নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আজ বসন্ত। ১লা ফাগুন। আজ অনেক ফুল ফুটবে। অশোক, কিংশুক, পলাশ, শিমুল। আর তারা যদি অভিমান আর ঘৃনা ভরে নাও ফোটে তবুও তো আজ বসন্ত।
বসন্তের মাতাল সমীরন রবীন্দ্রনাথকে প্রতীক্ষা করতে শিখিয়েছিল। জোছনা রাতে পাগল হয়েও বসন্তের মাতাল সমীরন তাকে বনে নিতে পারেনি। তিনি তাঁর আসার অপেক্ষায় ছিলেন। কার অপেক্ষা করছিলেন তিনি? তিনি কি কোন বিদেশিনীর পথ চেয়ে বসে ছিলেন? জানিনা, এর উত্তর যুগে যুগে কেউ দিতে পারে নি।
অশোক আর পলাশ বনে যুবক যুবতী মুখোমুখী বসে কি কথা বলে? বলে একটি কথায়। “আমি তোমাকে ভালোবাসি।” যুগ যুগান্তরে একটি কথা শোনার আকাংখায় তো এ দেহ মন উন্মুখ হয়ে থাকে।
”ওরে ভাই ফাগুন এসেছে বনে বনে।” ফাগুন শুধু বনে আসে না, মনেও আসে। এই মন উতলা হয় কিসের নেশায়? বনে কিন্তু ফাগুন একা আসে না। আসে মনে আগুন জ্বেলে। এ আগুন ভালোবাসার আগুন। সুরের আগুন।
এই আগুনে বুকের ভিতর যে স্বর্ণকমোলটা লুকিয়ে আছে, সেও তো জেগে ওঠে। আজ আমাদের মনের ভিতর যে ভালোবাসার আগুন আছে, তা জ্বলে ওঠার বড় প্রয়োজন। আর সেই ভালোবাসার আগুনে পুড়ে যাক ক্ষমতার লোভ, লিপ্সা, মনের অন্ধত্ব। আজ ভালোবাসার পাগল হাওয়া ধেয়ে আসুক।বসন্তের মাতাল সমীরনে আমরাও মাতাল হবো। পাগল হবো।
শুধু ভালোবাসবো তোমাকে। তোমাদেরকে।
©somewhere in net ltd.