নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আয় আয় সুরুজ মামা উঁকি দিয়ে যা
তোর বিহনে জমে গেছি, জমছে সারা গাঁ
পথের ধারে আগুন জ্বেলে নিচ্ছে সবাই তাপ
শীত করে যে সারা শরীর পাচ্ছে না তো মাফ।
লতিফারা কাজে আসেনি ঠান্ডা লাগার ভয়ে
কোলের ছেলে খায় বুকের দুধ ভুগতে পারে জ্বরে।
আমরা আছি দালান ঘরে, কাঁথা মুড়ি দিয়ে
হাতে আছে গরম চা আর ভাঁপা পুলি পিঠে।
কাশিমপুরে ইলিশ ফাইল লাগছে বেজায় ভালো
কমলাপুরে টোকাই সকল খুঁজছে একটু আলো
ভাত নয়, রুটি নয়, নয়তো ডাল তরকারি
একখানি ছেঁড়া কম্বল, আজ বড়ই দরকারি।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬
বাউল আলমগী সরকার বলেছেন: বাহ সুন্দর
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ সকলকে
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২
ভরকেন্দ্র বলেছেন: ভালো লাগলো....।