নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাঙ্গন হোক রাজনীতি মুক্ত

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

এখনই সময় ভেবে দেখবার, আওয়াজ তুলবার । এই তথা কথিত ছাত্র রাজনীতির আদৌ কোন প্রয়োজন আছে কিনা।

এই ছাত্র রাজনীতি মানে তো ক্লাস বর্জন করে মিছিল করা, বাবার টাকাতে আদু ভাই হয়ে ছাত্র থাকা, হলে জবর দখল করে সীট টিকিয়ে রাখা, প্রতি নবীন বরনে নতুন ছাত্র/ছাত্রীদের দলে টানা, কোমলমতি ভাই বোনদের কুকর্ম শেখানো।



ছাত্র রাজনীতি মুলত ছাত্র থেকে যাতে একজন নেতা তৈরী হতে পারে এ জন্য করা। আর এই নেতা হবে ভবিষ্যতের কান্ডারী। জাতির দুর্দিনে তারা হাল ধরবে । অসহায় পথহারা জাতিকে আলোর পথ দেখাবে।নেতৃত্ব দেবে, মোটিভেসন করবে।একদিন আমার সোনার ছেলেরা বিশ্বনেতায় পরিনত হবে।


কিন্তু আদৌ কি সেই উদ্দেশ্য বজায় আছে? তাহলে ছাত্র সংসদে নির্বাচন হয় না কেন? নির্বাচন ছাড়া কতদিন চলা যায়? এর কোন নিয়ম কি আছে? আর কতদিন ভাই এরা আমার মন্ত্রী এমপি দের তণ্পিবাহক হয়ে চলবে?

বিশ্বের সব্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে আমার ছেরে মেয়েকে কেন দেব? চ্যালা তৈরী হতে? এর জন্য তো ডিগ্রী লাগে না।

আমাদের ভেবে দেখতে হবে, যে রাজনীতি অহরহ চাঁদাবাজ, টেন্ডার বাজ, অস্ত্রবাজ, দাংগাবাজ,বকবাজ, ধোকাবাজ তৈরী করছে, সে রাজনীতির আদৌ দরকার আছে কিনা। না থাকলে তা বন্ধ করা হোক। বন্ধ করা হোক জাতির সংগে প্রতারনা। বন্ধ হোক তথাকথিত ছাত্র রাজনীতি। শিক্ষাংগন হোক রাজনীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.