| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঞ্জু রানী সরকার
I am a house wife, I love to write something
আজ শ্রী পঞ্চমীর দ্বিতীয় দিন। তাই ২ দিন ধরেই চলছে এ দেশের হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী মা স্বরসতীর আরাধনা। শ্রী পঞ্চমীতে সকলের শ্রী বৃদ্ধি পায়। এই বিশ্বাসেই খুব সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ মেখে মাঘের সকালে স্নান সেরে নতুন জামা কাপড় পড়ে দেবীর আরাধনায় সংযক্ত হয়। আর মাঘের শীত! এ সময় তো মা স্বরসতী শীত নিয়ে যান। কোন কোন অঞ্চলে আজ জোড়া ইলিশ পুজা করে দূর্গা পুজার পর যারা ইলিশ মাছ খাওয়া বন্ধ করেছিলেন তারা আজ আবার খাওয়া উদ্বোধন করবেন। অজ্ঞলী শেষে বন্ধু আর বান্ধবীদের সাথে ঘুরা ফেরা খাওয়া দাওয়া আর সারাদিন ব্যাপী সুর সাধনা , গান বাজনা। তাইতো এটি ইতিমধ্যে বাঙালী হিন্দু সম্প্রদায়ের কাছে ভ্যালাইনটাইন ডে এর মর্যাদাও লাভ করেছে।বিদ্যার দেবী, বাগ দেবী। তার মধ্যে দিয়ে সকল সৌন্দর্যের আরাধনা করা হয়। পাঁচালীতে বলা আছে, এই দেবী সন্তুষ্ট না হলে সাত জনম বোবা হয়ে থাকতে হয়। আজ মনে হয় এই দেশে বোবা হয়ে থাকাটাই ভালো।তার সাথে অন্ধ হলে আরো ভালো। কারণ এদের কোন শত্রু নেই। কিন্তু পেট্রোল বোমার হাত থেকে তো নিস্তার নেই। বোমা তো কানা খোড়া দেখেনা, বোঝেও না .সে দেখে মানুষ। হিন্দুরা পুড়ে মরার পরে আর আজকে সকলকে জীবিত পুড়ে মরতে হচ্ছে। এর কি শেষ নেই? আজ স্বরসতী পুজো। আমার ২০ দলীয় জোট বন্ধুরা হয়তো জানেন না। জানলে আজ সারা দেশ ব্যা্পী হরতাল দিতেন না। আর দেবেন নাই বা কেন ? আজ তাদের কাছে প্রধান অগ্রগন্য হলো ক্ষমতা। তাতে কোথায় বিশ্ব এজতেমা, কোথায় স্বরসতী পুজো আর কোথায় পুত্র শোক! যেতে হবে ক্ষমতায়, পেতে হবে দিল্লীকা লাড্ডু।
©somewhere in net ltd.