নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
”ছাত্রলীগকে আগাছা মুক্ত করতে হবে”- মাননীয় প্রধান মন্ত্রী ।
শুনে তুষ্ট হলাম, চিন্তা মৃক্ত হলাম। কিন্তু কবে থেকে? ফসল ঘরে তুলবার সময়ে? তখন যে আগাছা ফসলের জল সার সব খেয়ে নেবে। চুষে নেবে মাটির রস। বৃদ্ধি করবে তার ডালপালা। এক সময় মূল ফসল যাবে দুর্বল হয়ে। লুটিয়ে পড়বে তারা জমিনের উপর্ তখন?
তাই যথা সময়ে এবং সঠিক আগাছা পরিস্কার করতে হবে।আবার এটাও দেখতে হবে আগাছা বাছতে যেয়ে মূল ফসল তুলে ক্ষেত উজাড় করে না দেই।আবার এও দেখতে হবে আগাছা তুলে যেন আস্তাকুঁড়ে ফেলে না দেই। তা হলে এক সময় পচে দূগন্ধ ছড়াবে। আবার তাকে সরাতে ঢাক ঢোল বাজাতে হবে।
তার চেয়ে ভালো সঠিক সময়ে নিড়ানী দিতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে-”সময় গেলে সাধন হবে না”। .................................গাছ .যদি হয় বীজের জোরে ফল ধরে না “
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: আপু এদেশে ঠক বাছতে গাঁ উজার হয়ে যায়
মূল গাছও দূর্বল হয়ে পড়বে শীঘ্রই
ধন্যবাদ আপনাকে