নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
বাঙালী উতসব প্রিয়।আমাদের তালিকায় যোগ হলো আরো একটি নতুন মাত্রার উতসব। বই উতসব।এটিও একটি সার্বজনীন উতসব্। এর বিশালতা যেমন দৃষ্টিগোচর হয়। এর গভীরতা আরো হৃদঙ্গম। এর স্থান হবে প্রতিটা বাংলাদেশীর হৃদয়ে।আজ ছিল হরতাল। তা অতিক্রম করে শিশুরা খালি ব্যাগ এনে ব্যাগ ভর্তি নতুন বই নয়ে ঘরে ফিরছে এই আনন্দ যে কি মধুময় তা বোঝে কেবল একজন শিশু যে পেল এক গুচ্ছ নতুন বই।সারাটি বছর অপেক্ষার পর বছরের প্রথম দিন নতুন বই পাবার নিশ্চয়তা আজ প্রত্যেক সুবিধাবঞ্চিত শিশুর সাথে তার মা বাবাকে করেছে চিন্তামুক্ত।করেছে আশান্বিত।মনে পড়ে আমার ছোটবেলার কথা। আমি কোনদিন নতুন বই এর গন্ধ শুঁকিনি। নতুর বই কেনার সৌভাগ্য আমার হয়নি। প্রতি বছরের প্রথমেই খো্ঁজ রাখতাম কে আমার উপরের ক্লাশে পড়ে, তার কাছে বুকিং দিতে হোত।আবার মাঝে মাঝে স্মরন করিয়ে দিতে হোত বই গুলো যেন আমাকে দেয়। কারণ আমার মতো এরকম আরো অনেক জন বুকিং দিত।আর সে যদি ফেল করতো, তবে আমারও কপাল পুড়তো। অথচ এখন দেখি বছরের প্রথম দিন নতুন বই বুকে জড়িয়ে ধরে বস্তির বাচ্চারা হাসতে হাসতে স্কুল থেকে ফিরছে মনে হয় আমি দেখতে পাচ্ছি এক নতুন বাংলাদেশকে যে বাংলাদেশ হাসছে আর প্রাণ ভরে নতুন বই এর গন্ধ বিলোচ্ছ্ সেই গন্ধে মৌ মৌ করছে প্রতিটি ঘর, প্রতিটি হৃদয়।
২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
মঞ্জু রানী সরকার বলেছেন: পুরাতন বই এ কষ্ট গুলো একই রকম। আজ জামাতের হরািলের দিন। কিন্তু এই দিন তো দিন আরোদিন আছে। যে দিন আমাদের সোনামনিরা এই বই এর আলোতে আলোকিত হয়ে দূর করে দেবে জামাতের অন্ধত্বকে।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯
আরজু পনি বলেছেন:
আমিও যেনো নতুন বইয়ের গন্ধ পাচ্ছি
অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
খুব ভালো লাগল আজকে আপনার পোষ্টটি পড়ে । আপনার পোষ্টটি পড়ে আমারও ছোট্ট বেলার কথা মনে পরে গেল ।আমিও উপরের ক্লাশের বড় ভাইয়ের পুরান বই কিনতাম তার পর খুব যত্ন করে সেই বইয়ে মলাট লাগিয়ে নতুন করার চেষ্টা করতাম । তার পর পড়ার সময়ে আজে-বাজে দাগা-দাগি দেখে খুব খারাব লাগতো । তার পর আব্বা খুব বিরক্ত হয়ে বলতো "যে করেই হোক আগামী বছর তোকে নতুন বই ক্রয় করে দেবো ।"
আর এখনকার দিনে আমাদের দেশের সোনামনিরা নতুন আনন্দে নতুন বছরে প্রথম দিন থেকে নতুন সপ্ন দেখে । আমাদের দেশ একদিন ইনাশাল্লা উন্নতি করবে। ।
কিন্তু ভয় জামাতি গোয়ারদের কথা মনে হলে । এরা কি বাংলাদেশের মানুষদের শান্তিতে থাকতে দিবে ???
বছরের প্রথম দিনেই হরতাল !!!
বিলীন হোক এসমস্ত অভিশপ্ত গোয়ারদের দল ।