নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আমি কাল সারারাত
চাঁদের সাথে এসেছি।
হেসেছি, কেঁদেছি,
খেলেছি, আলোর বন্যায় ভেসেছি,
আমি চঁদের সাথে এসেছি।
রাতভর চাঁদের সাথে
লুকোচুরি খেলেছি।
কখনও বাঁশ বাগানের ঝোপে
কখনও ইউক্যালিপ্টাসের মাথায়
আবার একসময় সে
তিস্তার বুকে ভেসে উঠেছে।
রাশ পূর্ণিমার চাঁদ সেতো
রাশি রাশি হাসি দিয়েছে।
বহুদিন আগে ও বলেছিলো
তুমি ছাড়া রাতহজেগে চাঁদ দেখা
আমার বিফল সাধনা।
আমার রাত বিফলে যায়নি বন্ধু
আমি তো চাঁদের পানে চেয়ে চেয়ে
তোমারই মুখ দেখেছি,
তোমাকেই ভেবেছি,
আলোর বানে ভেসেছি
চাঁদের সাথে এসেছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০
মঞ্জু রানী সরকার বলেছেন: লেখক লেখে তার আবেগ, আর অনুভূতি মিলিয়ে।পাবলিকের খাওয়ানোর জন্য নয়। যারা বোদ্ধা তারা ঠিকই বুঝবে। ধন্যবাদ আপনাকে। আপনার মতো পাবলিক আমার লেখা পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
পাগলাগরু বলেছেন: এইসব কবিতা পাবলিক খাইব না। আরেকটু হার্ডকোর লিখেন