নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
গত রাত ছিল মাঘী পূর্ণিমার রাত। খুব আশা ছিল চাঁদ দেখবো। রাত ১০টার দিকে চাঁদ দেখতে যাবো আমিস আর মিষ্টি। মিষ্টি বল্লো, ” মা পূর্নিমার চাঁদের কাছে যা চাওয়া যায়, তাই পাওয়া যায়।” আমি বল্লাম তুই কি চাইবি? একটা সুন্দর বর? মিষ্টি লজ্জা পেল। মিষ্টি মিষ্টি করে বল্লো” তোমার বর সুন্দর বলে সবার বরকি সুন্দর হবে?” এই নিয়ে আমি. মিষ্টি আর অশোক হাসাহাসি করছি, এমন সময় “:সময়” টিভি তে মাইশার ভাই এর কান্না। শুরূ হলো জ্বলন্ত লাশ দেখানো। তাই চাঁদ দেখা আর হলো না। মনে হলো.”পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি” সময়ের বিবর্তনে চাঁদ এখন আর আমাদের দেশ ঝলসানো রুটি নেই। আমরা এবার চাল রপ্তানি করেছি। এখন একটু ভাত বেশী হয়ে গেলে কি বিপদ! সে ভাত ভিক্ষুক নেবে না্, কাজের মেয়েরাও নেবে না। তাই ভাত রান্না করতে হয় খুব হিসেব করে। এখন রুটি রূপান্তরীত হয়েছে মানুষে। সময়ের বিবর্তনে কবি সুকান্ত তুমি দেখে যাও তোমার বাংলায় এখন” পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো মানুষ”
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
মঞ্জু রানী সরকার বলেছেন: বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এখানে ড: কামালের মতো লোকও এই বয়সে খালেদার রূপে পাগল, বদরুজদোহা নাই অনেক আগে মথেকেই শ্যাডামের কাছের রোক, পৃরানো স্মৃতি ভুলতে না পেরে বলে ফেলে কোকোর সংগে তার খুব ভালো সম্পর্ক ছিল। ম্যাডামের আনুকুল্য এত লোভনীয় আমরা সাধারণ মানুষ আর কি বুঝবো? আমরা শুধু একজন সৃষ্টিকর্তাকেই বলতে পারি, মনের কথা, ডাকতে পারি তাকে, আর অভিসাপ দিতেহ পারি ওদেরকে।ম্যাডাম তার ছেলেদের দেশে আনার জন্য আর প্রাণের সখা জামাতীদের মুক্তির জন্য আজ দিশেহারা, তার চেতনা রোপ পেংেছে, তিনি আজ বিবেক বোধ শূন্য। তিনি এখনও বুঝতে পারছেন না, একটি ছেলে তো লাশ হয়ে গুলশান অফিসে এরলা, ঈশ্বর চাইলে আর একটি যে শাশ হয়ে ফিরবে না, তার কোন নিশ্চয়তা নেই। তিনি আজ ঘাতক, কত তাজা প্রাণ তার আপোষহীন মিথ্যে ইমেজ ধরে রাখতে যেয়ে কেড়ে নিচ্ছে। কথায় আছে মূর্খের অশেষ দোষ। খালেদা জিয়া স্বল্প শিক্ষিতহ জানতাম কিন্তু মূর্খ জানতাম না।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই অবস্থা হতে দ্রুত পরিত্রান চাই
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
তুষার কাব্য বলেছেন: আগুনে পোড়া লাশের গন্ধে আর রাজপথের বাতাস ভারী হোক তা চাইনা ।পরিত্রান চাই আমরা সবাই।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ আবারো মুক্ত হবে, আবারো ১৬ই ডিসেম্বর ফিরে আসবে; বোমাবাজরা পালিয়ে যাবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫
মঞ্জু রানী সরকার বলেছেন: িরতরে পালাক ওরা-এই প্রত্যাশা করি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমারা পরিত্রাণ চাই।