নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
ভারতীয় ভিসা পাওয়া এখন অনেক কঠিন একটা কাজ। ভিসা পাওয়া টা পরের কথা। আগে পেতে হবে অন লাইনে আবেদন পত্র পূরণ করে জমা দেবার তারিখ। তারপর সেই মতো জমা দিতে হবে।
আপনার ঘরে ইন্টারনেট সংযোগ আছে। আপনি কাজও জানেন। কিন্তু তারিখ নিতে পারবেন না।
এখন একটা নতুন নিয়ম হয়েছে। চিকীতসা এবং ছাত্র ভিসার জন্য তারিখ নেবার প্রয়োজন হয় না। শুধ্রমাত্র রেচজস্ট্রেশন করে পূরন করা আবেদন পত্র নিয়ে গেলেই জমা নেয়। এত করে অনেক সুবিধা হয়েছে। এ জন্য দূতাবাস কর্তৃপক্ষকে র্ধ্ ন্যবাদ না জানিয়ে উপায় নেই।
কিন্তু সমস্যা হয়েছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। স্বভাবতই তারিখ নিতে ছাত্র এবং রোগীদের চাপ কমে গেছে। তাই বলে কিন্তু ট্যুরিস্টদের কোন সুবিধা হয় নি। ঝামেলা আরো বেড়ে গেছে।
আপনি নিজে আবেদন গত্র অন লাইনে রেজিস্ট্রেশন করেন কোন রকমে তারিখ পাবেন না। এজন্য আপনাকে যারা এই ব্যবসা করে অর্থাত কম্পিউটার এবং নেটের ব্যবস্থা আছে তাদের দ্বারস্থ হতে হবে। তারাও অনেক দিন অপেক্ষার পর তারিখ দেবেন। বলে দূতাবাস থেকে তারিখ ছাড়ে না।
এই বলে তারা পার্টির কাছে থেকে প্রতি আবেদন পত্রের জন্য ২০০০ থেকে ৪/৫০০০ টাকাও নিচ্ছে। একি ব্যবসা চলছে এবং এটি কি প্রযুক্তি বুঝতে সক্ষম হচ্ছি না। কেউ যদি বোঝেন তবে বুঝিয়ে দিলে উপকৃত হবো আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টি আমালে নেবেন?
২| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
সুমন কর বলেছেন: দীর্ঘদিনের সমস্যা !!!
৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: সমস্যার সমাধান করছে না ভারত দুতাবাস
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪১
মোগল সম্রাট বলেছেন: শুনছি কি একটা সফটওয়্যার আছে ঐটা পিসিতে থাকলে ডেট পাওয়া যায় কিন্ত সফটওয়্যােরের দাম অনেক। ব্যবসায়ীরা সিন্ডিকেট কইরা ইন্ডিয়ান দুতাবাসের কর্মকর্তাদের সাথে যোগসাজশে এই ধান্ধা চালাইতেছে। পারলে ঐ সফটওয়্যার ম্যনেজ করেন ..................!