নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
মাধু কষ্টের রং কি বলতে পারো?
তোমার কাছে প্রথম জেনেছি বেদনার রং নীল
তাই নাকি বেদনার নীর খুঁজতে বলাকারা উড়ে যায়
নীলান্তে,আমি কোথায় যাব বলে দিতে পারো??
আমার বুকের ভিতর যে পাথরটা চেপে বসে থাকে
শত চেষ্টাতেও আমি সরাতে পারি না, নড়াতে পারি না
বইতে পারি না, কইতে পারি না, সইতেও পারি না
তুমি জান মাধু? সেই পাথরটার রং কি?
যদি হয় কালো, তবে কি কষ্টরা কালো? না কালো
সেতো শোক বয়ে বেড়ায়, ধার করে বেড়ায় সহানুভূতি
আমি তো শোকার্ত নই, বেদনার্ত নই , আমার বুক ভরা
কেবল কষ্টরা খেলা করে, বোল তোলে রোল তোলে
কান্নার রোল, আমার পা দুটো যখন চলতে চলতে
আমার বাক যখন বলতে বলতে আর চলতে পারে না
বলতে পারে না, তখন তারা কি রং এ সাজে বলতে পারো?
©somewhere in net ltd.