নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

দায়িত্ব কার?

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

টেলিভিশনে সংবাদে আজকাল একটি শব্দ খুব শোনা যাচ্ছে- বাসে আগুন দিয়েছে “দুর্বৃত্তরা” । এরকম সব অসামাজিক ভয়ংকর কাজ গুলো দুর্বৃত্তরা করছে অকপটে। রিয়াজ রহমান গুলিবিদ্ধ হলেন তাও দুর্বৃত্ত দ্বারা। এই দুর্বৃত্ত কারা? তারা কি মানুষ? না জন্তু , জানোয়ার? এদের সনাক্ত করবার দায়িত্ব কার? জননেত্রী শেখ হাসিনার না দেশনেত্রী খালেদা জিয়ার?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

রাফা বলেছেন: প্রথম একমাত্র এবং প্রধানত সরকারে....সরকারের উচিত সবার নিরাপত্তা নিশ্চিত করার।না পারলে নির্বাচন দিয়ে পথ ছেড়ে দেওয়া উচিত।
২/১জন রিয়াজ রহমানের চাইতে সাধারন একজন খেটে খাওয়া মানুষের জিবনের মূল্য কম হয় কি করে?

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

মঞ্জু রানী সরকার বলেছেন: ২/১জন রিয়াজ রহমানের চাইতে সাধারন একজন খেটে খাওয়া মানুষের জিবনের মূল্য কম হয় কি করে? -প্রশ্নটা ম্যাডাম জিয়ার কাছে আমাদের সবার। খেটে খাওয়া মানওষর জন্য তো ম্যাডাম রাজনীতি করেন না। এখন তার প্রথম এবং প্রধান কাজ তার দুই যুবরাজকে কি ভাবে দেশে আনা যায়

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

ঢাকাবাসী বলেছেন: এই দুই মহিলার কাছে দেশটা জিম্মি হয়ে পড়ল !

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

মঞ্জু রানী সরকার বলেছেন: দেশেতো ২জন পুরুষ আছেন্‌ । আপা আর ম্যাডাম। বাকী সব মহিলা

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

চলতি নিয়ম বলেছেন: ১৫ তারিখ হাজিরার ডেট আছে না ?

১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

মঞ্জু রানী সরকার বলেছেন: তাহলে কি ২৯ তারিখও হরতাল?

১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

মঞ্জু রানী সরকার বলেছেন: তাহলে কি ২৯ তারিখও হরতাল?

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

শেখ মফিজ বলেছেন: রাফা বলেছেন: প্রথম একমাত্র এবং প্রধানত সরকারে....সরকারের উচিত সবার নিরাপত্তা নিশ্চিত করার।না পারলে নির্বাচন দিয়ে পথ ছেড়ে দেওয়া উচিত।

প্রকারন্তে বলাই হলো দুর্বৃত্তরা” কারা ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

মঞ্জু রানী সরকার বলেছেন: নির্বাচন দিলে যে পথ ছেড়ে দিতে হবে এ কথার কি নিশ্চয়তা? পথ তো আবার ধরা দিতে পারে? তাছাড়া যার কাছেঠ ছেড়ে দে;বার ইংগীত করছেন সেই খাম্বার ৫ বছরও তো আমরা নাগরিক ছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.