| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঞ্জু রানী সরকার
I am a house wife, I love to write something
আমি বয়সের সাথে পার করছি
আর একটি বয়স, মা হারানোর বয়স
সেও তো আজ ২৮ বছর হয়ে গেল
পৌষের এক সন্ধ্যায় মা আমার চলে গেল
কিছুই বলে গেল না, শুধু চলে গেল।
সেই থেকে আমি আর বড়বাবু ডাকটা শুনিনি
মুলার টক আর ডালের বড়ার তরকারি খাই নি
এখন কেউ আর আমার সাথে রাত জাগে না
জ্বর এলে আমার গালে কপাল রেখে দেখে না
জ্বর কত? জলের পটি লাগবে কিনা
এখন আমার জন্য কেউ আর পথ চেয়ে থাকে না
সন্ধ্যায় নীড়ে ফেরা পাখীর মতো মায়ের
কোলে আর ফিরতে হয় না্
ঘরে ফিরে এলে কেউ আর শুধায় না মোরে
কি খেয়েছিস বাবা
একটু চোখের আড়াল হলে নামটি ধরে কেউ
আর চীতকার করে ডাকে না
এখন আমার জন্য আর জন্ম পায়েস রান্না হয়না
এ রকম কত কি যে আর হয় না তা কেউ জানে না
এখন তার জন্য স্বরপুটি, ছেলের জন্য ইলিশ আর
মেয়ের জন্য পুটি মাছ ভাজি
আমি কি মাছ ভালোবাসি ভুলে গিয়েছি
ভোর ৬টায় উঠতে হবে, সে যাবে অফিসে
মেয়ে যাবে চাকরীতে, ছেলে যাবে টিউশনে
আমি কোথায় যাবো জানিনা,
আমার কখন উঠতে ইচ্ছা করে তাও জানি না
কি ফুল ভালোবাসি, কি রং ভালোবাসি
ভুলে গেছি সব, কার লেখা কি বই বেরুলো এই সপ্তাহে
জানিনা, বলতে পারি না রবি ঠাকুরের কোন কবিতা পড়ে
আমার দুচোখ অন্ধ হয়েছিল, ভুলে গিয়েছিলাম আমার
যৌবনের বাঁধ ভাঙ্গার গান, সাগরের নীল চোখে আমি
ভেসে গিয়েছিলাম, হারিয়েছিলাম আমার তীর হারা নদীর কূল
সব ভুলে গেছি। ভুলতে বসেছি আমাকে, আমার আমিকে।
©somewhere in net ltd.