নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আজ সারা রাত আমি ঘুমাবো না,
ঘুম আসবে না, আমি একটুও ঘুমাতে
পারবো না
আমি রাত্রি কাটাবো জেগে, নিদ্রাহীন
এক সুখ বালিকাকে জড়িয়ে ধরে আমার
নিশুতি রাত পার হবে।।
আমি জানালার ফাঁক দিয়ে শুক্লা পক্ষের
চাঁদ দেখবো আর ভেসে বেড়ানো মেঘের সাথে
লুকোচুরি খেলবো,
কখনও শুনবো রাতের প্রহরীর
জেগে থাকা হুইসেল,
আবার কথনো গৃহবধূর কষ্টমাখানো পাওয়া না পাওয়ার স্বাদ জড়ানো দীর্ঘশ্বাস।।
কখনও শুনবো রাতা জাগা কুকুরের
ঘেউ ঘেউ ডাক
আবার দেখবো হয়তো আমার বাগানে
হলুদ করবীগুলো পাপড়ি মেলে ধরেছে ।।
আমি রাতের গভীরে এক অনুভবে
হারিয়ে যাবো, ষড়ষী বালিকা আসছে
আমাকে আলিংগন করতে
পাহাড় আর ঝরনার দেশ থেকে ছুটে আসা বালিকা,
বালিকা আসছে, বালিকা আসবে
আহা মরি মরি কি যে সুখ,
দুচোখে ঘুম নামতেই আমি দেখবো
জানালা দিয়ে মিষ্টি মিষ্টি রোদ এসেছে,
রোদেলা সকাল হয়েছে, আর বালিকা তার
মিষ্টি গন্ধ ছড়িয়ে দুহাত বাড়ায়ে বুকেতে
আমার এসেছে লাফায়ে।।
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯
আমি অথবা অন্য কেউ বলেছেন: সুন্দর লিখেছেন
৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৩
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬
মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ সকলকে
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা রইল।
+++