![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আমি তো ছিলাম বন্ধু
তোমাদের মাঝে তোমাদের হয়ে
কখনও বুড়ি বালাসনে পাথরের ঢিবিতে
কখনও শুকনার চা বাগানের ফাঁকে।
কখনও গেছি দুধিয়াতে কমলার ঝুড়িতে
কখনও বা সেভকের তিস্তার উপকূলে
কখনও মহানন্দার হিজল তলের স্বচ্ছ জলে।
কখনও পার হয়েছি মাঠ ঘাট আর
তিসি, সূর্যমুখী ফুল আর ফসলের ক্ষেতে,
কখনও ডাংগুলি আর গুলতি ছোঁড়ার আগে
কখনও রং মেখেছি রাঙা চেলীর ফাগে।
কখনও নব গঙ্গার নৌকা বাইচ খেলাতে
কখনও পুকুর ঘাটের বাগিচার মেলাতে।
কখনও কদমের ডালে বাজিয়েছি বাঁশি
আর খেলেছি হোলির রঙে রঙিন করি মন
আজ আমি দূরে আছি দূর সেতো দূর
মিলবো না তোমাদের সনে বাজবে না সেই সুর।।
©somewhere in net ltd.