নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আজ জামাই ষষ্ঠি। চিরাচরিত বাংলার জামাই শাশুড়ীর মহা মিলনের একটা উতসব। এই দিন প্রতিটি বাঙালী জামাই তার শাশুড়ীর সবচেয়ে আদরের পাত্র। বুড়ো হলেও সে জামাই।
জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠি তিথিতে জামাই ষষ্ঠি পালিত হয়। এ দিন শাশুড়ীরা ব্যস্ত থাকেন জামাই এর পছন্দ মতো খাবার রন্ধনের জন্য।রান্না হয় জামাই এর পছন্দের আর শাশুড়ীর সখের মেনু। জামাইকে বিশেষ উপহার দেবার কথাও শাশুড়ীরা ভোলেন না।
জামাই রা আনে শাশুড়ীর জন্য শাড়ী আর মিষ্টি। পাড়ায় পাড়ায় চলে জামাই আদরের পালা। পাড়ার সকল জামাইরা মিলে হয় মধুর মিলন। মেয়েরাও এই সুযোগে বাবার বাড়ীতে আসতে পারে। খুজেঁ নিতে পারে পুরাতন খেলার সাথী দের। তাই এ রেওয়াজ টা মন্দ নয়।
এই ষষ্ঠি আরণ্য ষষ্ঠি নামেও খ্যাত। এ দিনটিতে মা ষষ্ঠি দেবীকে মায়েরা বন্দনা করেন, তার সন্তান দের জন্য মা ষষ্ঠি যেন কল্যাণ বহন করেন। তাই তো বাঙালী মায়েরা তার সন্তানের কল্যাণার্থে এই দিন উপবাস করে মা ষষ্ঠির পুজা করেন।
জৈষ্ঠ মাস মধু মাস। এই মাসে রসে মুখ ভরা সকল ফলের সমাহার। আর তা জড়ো করা হয় ষষ্ঠি তলায়।মা ষষ্ঠির পুজো শেষে মায়েরা সকল সন্তান আর জামাইদের এক লাইনে বসিয়ে তালের পাখাতে বাঁশের পাতা আর ৬ রকম বোঁটাসহ ফল নিয়ে যখন “ষাট ষাট ষষ্টির ধন” বলে বাতাস দেন, সে এক মহোময় দৃশ্যের অবতাড়না হয়।
তারপর সকলের বাম হাতে মা ষষ্ঠির আশীর্বাদের তেল হলুদে ভেজানো সাদা সুতো বেঁধে দেন। এ এক গৌরবের বিষয়।
এই দিনটিতে শাশুড়ীরা খুবই এক্সাইটেড থাকেন। আর জামাইরা তার শাশুড়ীর আদর পাবার জন্য তির্থের কাকের মতো্ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন।
”জগতের সকল জামাইদের কল্যাণ হোক। তারা যেন শাশুড়ীর মেয়েটিকে খুব খুব ভালোবাসে।”
২৪ শে মে, ২০১৫ রাত ৮:৩৮
মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৩০
সরদার হারুন বলেছেন: হিনদু বাঙালী জামাইকে বলতে পারেন কেননা মুসলমান,খ্রীস্টান জামাইদের কপালে শাশুড়ীর আদর জোটেনা ।তাদের ১২ মাস আদর আছে ।
২৪ শে মে, ২০১৫ রাত ৮:৪১
মঞ্জু রানী সরকার বলেছেন: জামাই মাত্রেই ১২ মাস আদর, তবে আমার ভেদ করতে খারাপ লেগেছিল। তবে এটা বাঙালীর পর্ব্ অস্বীকার করার উপায় নাই
৩| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৩০
আমি মিন্টু বলেছেন: @ইমতিয়াজ ১৩ ভাই বলেছেন ।জগতের সকল জামাইদের কল্যাণ হোক। তারা যেন শাশুড়ীর মেয়েটিকে খুব খুব ভালোবাসে।
২৪ শে মে, ২০১৫ রাত ৮:৪২
মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে মে, ২০১৫ সকাল ১১:২২
জুন বলেছেন: জামাই এর সাথে সাথে বউষষ্ঠী চালু হোক । জামাইদের হিংসা
৫| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:১০
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: জুন বলেছেন: জামাই এর সাথে সাথে বউষষ্ঠী চালু হোক । জামাইদের হিংসা
জামাইরা বুধি একাই উদর পুর্তি করে!! কথায় আছে না, একজনের নাম আরেক জনের কাম।
৬| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: জয় হোক জামাই বাবুদের !!!! ভাল লাগা রেখে গেলাম !!
৭| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:১০
অবলা জাতি বলেছেন: বিয়েতে কন্যা দানেরর জায়গায় দিয়ে পুএ দান করাই বা বাকি থাকে কেন...!!!
৮| ২৫ শে মে, ২০১৫ সকাল ১০:১২
সরদার হারুন বলেছেন: বাঙালী বলতে আপনি কি শুধু হিন্দুদের বোঝেন ?
বাঙালী কালচার বলতে বাংলায় যারা বাস করে কথা বলে তাদের বলে । তাদের কমন কালচারই বাঙলিী কাল চার যেমন
এগ্রীকালচার ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:১৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: জগতের সকল জামাইদের কল্যাণ হোক। তারা যেন শাশুড়ীর মেয়েটিকে খুব খুব ভালোবাসে।