নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
কি দেখলাম? কি শুনলাম? একথা ভাবতেও বিবেক সাড়া দিচ্ছে না। আর কাউকে বলতে তো চরম লজ্জা। তাহলে জীবন কি কেবল রাজনীতিতে বদ্ধ? আর রাজনীতি মানে কি শুধু ক্ষমতায় যাওয়া? এখানে কি ভাতৃত্ব, মাতৃত্ব .সৌজন্য বোধ সব ধুলিসাত হলো? রাজনীতির কাছে কি মানবতা নতজানু হলো? বিশ্বে কি কোন মা আছেন যিনি পুত্র শোকে কাতর হয়ে ঘুমের ইন্জেকশন দিয়ে ঘুমিয়ে থাকেন? আর তাকে সমবেদনা জানাতে গিয়ে মাননীয় অতিথি বন্ধ দরজায় দাঁড়িয়ে থেকে ফিরে আসেন? আমরা নেত্রী হতে পারলাম কিন্তু মানুষ হতে পারলাম না।
২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭
মঞ্জু রানী সরকার বলেছেন: এ লজ্জা শুধু শেখ হাসিনার নয়, এ লজ্জা গোটা জাতির
২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩
নিলু বলেছেন: অবশ্যই এবং প্রবাদে আছে যে , বড় শত্রুকেও নাকি , বসতে দিতে হয় , বড় ফিড়ইতে ।
২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫
মঞ্জু রানী সরকার বলেছেন: বি এন পি এই সুযোগটা হারালো
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২
তিক্তভাষী বলেছেন: মাননীয় প্রধানমনত্রী 'গরু মেরে জুতো দান' প্রবাদটির সর্বোৎকৃষ্ট উদাহরণ তৈরীতে সক্ষম হয়েছেন।
২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৪
মঞ্জু রানী সরকার বলেছেন: ”তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হব না কেন? ”আমরা দেশবাসী ম্যাডাম জিয়ার কাছে এটাই আশা করেছিলাম
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬
আজকের বাকের ভাই বলেছেন: তাকে ঘুম পারিয়ে রাখতেই পারে।
কিন্তু শেখ হাসিনা গেট থেকেই ফিরে আসলেন এটা চরম লজ্জার বিষয়, তাকে ভিতরে নিয়ে বসার ব্যবস্থা করা উচৎ ছিল।