নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

“আনন্দ ধ্বনি জাগাও গগনে।”

০৮ ই মে, ২০১৫ রাত ৮:৪৫




যে দুজন বাঙালী বাঙালী জাতিকে বিশ্বের দরবারে নিজস্ব মহিমায় পরিচিত করেছেন, আজকে তাদের জয়্ বাঙালী জাতির জয়। এত আন্ন্দ এক সংগে বহুদিন পাই নি।

আজ ২৫শে বৈশাখ। কবিগুরুর ১৫৪ তম জন্ম বার্ষিকী। তাই আনন্দে মনটা সকাল থেকেই ফুরফুরে। এই আনন্দ বেড়ে গেল যখন মানণীয় প্রধানমন্ত্রী শাহজাদপুরে রবীন্দ্র বিশা্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন।
তিনি বললেন শান্তি নিকেতনের আদলে গড়ে তোলা হবে এইটাকে। আহা নিগৃত বাঙালীর একটা স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল।
আরও জানা গেল সরকারী পৃষ্ঠপোষকতায় বেসরকারী উদ্যোগে শিলাইদহে হবে আর একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আরও ঘোষনা এলো শান্তিনিকেতনে হবে বাংলাদেশ ভবন। এত জয় জয়কা্র্ ।
আরও আনন্দ আজ ছিটমহলবাসীর। তারা এই বৃদ্ধ বয়সে যে লাঠি খেলার কসরত দেখাচ্ছে, তা শুধু আনন্দ শুধু আনন্দ। আজ বংগবন্ধুর করে যাওয়া চুক্তি নিল বাস্তবে রূপ।
আরও আনন্দ ছড়িয়ে গেল বিশ্বের সবখানে যে আনন্দের আগুন জ্বেলে গেছেন বংগব্ন্ধু। সে আগুন ছড়িয়ে গেল সবখানে। আজ বৃটেনে টিউলিপ সিদ্দিকীর জয়। তাই মনটা গেয়ে ওঠে “আনন্দ ধ্বনি জাগাও গগনে।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.