নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
কি মহা সমস্যায় পড়েছি বলুন তো?
লোক নাথ পজ্ঞিকানুযায়ী আজ ৩২শে শ্রাবন। শ্রাবন সংক্রান্তি। মনসা পূজা্।আর এই পূজা শ্রাবন সংক্রান্তিতে হয়।
বাংলাদেশে আজ ৩রা ভাদ্র। অর্থাত শরতকাল। আর বাবা লোকনাথ অনুযায়ী আগামীকাল শরত।
এখন কি করা? যদি শরত উদযাপন করি তবে মনসা পুজা হয় না আর যদি মনসা পূজা করি তবে শরত উদযাপন হয়না। ঋতু অনুযায়ী তো শরত একটা আদরের স্থান দখল করে রেখেছে। এই শরতেই তো শারদীয় উতসব।
আাবার মনসাকেও তো অবহেলা করা যায় না। মা মনসাকে অবহেলার পরিনতি চাঁদ সওদাগরের কি হয়েছিল তা আমাদের সকলেরই জানা আছে। বগুড়ার মহাস্থান গড় এখনও তার সাক্ষ্য বহন করে চলেছে।
তাই আজ মনসা পূজা। এটি নাগ পঞ্চমীও নামেও পরিচিত। মনসা দেবী সাপদের দেবতা। মনসা তুষ্ট হলে সাপ তুষ্ট থাকে। এবং তারা তুষ্ট থেকে আমাদের সুখ সমৃদ্ধি দান করে। তাই হিন্দু রমনীরা এই নি বিশেষ করে দুধ আর কণা পূজার প্রধান উপাদান হিসাবে উপস্থাপন করেন।
আজকের প্রার্থনা : সকল সাপ সন্তুষ্ট হোক আর আমারা সকলে অমংগল, বিপদ আপদ আর অভিশাপ থেকে মুক্ত হই।
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৫
মঞ্জু রানী সরকার বলেছেন: মাস কি কখনো ৩২ হয় ?-আমি লোকনাথ পজ্ঞিকানুযায়ী উল্লেখ করেছি। শুভ কামনা রইলো
২| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০২
ভিটামিন সি বলেছেন: দিদি আপনাদের পূজা-টুজার হিসাবপত্র বুঝি না। আর কোন মাস যে ৩২শা হয় সেটাও জানতাম না। যাই হউক, দিদি আপনাদের পূজার আর কি বিষয়বস্তু আছে? সাপকে তো আমরা পাইলে বাইড়াইয়া মাইরা ফেলি আর আপনারা!! দিদি খারাপভাবে নিয়েন না, একটু মজা করি। আমার এক রুমমেট আছে তিনি কি বলেন জানেন, তিনি কয় "হিন্দুরা যারে ভয় পায়, তারই পুজা করে। আপনি একটা হিন্দুরে ধইরা ওর গালে কইষ্যা ৫/৭টা থাপ্পর মারেন। দেখবেন কালকে থেকে ওই লোক আপনার পুজা করা শুরু করবো। "
দিদি, মন্তব্যটা সিরিয়াসলি নিয়েন না। যাষ্ট মজা করলাম। আপনার পুজা ভালোভাবে সম্পন্ন করুন। আশীর্বাদ রইলো।
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৩
মঞ্জু রানী সরকার বলেছেন: না খারাপ ভাবে একটুও নেই নি। আপনি আপনার মনের কথা বলেছেন। হ্যা, আপনার কথার সত্যতা আছে। হিন্দুরা শক্তিমান সব কিছুকেই বন্দনা করে। কারণ হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মে বিশ্বাসী। এই ধর্ম টা আদি ধর্ম। এর কোন প্রবর্তক নেই। মানুষ যখন একেবারেই আদিতে ছিল, তখণ যা দেখে সে ভীতু হয়েছে, যা তার ক্ষতি করেছে তাকে সন্তুষ্ট করার জন্য তাকেই উপাসনা করেছে। এখনও এই বিশ্বাসে আমরা চলি। এতে যদি আমরা শান্তি পাই , ভালো থাকি, ত্ষতি কি। আমরা সকলেই ভালো থাকি। আপনিও খুব ভালো থাকুন।আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৩| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৭
জুন বলেছেন: সকল সাপ সন্তুষ্ট হোক আর আমারা সকলে অমংগল, বিপদ আপদ আর অভিশাপ থেকে মুক্ত হই।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১২
মঞ্জু রানী সরকার বলেছেন: আমরা সকলে ভালো থাকি। আন্তরিক ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাস কি কখনো ৩২ হয়????? ইংরেজী বাংলা সবগুলোতেইতো জানি ৩১!
আজ পূজায় আমাদের অফিসের দিদিও যাবেন বলে দিদিও দেখলাম দ্রুত বিদায় নিলেন।
সকলের কল্যান হোক।