নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

লাশ হয়েও ঘরে ফেরা হলো না

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

গতকাল সারাদিনই একটি চাপা উতোতজনা নিয়ে টিভির সামনে রিমোট হাতে বসেছিলাম। কথন আসবে আরাফত রহসমানের লাশ। লাশ এলো যথাসময়ে। অবরোধের মধ্যেই এলো। বড় লোকের লাশতো বিমানে এলো। পথে কোন বাধা পেতে হয় নি। কোন পেট্রোল বোমার ভয়ও ছিল না। কিন্তু লাশ এলো তো গেল গুলশান কার্যলয়ে কেন? কেন খালেদা জিয়ার বাসায় লাশ নেওয়া হলো না। কি মোহে তিহনি এই সময়ও অফিসে থাকলেন। বাসায় যেয়ে কেন লাশ গ্রহন করলেন না? আজ এ প্রশ্ন সকলের মনে।জনাব আরাফত তো পার্টির কেউ না। তিনি তো রাজনীতি করেন নি। তাহলে তার লাশ নিয়ে কেন রাজনীদত করা হলো? অনেকে তুষ্ট হয়েছেন জানাজায় প্রচুর লোক সমাগম দেখে। এ লোকের উপস্থিতি বলে বিএনপির দাবীর পক্ষে জনগনের রায়? কি মুর্খের দেশে বাস করি আমরা। এখানে মরদেহ নিয়েও চলে রাজনীতি। মানুষ তো গেছে কোকোর জানাজায়। বি এনপির সমাবেশে নয়। একবার ভেবে দেখুন হতা কতবড় রাজনীতি মা খালেদা জিয়া করলেন? তিনি তো মায়ের ভুমিকা নেন নি। তিনি নিয়েছেন জোট নেত্রীর ভূামকা। রাজনৈতিক সিদ্ধান্তের কারনে তিনি অফিস ত্যাগ করেন নি। তিনি কাঁদবেন , জল মুছতে রুমাল লাগবে এটি যখন তার ঠিক ছিল তখন তিনি শোকে মুহ্যমান ছিলেন এ কথাও তো আমাদের বিশ্বাস করতে হবে। লাশ দেশে এলো অথচ বাসায় গেল না এটা কোন রাজনীতির ইগিত বহন করে? তার কি লাশ হয়েও ঘরে ফেরা হলো না?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১

খেলাঘর বলেছেন:

খালেদা জিয়া নিজের মৃত ছেলের জন্যও কিছুক্ষণ অবরোধ তুলে নেয়নি; কবর দিয়েছে অবরোধের মাঝে; মহিলা মানসিক রোগী, পুলিশের উচিত উনাকে বাসায় নিয়ে যাওয়া ও সঠিক ডাক্তারের অধীনে রাখা।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

মঞ্জু রানী সরকার বলেছেন: আপনার সংগে আমিতও একমতদ। কিন্তু বুঝছে না কেবল মওদুদ মার্কা জামাত নেতারা

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

দ্যা লায়ন বলেছেন: মা ছেলের জন্য কাঁধবে মন খুলে অঝরে,সেখানে টিস্যু লাগবে কেন, গাল বেয়ে অশ্রু পড়লে মেকাপ নষ্ট হয়ে যাবে?

কি ভয়ংকর চেহারা মহিলাটার।পুরাই এভিল

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

মঞ্জু রানী সরকার বলেছেন: আমরা তো মায়েূর কান্না দেখতে চেয়েছিলাম, নেত্রীর কান্নআ নয়। টিস্ু নিয়ে আর কোন মাকে কঁদতে দেখিনি দেখবোও না।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

মাঝিবাড়ি বলেছেন: পরের বাড়ির কানাঘুষা করতে নেই!

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

মঞ্জু রানী সরকার বলেছেন: পরের বাড়ী যে কেবল পরের বাড়ী নয়, এ যে আমার দেশের ভাবমুর্তি রের বাড়ী যে কেবল পরের বাড়ী নয়, এ যে আমার দেশের ভাবমুর্তি

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

যোগী বলেছেন:
ছেলের লাশ খালেদার কাছে কিছুই না, সে অফিসে বসে আছে ক্ষমতা পাওয়ার আশায়। ক্ষমতা নিয়ে তবেই বাড়ি ফিরবে মনে করছে।

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

মঞ্জু রানী সরকার বলেছেন: এটা তো আমরা বুঝি, ওরা ভাবছে আমরা সকলে বোকা! মনে হয় ম্যডামের মতো ফেলু কোম্পানি

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: যাহা বলছেন, তাহা সত্য নাও হতে পারে।
মায়ের আবেগকে ছোট করার কোন পথ নেই যাহাই বলেন না।

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

মঞ্জু রানী সরকার বলেছেন: তত্ব কথাই ছোট করা হয় নি< আচরণে এবং ব্যবহার দেতখে মসন্তব্য করা হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.