের দু:খ ভয় তোমদের সংগী নয়
পাপ তাপ তোমাদের কাছে নাহি যাই
তারা কেন আমারে কাঁদায়?
তুমি নিলীমার দেশে
যথা ইচ্ছা যাও ভেসে
অনন্ত আকাশ যেন তোমারই আলয়
আমি কেন পাই না আশ্রয়?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ২ সপ্তাহে ২৮ টি পোস্ট! এতো পোস্ট দিলে পাঠক পেতে একটু সমস্যা দেখা দিতে পারে।

যাই হোক, ব্লগে স্বাগতম !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.