নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
বদলে গেল বাংলাদেশের মানচিত্র। বদলে গেল আয়তন। বদলে গেল জনসংখ্যার পরিমান। বদলে যায় মাঝে মাঝে সবকিছু। কিছু কিছু বসলে যাওয়া বয়ে আনে আনন্দের বারতা। আর কিছু আনে বেদনা। আজন্ম বেদনা। যে বেদনা বহন করতে হয় পরম্পরাতে।
আজ এক ঝাক আনন্দের বারতা নিয়ে যেমন আগণ্ট এলো, তেমনি আগষ্ট এলো শোক গাঁথা নিয়ে। পিতা হারাবার থোক. মাতা হারাবার শোক. ভাই হারাবার শোক। এই শোক বদলে দিক জীবনের গ্রানিকে। নিয়ে আসুক অদম্য শক্তি, সাহস, । শোষক আর শাসকের বিরুদ্ধে যেন আমরা লড়ে যেতে পারি আজীবন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫
রিনকু১৯৭৭ বলেছেন: জাতি যে কি হারালো তা হাড়ে হাড়ে ১৯৭৫ এর পরেই টের পেয়েছে। আসলে আমরা কারোর ভালো দেখতে চাইনা। যে মানুষটি তার সারাটা জীবন দেশের মানুষের স্বাধীনতার জন্য লড়াই করেছে সে মানুষটিকে কিছু নেড়ি কুকুর-রুপী মানুষ কিভাবে হত্যা করতে পারে তা বোধগম্য নয়।