| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঞ্জু রানী সরকার
I am a house wife, I love to write something
আমাদের ছেলেমেয়ে এবং আমরা
বার
আবেদন পত্র তো আমি পুরন করিনি)
আমার একজন বন্ধু তার ছেলের জন্য ভারতীয় হাইকমিশনে আই সিসি আর স্কলাশিপের জন্য আবেদন করবে। এজন্য বন্ধুটি তার চাকুরী থেকে (সরকারী চাকুরী) ৩ দিনের ছুটি নিয়ে ছেলে সহ ঢাকা চলে এল
প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ২ দিনে সব কাগজপত্র প্রস্তুত করলো। ৩য় দিন সারা রাত জেগে পাইরুটি আর কলা খেয়ে আবেদন পত্র পূরন করে নির্ধারিত দিনে ছেলের সংগে লাইনে দাঁড়িয়ে আবেদনর পত্র জমা দিল।
ছেলেটি লিখিত পরীক্ষায় টিকে গেল। যথাসময়ে মৌখিক পরীক্ষা দিতে হাইকমিশনে পরীক্ষা বোর্ডের সামনে উপষ্থিত হলো।প্রশ্সকর্তা নিয়মমতো এটা ওটা প্রশ্ন করে জানতে চাইলেন,” তুমি কেন বিষয়ে পড়তে চাও?” ছেলেটি উত্তর দিল , ”কেমিস্ট্রি।” প্রশ্নকর্তা ভদ্রভাবে তাকে আসতে বললেন।
বাসায় এসে ছেলেটি সব বর্ণনা করায় আমার বন্ধুটি ভীষন রে গে গেল।” তোর এই জন্যই সুযোগ হবে না।” ছেলেটি কারণ জানতে চাইলে বলে, ”আবেদনপত্রে কেমিষ্ট্রি কোথাও চাওয়া হয়নি। চাওয়া হয়েছে ম্যাথ, অথবা পদার্থ অথবা প্রাণী বিদ্যা।”
ছেলেটি উত্তর দিল, ”তা আমি কি করে জানবো বাবা? আবেদন পত্র তো আমি পূরন করিনি, ও কাজটা তো তুমি করেছিলে।”
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৭
প্রামানিক বলেছেন: বাস্তবতার নিরেখে চমৎকার লেখা।