নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
তোমার মৌনতা আমাকে গ্রাস করছে
ক্রমশ: আমি জীবন থেকে সরে যাচ্ছি
তোমার নি:সঙ্গতা আমাকে হ্রাশ করছে
ক্রমশ:আমি সাঁজ ঘর থেকে চলে যাচ্ছি
ক্রমাগত বাথরুমে জল পতনের শব্দ,
দেওয়াল ঘড়িটা টিক টিক আওয়াজ
তুলে ঠিক ঠিক বেজে চলা আমাকে
নিথর করছে, পাথর করছে।
আমি টিকটিকির মতো বুকে হাঁটছি
তেলাপোকার মতো স্বাদ নিতে যেয়ে
আঁটকে যাচ্ছি চালের টিনে, সিঙ্কের গোড়াতে
আমি ক্রমশ: সংকুচিত হচ্ছি,সংবরন করছি।
কেঁচো হয়ে মাটিতে সার হয়েও আমি
আমি চাই তোমার মুখরতা
তোমার কোলাহল আমাকে এনে দেবে
জলের কলতান, পাখীর কুহুগান
জীবনের জয়তান।
©somewhere in net ltd.