নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
১৯৮৮ সালে ঢাকায় আসার পর প্রচন্ড বন্যার তোড়ে যখন ভেসে যেতে গিয়েছিলাম, তখন যে তৃন খন্ডটি ধরে বেঁচে গেলাম তা হলো কাজী জাফর আহমেদের পরিবার। ঐ পরিবারে আমার প্রবেশ গৃহ শিক্ষক হিসেবে। ঢাকাতে এসে আমার প্রথম টিউশনি।
মেয়ে সোনিয়া আর রোনা আমার ছাত্রী। কি যে বিনয় সোনিয়া আর রোনার সে গল্প আর একদিন হবে। আজ বলি কাজী জাফরের কথা।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতাদের মধ্যে একজন অন্যতম কাজী জাফর। যদিও পরে তিনি বিতর্কিত হয়েছেন।
আমার খুব সখ তাকে স্বচক্ষে দেখা। আমি ঐ বাসায় পড়াতে পড়াতে তিনি উপ প্রধান মন্ত্রী থেকে প্রধান মন্ত্রী হলেন।
এরই মধ্যে ভাবীর কাছে শুনেছি নিজেরা বিয়ে করে কি নিদারুন অভাবের মধ্যে দিয়ে তারা দিন পার করেছেন। তখনও কাজী জাফর পরিবারের কথা ভাবতেন না্, ভাবতেন কেবল রাজনীতি আর রাজনীতি।বড় মেয়ে জয়া হবার পর অন্য লোকের ছেলে মেয়েদের হাতে আম ভাবী শুধু দেখে গেছে। জয়াকে কিনে দিতে পারে নি।
একদিন সন্ধ্যায় সোনিয়কে পড়াচ্ছি। ভাবী এসে বললেন, ”আমরা নতুন বাসা দেখতে যাবো, তুমিও চলো্”। তখনও জানিনা উনি প্রধান মন্ত্রী হতে চলেছেন।
আমি আর সোনিয়া বের হয়ে শুনলাম, ভাবী আর জাফর সাহেব সরকারী গাড়ীতে চলে গেছেন। আমি আর ২ মেয়ে যাবো তাদের পারিবারিক পুরাতন একটা গাড়ীতে।
মিন্টু রোডের মন্ত্রীদের বাসাগুলো তখন নতুন হয়েছ্ তারই একটা বরাদ্দ হয়েছে তাদের। ঘুরে ঘুরে বাসা দেখছি। এমন সময় জাফর আহমেদ হাত ২টিা জোড় করে আমার সামনে,”আপনি সোনিয়ার টিচার? কোন অসুবিধা হচ্ছে না তো আপনার?'
আমি ফিরে এসে যখন খবর দেখলাম প্রধান মন্ত্রী হলেন কাজী জাফর আহমেদ। আমি সারা রাত ঘুমাতে পারিনি। একজন প্রধান মন্ত্রী আমার সামনে হাত ২টো জোড় করে।
ঈশ্বর তার আত্মার শান্তি প্রদান করুন। ভাবী,জয়া,সোনিয়া আর রোনা তোমরা মনকে শক্ত করো। ঈশ্বরের দয়া তোমদের উপর বর্ষিত হোক।
২| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪
কোবিদ বলেছেন:
[link|
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
প্রামানিক বলেছেন: সব মানুষ যে সব দিক দিয়ে খারাপ এটা বলা যাবে না, কোনো কারণে তিনি তখন বিতর্কিত হয়েছিলেন তার চেয়েও দুর্নীতিতে নিমজ্জিত পরের মন্ত্রীরা।
৪| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তিনি আমার দুসম্পর্কের নানা হন।যারা তাকে কাছ থেকে দেখেছেন শুধুমাত্র তারাই জানেন কতটা বিনয়ী নিপাট ভদ্রলোক ছিলেন তিনি। অসম্ভব সাধাসিধে ত্যাগী জীবন যাপন করেছেন তিনি।তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
স্মৃতিচারণের জন্য ধণ্যবাদ।
আজকাল কেউ কিছু মনে রাখেনা...........
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা প্রবীন এই রাজনীতিবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।