নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
কি যেন তার নামটা
আজ ভুলে গেলাম কেন?
শুধু এটুকু মনে আছে
তার নামটা ছিল-”ম” দিয়ে
তবে কি মৃণালিনি?
না সেতো নয়, সেতো কাঁটা নয়
তবে কি মন্দাকিনি?
না তাও তো নয়,
যাকগে হতে পারে কোন নাম
কি এসে যায় নামে তার
আমি তো জানি একটি নাম-মল্লিকা।
আমার প্রেমের বাগানে যে প্রথম
কলিটা ধরেছিলো সেতো মল্লিকা
আমি না হয় তাকে মল্লিকা বলেই ডাকবো।
কেউ তো শুনবে না এ নাম
এ যে মহানাম, বীজমন্ত্র
এ নাম কেবল আমি বলি তার কানে কানে
আর সে শোনে তার প্রাণে প্রাণে।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহ্! একটি পরিচিত গানের প্রতিধ্বনি পেলাম....
ভালো লাগলো!
আপনার নতুন ব্লগের শিরোনামগুলোতে চোখ বুলিয়ে এলাম।
মনে হচ্ছে, আরেকজন ভালো লেখক পেলো সামু....
স্বাগত জানাই...
ব্লগিং শুভ হোক
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
পাবনার পাগল বলেছেন: কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট নো, "মল্লিকা" কি প্রকৃতপক্ষেই কোন চরিত্র?