নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আজ জানুয়ারী মাসের ৩ তারিখ। কবীর ভাই এর প্রথম মৃত্যবার্ষিকী্। সকাল বেরা টুনটুন আমেরিকা াথাক স্মরণ করিয়ে দিল। আন্টিকে যেন ফোন দিই।গত বছর এই দিনে হটাত করে চলে গেল কবীর ভাই। ভালো মানুষেরা বোধ হয় এরকম হটাত করেই চলে যায়।অশোকের যে কজন বন্ধ এবং তার পরিবারের সংগে আমি ঘনিস্ট হয়েছি তার মধ্যে কবীর ভাই এং লিপি ভাবী অন্যতম। লিপি ভাবীর আতিথেয়তা এবং আন্তরিকতা কোন দিন ভুলে যাবার নয়।আহারের শেষে আবার চুল বেধে দেওয়া, ক্রীম দিয়ে দেওয়া এ যেন সোহাগ পরশেআর কবীর ভাই তো মেয়ের অভাব পুরণ করেছে টুনটুন আর মিষ্টি কে দিয়ে। অশোক মেয়েদের চুলকাটা, চুলে রং করা পছন্দ করে না। কিন্তু কবীর ভাই এর কড়া নিষেধ ছিল মেয়েদের এই সব বিষয়ে কোন নিষেধাজ্ঞা দেওয়া যাবে না্। টুন টুন মিষ্টির জন্মদিনে বড় কেকটা হাতে করে কবীর ভাই ভাবীকে নিয়ে হাজির।এ রকম হাজারো স্মৃতি আজ আমাকে তাড়িত করে ফিরছে।আমার মনভরা ব্যাথা নিয়ে ভাবীকে ফোন করতে হবে। কিন্তু আমি ভয় পাচ্ছি ফোন করতে কারণ ওপার থেকে একটি কণ্ঠ তো কান্নায় ভেঙগে পড়বে। তারপরেও ফোন আামাকে করতেই হবে। আর সদাই প্রার্থনা এই” ভালো থাকুন কবীর ভাই”।
©somewhere in net ltd.