নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
আমরা হাটঁছি গভীর রাত্রে
চারিদিকে অন্ধকার,
ক্ষণে ক্ষণে পথে পথে আজ
মানবতার চীতকার।
নৌকার ঐ পাল ছিঁড়েছে
ভেঙ্গে গেছে ঘুনে ধরা হাল
ভয় কি তাতে নামবো জলে
দেব ডুব সাঁতার।
আশা তুমি ছেড়না বন্ধু
ভাসাও সাগরে ভেলা,
তীরে আমরা যাবই যেন
যতই করুক অবহেলা।
রাত যত গভীর হবে
দ্রুত আসবে রঙিন ভোর,
মালা হাতে সকলে দাঁড়ায়ে
বরন করবে সুর্য দোর।
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২১
মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২
মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: খুব সুন্দর