নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
সকলে ক্ষমা করলেও প্রকৃতি বলে ক্ষমা করে না। প্রকৃতি তার প্রতিদান দিতেও কাপর্ণ্য করে না। একমাত্র প্রকৃতিকে ভালোবাসলে সে তা গুনে গুনে ফেরত দিতে ভুল করে না।
কিন্তু প্রকৃতি নিজেই আজ বড় বিপন্ন। কোথায় পাবে সে ভালোবাসা? আমরা কি আর তাকে ভলোবাসি? ঢাকা শহরে কোন বাড়ীর সামনে আর সুদৃশ্য বাগান নেই। আছে শুধু দালানের নকশা।আর মাসিক টাকার হিসাব।
বাড়ীর ছাদেও একটা গাছ নেই।সবুজ হীন বাদামী দালান দেখি। সবুজ হীন শুধু সবুজ গাছ পোড়া দালান দেখি। এখন পাখীর ডাকে ঘুম ভাংগে না , ঘুম আসে না পাখীর গানে।
আজ কোথায় হারিয়ে যাচ্ছে লিচু চোরের দল, ঝিঙে ফুল, খুকীর কাঠবিড়ালী? বলাই আজকালকার ছেলেমেয়েদের চোখে একজন পাগল। কোথায় আছে, কাজলা দিদির ভুঁইচাপাঁ? আজ বাঁশ বাগানের চাঁদ দেখাতে আমাদের চাঁদপনাদের কোথায় নিয়ে যাবো?
এখন মৌ মাছিরা আর নাচি নাচি মধু আহরনে বের হয় না। আর কি জন্ম নেবে ডুমুরের ফুলে একজন জীবনান্দ? আর কতদিন বয়ে যাবে কীর্তনখোলা? এখন কার শিব ঠাকুররা আকন্দ ফুল আর ধুতরার ফুল পছন্দ করে না। এ কালের কৃষ্ণরা মোবাইল চালায়, সে আর কদম গাছেও চড়ে না, বাঁশিও আর বাজায় না। কে ভিজাবে দাদীর কবর চোখের জলে? এখন বাড়ীর উঠানের এক কোনে একটা ডালিম গাছ খুঁজে পাওয়া যাবে না।
গতকাল শুনতে পেলাম আমারই এক আপন জন তার বাড়ীর জামরুল গাছটির ডালপালা ছেঁটে মরদ বানিয়ে ফেলেছেন। অপরাধ হলো পাড়ার ছেলেমেয়েরা সারাদিন গাছের জামরুল খেতে আসে। কত বড় পাষন্ড তিনি। তিনি কি শিশুদের কোলাহল শুনতে চান না? তিনি কি পাখপাখালির কিচিরমিচির ধ্বনিতে মুখরিত হতে চান না? তিনি কি জানেন না, এই পাখীর বিষ্ঠা গড়বে অভয়ারণ্য?
এখনও অনেক সময় আছে আমরা ভালোবাসি, ভালোবাসতে শেখায়।দিনে দিনে তো অনেক দেনা বেড়ে চলেছে। এই দেনা শোধ করতে হলে চাই শুধু একটু ভালোবাসা, একটু মমতা্। একটু চোখ মেলে তাকানো, দেখা ভোরবেলা ঘাসের ডগাতে একটি শিশির বিন্দুর আয়নাতে গোটা পৃথিবী হাত বাড়িয়ে আছে আমাদের দিকে। আমাদের প্রজন্মের দিকে।
ভালোবেসে একটা গাছ লাগাই আমার আঙিনায়
ভালোবেসে একদিন কচি কলাপাতায় ভাত খাই,
ভালোবেসে আমার দেখা একটি পাখীর নাম শিখি
ভালোবেসে উড়ন্ত প্রজাপতির পাখনার রং দেখি।
ভালোবেসে দাদুকে ভুলিয়ে গাছের আম চুরি করি
ভালোবেসে দুপুর রোদে লেবুপাতায় তেতুল চটি।
ভালোবেসে পদ্মপুকুর সাঁতরিয়ে পার হই
ভালোবেসে কোচ ভরে নেই ঢ্যাপের খই।
ভালোবেসে বন্ধু তোমাকে দেই আতাফল
ভালেবেসে আমাকে পাখ পাখালির কথা বল।
ভালোবেসে আয় সবে প্রকৃতিকে নেই বুঝি
ভালোবেসে আজ আকাশের রংধনুটা খুঁজি।।
©somewhere in net ltd.